অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা

ছবি: সংগৃহীত
প্রথম লেগে রোমাঞ্চকর লড়াইয়ের পর সেমিফাইনালের দ্বিতীয় লেগে তুলনামূলক কম উত্তেজনা দেখা গেল। তবে ফেরান তোরেসের গোলেই জয় নিশ্চিত করে তিন মৌসুম পর কোপা দেল রের ফাইনালে উঠেছে বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার অপরাজিত থাকার রেকর্ড পৌঁছাল টানা ২১ ম্যাচে।
বুধবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে সেমিফাইনাল জিতে তারা জায়গা করে নিয়েছে ফাইনালে, যেখানে আগামী ২৬ এপ্রিল তাদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ২০১৪ সালের পর প্রথমবারের মতো কোপা দেল রের ফাইনালে দেখা যাবে ঐতিহ্যবাহী এল ক্লাসিকো।

প্রথমার্ধেই বার্সেলোনা ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। মিডফিল্ডে পেদ্রি ও ফ্রেঙ্কি ডি ইয়ং ছন্দময় ফুটবল উপহার দেন, তাদের সঙ্গে ফেরমিন লোপেজও আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। লামিন ইয়ামালের পাস থেকে বল পেয়ে ফেরান তোরেস গোল করে বার্সাকে এগিয়ে দেন। এরপর রাফিনহা একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন।
দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে অ্যাটলেটিকো। পরিবর্তন আনলেও সফল হতে পারেনি তারা। গ্রিজমানের শট লক্ষ্যে থাকেনি, আর আলেক্সান্দার সরলথ সহজ সুযোগ নষ্ট করেন। ম্যাচের একদম শেষ মুহূর্তে সরলথ গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।
শেষ পর্যন্ত বার্সেলোনা তাদের লিড ধরে রেখে জয় নিশ্চিত করে এবং এল ক্লাসিকো ফাইনালের জন্য প্রস্তুতি নেয়।
