বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২২ মাঘ ১৪৩১
Dhaka Prokash

একনেকে অনুমোদনের অপেক্ষায়

বেতন কমিয়ে বাড়ানো হলো ভ্রমণ ভাতা

বিআইডব্লিউটিএ’র একটি প্রকল্পে কর্মচারীদের বেতন কমেছে ১৪৯ কোটি টাকা। অথচ ভ্রমণ ভাতাসহ বিভিন্ন খাতে এক লাফে ব্যয় বাড়ছে ৩৩৪ কোটি টাকা।

এ প্রকল্পে কর্মচারীদের বেতন ছিল ১৮৬ কোটি টাকা। তা থেকে কমিয়ে ধরা হয়েছে ৩৭ কোটি টাকা। কমেছে ১৩০ কোটি টাকা। আর কর্মকর্তাদের বেতন ৭০ কোটি টাকা থেকে কমিয়ে ধরা হয়েছে ৬৫ কোটি টাকা। এই দুই খাতে বেতন কমলেও নতুন করে ভ্রমণ ব্যয় থোক বরাদ্দ ধরা হয়েছে ২০ কোটি টাকা। সম্মানী ব্যয় বাড়িয়ে ৩০ কোটি টাকা ধরা হয়েছে। এই হলো রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ভারি মালামাল কম সময়ে ও নিরাপদে বহন করার জন্য ‘মোংলা বন্দর হতে চাঁদপুর-মাওয়া-গোয়ালন্দ হয়ে পাকশী পর্যন্ত নৌ-রুটের নাব্যতা উন্নয়ন’ প্রকল্পের বাস্তব চিত্র।

এ প্রকল্পের ব্যয় অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। সব প্রক্রিয়া শেষ। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এটিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ১০টি প্রকল্পের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সার্বিক ব্যাপারে জানতে প্রকল্প পরিচালক প্রকৌশলী সুলতান আহমেদের সঙ্গে রবিবার (৫ ডিসেম্বর) বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোনের সংযোগ কেটে দেওয়ায় মন্তব্য জানা সম্ভব হয়নি। পরে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসার সঙ্গেও যোগাযোগ করা হয়। তবে তিনিও ফোনের সংযোগ কেটে দেওয়ায় মতামত জানা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ প্রকল্পের ব্যয় বাড়ছে ৩৩৪ কোটি টাকা। কারণ প্রথমে ৯৫৬ কোটি টাকা ধরা হলেও সংশোধন করে এক হাজার ২৯০ কোটি টাকায় আনা হয়েছে। এর অনুমোদনের জন্য প্রকল্পটির প্রথম সংশোধনী প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। প্রকল্পটি বাস্তবায়ন করছে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের বিআইডব্লিউটিএ। প্রকল্প এলাকা হচ্ছে ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ী জেলার ১৩টি উপজেলা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) থেকে প্রথমে এর অনেক বেশি ব্যয় প্রাক্কলন করা হয়েছিল। বিভিন্নখাতে অপ্রাসঙ্গিক ব্যয় নির্ধারণ করায় তা থেকে বাদ দিয়ে শেষ পর্যন্ত একনেক সভায় ২০১৭ সালে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় ধরা হয়েছিল ৯৫৬ কোটি টাকা।

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এটির কাজও শুরু হয়েছে। প্রকল্পটিতে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত আর্থিক অগ্রগতি হয়েছে ৫২০ কোটি টাকা। একই সময়ে বাস্তব অগ্রগতি হয়েছে ৬১ শতাংশ। পুরো কাজ শেষ করতে ব্যয় বাড়িয়ে প্রস্তাব করা হয়েছিল এক হাজার ৬১৯ কোটি টাকা করার। তা যাচাই-বাছাই করতে গত ১০ জানুয়ারি প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন খাতে ব্যয় কমানো হয়েছে। তারপরও এই ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে এক হাজার ২৯০ কোটি টাকা। এর মধ্যে কর্মচারীদের বেতন ১৮৬ কোটি টাকা থেকে ১৪৯ কোটি টাকা কমানো হয়েছে। কমে দাঁড়াচ্ছে ৩৭ কোটি টাকা।

তবে নতুন করে ভ্রমণ ভাতা ধরা হয়েছে ২০ কোটি টাকা। আর সম্মানী ১০ কোটির সঙ্গে ২০ কোটি টাকা বাড়িয়ে ধরা হয়েছে ৩০ কোটি টাকা। যাতায়াত ব্যয় প্রায় পাঁচ কোটি টাকা বাড়ছে। এভাবে আসবাবপত্রসহ বিভিন্নখাতেও ব্যয় বাড়ানো হয়েছে। তাতে ৩৩৪ কোটি টাকা বাড়ছে। তবে বাস্তবায়নকাল ২০২৫ সাল পর্যন্তই থাকছে, বাড়ছে না।

সূত্র আরও জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভারি মালামাল পরিবহন নিরাপদ ও সহজ করার জন্য ২০১৭ সালের ১ আগষ্ট প্রকল্পটির অনুমোদন দেয় সরকার। যাতে মোংলা বন্দর থেকে নৌপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প পর্যন্ত সারাবছর ৪ দশমিক ৫০ মিটার নদীর নাব্য উন্নয়ন ও সংরক্ষণ করে কম সময়ে এবং স্বল্প ব্যয়ে নিরাপদে মালামাল ও যাত্রী পরিবহন করা যায়, যা ২০১৫ সালের জুন থেকে ২০২৫ সালের জুনে বাস্তবায়ন করার কথা।

প্রকল্পটির প্রধান প্রধান কাজ হলো–ক্যাপিটাল ড্রেজিং ৬৪ দশমিক ৬ লাখ ঘনমিটার, মেইনটেন্যান্স ড্রেজিং ৪৫৭ দশমিক ২৭ লাখ ঘনমিটার, মাটির ডাইক নির্মাণ ১৪ লাখ ঘনমিটার, বাঁশের পাইলিং ও তর্জার বেড়া নির্মাণ ৩ দশমিক ২০ লাখ বর্গমিটার। এ ছাড়া একটি কেবিন ক্রুজার ক্রয়সহ অন্যান্য কাজও রয়েছে।

প্রকল্পটি সংশোধনের কারণ হিসেবে বলা হয়েছে, নতুন কিছু অঙ্গ সংযোজন হচ্ছে। এর মধ্যে অভ্যন্তরীণ প্রশিক্ষণ, ইকো সাউন্ডার ও জিপিএস, অফিস ফার্নিচার, জলযান মেরামত, কম্পিউটার ও অফিসের অন্যান্য আসবাবপত্র মেরামত, ভ্রমণ ভাতা, ইন্টারনেট, বিদ্যুৎ, পানি, ডাক, কুরিয়ার, মুদ্রণ ও বাঁধাই, স্ট্যাম্প ও সিল, অন্যান্য মনিহারি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অংশগুলো নতুনভাবে সংযোজন করতে হবে। আর স্পিড বোটের পরিবর্তে সংশোধিত ডিপিপিতে কেবিন ক্রুজার অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে প্রকল্পটি প্রক্রিয়াকরণের দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠমো বিভাগের সদস্য (সচিব) মামুন-আল-রশীদ বলেন, ‘পিইসিতে কতিপয় শর্তে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভারী মালামাল পরিবহন নিরাপদ ও সহজতর করা সম্ভব হবে। এ ছাড়া মোংলা বন্দর হতে চাঁদপুর-মাওয়া-গোয়ালন্দ হয়ে পাকশী পর্যন্ত নৌ-রুটের নাব্যতা উন্নয়ন ঘটবে।’

উল্লেখ্য, ফাস্ট ট্র্যাক প্রকল্পের আওতায় ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী একনেক সভায় চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর হতে রূপপুর পর্যন্ত নৌপথের প্রয়োজনীয় ড্রেজিং করতে হবে বলে নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতেই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

জেএ/এসএ/

Header Ad
Header Ad

বগুড়ায় ৫০ টাকা অফারে টি-শার্ট কিনতে গিয়ে হুলস্থুল কান্ড, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

বগুড়ায় ৫০ টাকা অফারে টি-শার্ট কিনতে গিয়ে হুলস্থুল কান্ড। ছবি: সংগৃহীত

বগুড়ার জলেশ্বরীতলায় ‘লাইফ ওকে’ নামের এক পোশাক বিক্রির শো-রুম উদ্বোধন উপলক্ষ্যে ৫০ টাকায় মিলবে টি-শার্ট এমন ঘোষণায় হুলস্থুল কান্ড ঘটেছে।

ছাড়ের খবরে আজ বুধবার সকালে শো-রুমটির সামনে এতো সংখ্যক মানুষ জড়ো হন যে, আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়। এছাড়াও শো-রুমটির বিক্রেতাদের মারপিটের শিকার হয়েছেন সস্তার ক্রেতারা।

জানা গেছে, চট্টগ্রামের প্রতিষ্ঠান ‘লাইফ ওকে’ বগুড়ায় প্রথমবারের মতো তাদের আউটলেট খুলতে যাচ্ছে। এ উপলক্ষ্যে প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে ঘোষণা দেয় ‘মাত্র ৫০ টাকায় টি-শার্ট, এক থেকে দেড়শ’ টাকার মধ্যে মিলবে শার্ট এবং আড়ইশ’ টাকায় পাওয়া যাবে এক্সপোর্ট ইউএসপোলো সোয়েটার।

এমন পরিস্থিতিতে সেখানে সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন।। ছবি: সংগৃহীত

এমন ঘোষণায় আজ সকাল থেকে অগণিত নারী-পুরুষ শো-রুমটির সামনে ভিড় করেন। জনসমাগম এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে যে, পুরো জলেশ্বরীতলা এলাকা স্তব্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় রাস্তার যান চলাচল, লোকজনের চাপে আশেপাশের দোকানপাটও বন্ধ করতে বাধ্য হন ব্যবসায়ীরা, দেখা দেয় নিরাপত্তার শঙ্কা। এমন পরিস্থিতিতে সেখানে সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন।

সেনাবাহিনী আগত লোকজনকে রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করেন, এতে কাজ না হলে লাঠি চার্জ শুরু করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুই দফা লাঠি চার্জের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে শো-রুমটি খুলে দেওয়া হয়। এর পরপরই আবারও লোকজন হুমড়ি খেয়ে পড়েন। এতে পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়।

এমন পরিস্থিতিতে শো-রুমটির বিক্রেতারা ক্রেতাদের ওপর ক্ষিপ্ত হয়ে মারপিট করেন। পড়ে সেনাবাহিনীর উপস্থিতিতে দ্রুত শো-রুমটি বন্ধ করে ভেতরে থাকা ক্রেতাদের বের করে দিয়ে আগামী সাতদিনের জন্য শো-রুমটি বন্ধ করে দেওয়া হয়।

 

Header Ad
Header Ad

নওগাঁ সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

ছবি: সংগৃহীত

নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৪২)। তিনি সাপাহার উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের ওসমান আলীর ছেলে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আদাতলা ভারত সীমান্তের ৪৪/১-এস পিলার এলাকা থেকে সিরাজুল ইসলামকে ধরে নেওয়া হয়। সিরাজুল ইসলামের স্ত্রী এজেলা খাতুন বিএসএফের বিরুদ্ধে তাঁর স্বামীকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন।

সিরাজুলের পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় সিরাজুল আরও ছয়-সাতজনের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায়। রাত ৩টার দিকে আদাতলা সীমান্তের ৪৪/১-এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ী বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা তাঁদেরকে ধাওয়া করে। এ সময় অন্যরা বাংলাদেশের সীমান্তে আসতে সক্ষম হলেও সিরাজুল বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন।

এ বিষয়ে বুধবর (৫ ফেব্রুয়ারি) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ান ১৬ এর অধিনায়ক লে. কর্নেল সাদিকুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অসুস্থ্য থাকায় সংশ্লিষ্ট আদাতলা সীমান্ত চৌকির (বিওপি) কমান্ডারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

কিন্তু আদাতলা বিওপি ক্যাম্প কমান্ডারের সরকারি নাম্বারে একাধিকবার কল দিলেও কল রিসিফ না হওয়ায় তাঁর মন্তব্য জানা সম্ভব হয়নি।

তবে বিএসএফের হাতে আটক সিরাজুল ইসলামের স্ত্রী এজেলা বলেন, সিরাজুল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে কোথায় যাচ্ছে তা বাড়িতে বলে যায়নি। রাত ৪টার দিকে তাঁর স্বামীর সাথে ভারতে গিয়েছিলো দাবি করে এলাকার কিছু ব্যাক্তি তাঁকে বলেন, সিরাজুলকে সীমান্ত এলাকা থেকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে গেছে।

Header Ad
Header Ad

মোহাম্মদপুরে বিড়াল হত্যার অভিযোগে আদালতে মামলা, তদন্তের নির্দেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যার অভিযোগে আদালতে মামলা। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মনসুর নামে এক ব্যক্তির পোষা বিড়াল হত্যার অভিযোগে মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা আকবর হোসেন শিবলুর নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক মামলাটি গ্রহণ করে মোহাম্মদপুর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আজ পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী এ মামলাটি দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলার বাসিন্দা মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়।

পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি ফুটবলের মতো লাথি মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে পিষ্ট করে মৃত্যু নিশ্চিত করেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বগুড়ায় ৫০ টাকা অফারে টি-শার্ট কিনতে গিয়ে হুলস্থুল কান্ড, নিয়ন্ত্রণে সেনাবাহিনী
নওগাঁ সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
মোহাম্মদপুরে বিড়াল হত্যার অভিযোগে আদালতে মামলা, তদন্তের নির্দেশ
চুয়াডাঙ্গায় সার কাণ্ডে বিএনপি ও যুবদলের ৫ নেতা বহিষ্কার
আজ বন্ধুর সাথে গোসল করার দিন
২ আলাদা বিভাগসহ দেশকে ৪ প্রদেশে ভাগ করার সুপারিশ
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস
হাসিনার লাইভ প্রচারের আগেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ উধাও
হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা
বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর
গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সবজিবাহী পিকআপ খাদে, চালকসহ নিহত ৩
নতুন রাজনৈতিক দল গঠনে জনগনের মতামত চাইলো হাসনাত  
এই ফটো তোলোস কেন? আদালত চত্বরে শাহজাহান ওমর  
মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত : প্রেস সচিব  
পটুয়াখালীতে বাংলাভিশনের সাংবাদিককে কুপিয়ে জখম  
উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য তেল বিক্রি বন্ধ
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ  
শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা হাসনাত আবদুল্লাহর  
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ    
সুইডেনে স্কুলে বন্দুক হামলা নিহত ১০ জন