ইউনাইটেড কাপের উদ্বোধনী আসরে চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সঙ্গে পেরে উঠল না ইতালি। ইউনাউটেড কাপের উদ্বোধনী আসরে শিরোপা উল্লাস করেছে আমেরিকান টেনিস খেলোয়াড়রা। ইতালিয়ানদের বিপক্ষে মিক্সড টিম টুর্নামেন্টটি ৪-০ ব্যবধানে জিতে নিয়েছেন তারা।
রবিবার (৮ জানুয়ারি) দলের শিরোপা জয় নিশ্চিত করেন ট্রেলর ফ্রিটজ। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের ৯-এ থাকা এই তারকা পাঁচ ফাইনালের তৃতীয়টিতে মাত্তেও বেরেত্তিনিকে হারান ৭-৬ (৭/৪), ৭-৬ (৮/৬) গেমে। এর আগে মার্টিনা ট্রেভিসনকে ৬-৪, ৬-২ গেমে হারান জেসিকা পেগুলা।
ছেলেদের এককে লড়াই শেষ করতে পারেননি লরেঞ্জো মুসেত্তি। ফ্রান্সেস টিয়োফোর বিপক্ষে প্রথম সেট ৬-২ ব্যবধারে হারের পর কাঁধের ইনজুরির কারণে নাম প্রত্যাহার করে নেন এই ইতালিয়ান। লুসিয়া ব্রোঞ্জোত্তিকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে যুক্তরাষ্ট্রের জয়ের ব্যবধান ৪-০ করেন ম্যাডিসন কিস।
যুক্তরাষ্ট্রের শিরোপা জয় নিশ্চিতের পর ফ্রিটজ বলেছেন, ‘এই ইভেন্টে জয় পাওয়া দলের জন্য আশ্চর্যজনক। আমরা সত্যিই বড় আশা নিয়ে এসেছি। যখন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ছেলে এবং মেয়েদের একত্রিত করি, তখন আমরা র্যাঙ্কিংয়ের এত গভীরে থাকি যে এটি দলটিকে অনেক শক্তিশালী করে তোলে।’
এসজি