এমবাপ্পের জোড়া গোলে শেষ ষোলোতে ফ্রান্স
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স আছে চ্যাম্পিয়নদের মতোই। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়িয়ে এবার ডেনমার্ককে হারিয়েছে ২-১ গোলে। ফ্রান্সের হয়ে জোড়া গোল করেছেন তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। দারুণ এই জয়ে ডি গ্রুপ থেকে সবার আগে বিশ্বকাপের শেষ ষোলোতে উঠে গেল ফরাসিরা।
শনিবার (২৬ নভেম্বর) রাতে কাতারের ৯৪৭ স্টেডিয়ামে ফ্রান্স-ডেনমার্কের প্রথমার্ধের লড়াই ছিল বেশ হাড্ডাহাড্ডি। দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটে এমবাপ্পের গোলে লিড নেয় ফ্রান্স। সাত মিনিট পরই ক্রিসটেনসেনের গোলে ম্যাচে ফেরে ডেনমার্ক। তবে শেষের চমকটা দেখান এমবাপ্পে।
ম্যাচের শুরুতে ডেনমার্ক বল পায়ে রাখে বেশি কিন্তু আক্রমণ বেশি করেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপের গতি, উসমান দেম্বেলের কারিকুরি আর ডি-বক্সে অলিভিয়ে জিরুদের বিপজ্জনক উপস্থিতি কাঁপন ধরায় ডেনমার্কের রক্ষণে। ২১তম মিনিটে ফ্রান্সের সবচেয়ে প্রথম উল্লেখযোগ্য আক্রমণ। অঁতোয়ান গ্রিজমানের ফ্রি কিকে আদ্রিওঁ রাবিওর হেড ঝাঁপিয়ে ঠেকান কাসপের স্মাইকেল।
এরপর ৩৪তম মিনিটে কয়েক সেকেন্ডের ব্যবধানে ডেনমার্ক ব্যর্থ করে দেয় ফ্রান্সের দুইটি চেষ্টা। ৩৭তম মিনিটে জিরুদের হেড একটুর জন্য লক্ষ্যে থাকেনি। চার মিনিট পর বিপজ্জনক জায়গায় বল পান এমবাপ্পে।
বিস্ময়করভাবে পেনাল্টি স্পটের কাছাকাছি জায়গায় অনেক উপর দিয়ে মারেন এই পিএসজি ফরোয়ার্ড। প্রথমার্ধে গোলের জন্য ১৩ শট নেয় ফ্রান্স, তিনটি ছিল লক্ষ্যে। ডেনমার্কের দুটি শটই ছিল লক্ষ্যভ্রষ্ট।
দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ফ্রান্স পায় প্রথম গোল। হার্নান্দেজের পাসে ট্রিকি শটে ডেনমার্কের জাল কাপান এমবাপ্পে। এর ৭ মিনিট পর ম্যাচে ফেরে ডেনমার্ক। এরিকসনের কর্ণার থেকে দুর্দান্ত হেডে ফরাসি গোলরক্ষক লরিসকে পরাস্ত করেন আন্দ্রেস ক্রিস্টিনসেন (১-১)।
ম্যাচে এরপর লড়াইটা চলে সমানে সমান। আস্তে আস্তে আক্রমণের ধার বাড়াতে থাকে ফ্রান্স। ৮৬তম মিনিটে গ্রিজম্যানের দারুণ ক্রসে কোনোমতে শরীরের সঙ্গে হালকা স্পর্শ করিয়ে বল জালে জড়ান এমবাপ্পে। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে গতবারের চ্যাম্পিয়নরা।
ডি গ্রুপে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। দুই ম্যাচে এক জয় ও এক হারে তিন পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া রয়েছে দ্বিতীয় স্থানে। দুই ম্যাচে এক হার ও এক ড্র করা তিউনিশিয়া ও ডেনমার্কের পয়েন্ট সমান ১।
এসআইএইচ