প্রায় ১৬ মাস পর ব্রাজিল জাতীয় ফুটবল দলে ফিরে আসলেন নেইমার। চলতি মাসেই বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। তার আগে সেলেসাওরা কলম্বিয়ার বিরুদ্ধে আরেকটি ম্যাচ খেলবে। নেইমারের জাতীয় দলে ফেরাটা ছিল প্রত্যাশিত, এবং কোচ দরিভাল জুনিয়র তাকে রেখেই ব্রাজিলের ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন।
নেইমার ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শেষবার ব্রাজিলের জার্সিতে খেলেছিলেন। সে সময়ই এসিএল ইনজুরিতে পড়েন তিনি, যা তাকে প্রায় এক বছর মাঠের বাইরে থাকতে বাধ্য করেছিল। এরপর ২০২৪ সালের অক্টোবরে সৌদি ক্লাব আল-হিলালের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে ফিরলেও পুনরায় চোটের কারণে তাকে ক্লাব ছাড়তে হয়েছিল। এরপর তিনি ফিরে আসেন সান্তোসে, তার শৈশবের ক্লাবটিতে।
নেইমারের ইনস্টাগ্রাম পোস্টে দেখা যায়, তিনি কোচ দরিভালের দল ঘোষণার সংবাদ সম্মেলন টিভিতে দেখছিলেন এবং ফিরতে পেরে অত্যন্ত খুশি। এ পোস্টে তিনি লেখেন, "ফিরতে পেরে খুশি।" নেইমারের জাতীয় দলে ফিরে আসা নিয়ে সেলেসাও সমর্থকরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এদিকে, নেইমারের প্রত্যাবর্তন নিয়ে ব্রাজিলের কোচ দরিভাল বলেন, “নেইমারের জাতীয় দলে প্রতিনিধিত্বের বিষয়ে নতুন কিছু বলার নেই। তার যে চোট পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হয়েছে, সেটি আমরা সবাই জানি। তবে তার দক্ষতা এবং সামর্থ্য সম্পর্কে আমরা সকলেই সচেতন।"
এখন পর্যন্ত ব্রাজিলের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হিসেবে পরিচিত নেইমারের ফেরাটা খুবই গুরুত্বপূর্ণ। কোচ দরিভাল আরও বলেন, “আমরা তার প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত ছিলাম। আমি আশা করি, নেইমারও তার ফিরে আসা নিয়ে খুশি। তার পুরোনো সামর্থ্য ফিরে পাওয়ার জন্য আমরা তাকে পূর্ণ সহায়তা দিতে প্রস্তুত। তবে আমরা তার উপর অত্যধিক দায়িত্ব চাপাতে চাই না, বিশেষ করে আসন্ন কঠিন ম্যাচগুলোতে তাকে দলের জন্য প্রস্তুত দেখতে চাই।”