কুমিল্লায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

ছবিঃ সংগৃহীত
কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবদুল মালেক (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ মার্চ) রাতে উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবদুল মালেক ও তার প্রতিবেশী মো. কামাল উদ্দিনের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। যা নিয়ে উভয় পক্ষের মামলাও চলে। গত শুক্রবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে বেড়া দিতে যান কামাল উদ্দিন ও তার লোকজন। এ সময় আবদুল মালেক বাধা দিলে উভয়পক্ষ ঝগড়ায় লিপ্ত হয়। পরে রাত সাড়ে ৯টার নাগাদ কামাল উদ্দিনের নেতৃত্বে ছয়-সাতজন মিলে বৃদ্ধ মালেকের ওপর হামলা চালায়।
একপর্যায়ে বিদ্যুতের আলো নিভিয়ে দিয়ে তাকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি মারা যান। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা কামাল উদ্দিন ও তার সহযোগীদের বাড়ি ঘেরাও করেন। খবর পেয়ে থানা থেকে পুলিশ গিয়ে অভিযুক্ত কামাল উদ্দিনসহ ছয়জনকে আটক করে।
নিহতের ছেলে মহিন উদ্দিন বলেন, আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
চৌদ্দগ্রাম থানার ওসি মো. হিলাল উদ্দিন আহম্মেদ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে আবদুল মালেককে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়ি ঘেরাও করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ছয়জনকে আটক করে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
