চ্যাম্পিয়ন লিভারপুলকে রুখে দিল উলভস
প্রিমিয়ার লিগে অনবমনের শঙ্কায় উলভারহ্যাম্পটন। এই মঞ্চে লিভারপুল সেরা চারে থেকে মৌসুম শেষ করার লড়াইয়ে। দুই দলের শক্তি-সামর্থ্যে পার্থক্য বোঝাতে এটাই যথেষ্ট। যদিও শনিবার রাতে আনফিল্ডে পার্থক্য খুঁজে পাওয়া গেল না ম্যাচের ফলে। যেখানে চ্যাম্পিয়ন লিভারপুলকে রুখে দিয়েছে উলভস।
সবশেষ মৌসুমে এএফ কাপের শিরোপা জিতেছে অলরেডরা। তৃতীয় রাউন্ডে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে উলভস। এতে শঙ্কায় পড়ল লিভারপুলের শিরোপা ধরে রাখার মিশন। এই শঙ্কা করতে ফিরতি লেগে প্রতিপক্ষের মাঠে জয়ের বিকল্প নেই ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের।
প্রথম লেগে ম্যাচের ২৬ মিনিটে আলিসন বেকারের হাস্যকর ভুলে পিছিয়ে যায় লিভারপুল। ব্রাজিলিয়ান গোলরক্ষক পাস দিতে গিয়ে ভুলে বল তুলে দেন প্রতিপক্ষের ফুটবলার গনকালো গুয়েদেসকে। এই পর্তুগিজ ফরোয়ার্ড ফাঁকা জালে বল পাঠাতে কোনো ভুল করেননি।
প্রথমার্ধেই গোল শোধ দেয় স্বাগতিকরা। ডারউইন নুনেজের স্ট্রাইকে ৪৫ মিনিটে সমতায় ফিরে তারা। দ্বিতীয়ার্ধে লিভারপুলকে এগিয়ে নেন মোহাম্মদ সালাহ। স্কোরলাইন ২-১ করে ক্লাবের সপ্তম সর্বোচ্চ গোলস্কোরার কেনি ডালগ্লিশকে টপকে গেছেন মিশরীয় তারকা।
২০১৭ সালে লিভারপুলে যোগদানের পর ১৭৩টি গোল পেয়েছেন সালাহ। ডালগ্লিশের গোলসংখ্যা ১৭২। ক্লাবটির দীর্ঘ ১৩০ বছরের ইতিহাসে সর্বকালের সেরা গোলস্কোরার ইয়ান রাশ। ৩৪৬ গোলে তালিকায় শীর্ষে আছেন সাবেক এই ওয়েলস ফরোয়ার্ড।
সালাহ’র রেকর্ডের পরও জয়ের দেখা পায়নি লিভারপুল। ৬৬ মিনিটে হারায় অলরেডরা। উলভসের হয়ে সমতাসূচক গোলটি করেন হোয়াং হি-চান। ম্যাচের শেষ দিকে আরেকটি গোল পেয়েছিল অতিথিরা। কিন্তু সেটা অফসাইডে বাতিল হলে হাফ ছেড়ে বাঁচে লিভারপুল।
এই ম্যাচ দিয়েই অলরেডদের জার্সিতে অভিষেক হয় কোডি গ্যাকপোর। কিন্তু নতুন অধ্যায়ের শুরুতে আলো ছড়াতে পারেননি ডাচ ফরোয়ার্ড। উল্টো অভিষেকে দুর্বল উলভসের বিপক্ষে ক্লাবের ড্রয়ের সাক্ষী হলেন তিনি। ম্যাচের ৮৪ মিনিটে তাতে মাঠ থেকে তুলে নেন ক্লপ।
লিভারপুলের হোঁচটের রাতে কষ্টার্জিত জয়ের দেখা পেয়েছে লেস্টার সিটি ও টটেনহাম হটস্পার। তারা জিতেছে ১-০ ব্যবধানে। মিডলসবরোকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওন। বার্নলি বোর্নমাউথের বিপক্ষে জয়ে পেয়েছে ৪-২ গোলে।
আরএ/