অজুহাত দিচ্ছেন না গাতলিয়ের

অবশেষে থেমেছে পিএসজির অপরাজেয় যাত্রা। লিগ ওয়ানে ফরাসি জায়ান্টদের হারের স্বাদ পাইয়ে দিয়েছে লেন্স।
শিষ্যদের হারে কোনো অজুহাত দিতে চান না ক্রিস্টোফ গালতিয়ের। পিএসজি কোচের মতে, জয়টা প্রাপ্য ছিল স্বাগতিক লেন্সের।
রবিবার (১ জানুয়ারি) রাতে প্রতিপক্ষের মাঠে বল দখল আর আক্রমণে এগিয়ে ছিল প্যারিসের ক্লাবটি। ৫৯ শতাংশ সময় বল দখলে রেখে নেয় ১২টি শট পিএসজি, যার মধ্যে লক্ষ্যে ছিল ৬টি। বিপরীতে লেন্সের ৮ শটের ৪টি ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গোলমুখ বরাবর।
তবে গোলমুখে পিএসজির চেয়ে লেন্সের ফুটবলাররা বেশি নিখুঁত ছিল। এরই উপহারস্বরূপ ৩ বার জালের দেখা পেয়েছে স্বাগতিকরা। অতিথিরা গোল পেয়েছে মাত্র ১টি। তাই জয়ের কৃতিত্বটা প্রতিপক্ষকেই দিলেন গালতিয়ের, ‘জয়টা লেন্সের প্রাপ্য ছিল।’
হারের ব্যাখ্যায় চাইলে অজুহাত দিতে পারতেন পিএসজি কোচ। কারণ গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা দুই অস্ত্র-লিওনেল মেসি এবং নেইমারকে পাননি তিনি। তবে খোড়া যুক্তি দাঁড় করাননি গালতিয়ের। তিনি সোজাসাপ্টা বলেছেন, ‘লিও এবং নেইমার ছিল না ম্যাচে, তবে এটা কোনো অজুহাত হতে পারে না।’
মৌসুমের ১৭তম রাউন্ড শেষে টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। তাদের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে লেন্স। আপাতত তাই তৃপ্তির ঢেকুর তুলছেন কোচ ফ্রাঙ্ক হাইস, ‘আমরা চার পয়েন্ট পিছিয়ে থাকতে পেরে খুশি। (পিএসজির বিপক্ষে) এই জয় প্রমাণ করে যে আমরা এই চ্যাম্পিয়নশিপে যে কাউকে হারাতে পারি।’
এমএমএ/
