বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ | ২৭ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

হাতুড়ি-বাটাল-ছুরি-চাকু-প্লায়ার্স দিয়ে করা হয় ময়নাতদন্ত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য মরদেহ কাটা-ছেঁড়া করা হয় আদিকালের হাতুড়ি-বাটাল আর ছুরি-চাকু, প্লায়ার্স দিয়ে। মেডিকেল কলেজের অধীন মর্গটিতে শুরু থেকে এখন পর্যন্ত এ পদ্ধতিতেই কাজ চলছে। সনাতনী এই কায়দায় একটি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগে। অনেক ক্ষেত্রে এই সনাতন পদ্ধতিতে ময়নাতদন্তের পর প্রতিবেদনের মান নিয়েও প্রশ্ন ওঠে।

মর্গ সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ডিজিটাল যুগে সেকেলে কায়দায় হাতুরি-বাটাল-ছুরি দিয়ে চলছে মৃতদেহ কাটা-ছেঁড়ার কাজ। আমাদের চেয়ে পিছিয়ে থাকা অনেক দেশে মরদেহের শরীরে থাকা কোনো বস্তুকে শনাক্ত করতে ডিজিটাল পোর্টেবল এক্সরে মেশিন ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে দুই মিনিটেই শনাক্ত করা যায় মরদহের ভেতরে থাকা বুলেটের অগ্রভাগ (প্রোজেক্টাইল), ছড়রা গুলির প্যালেট, বোমা বা এ জাতীয় বস্তুর স্প্লিন্টার ইত্যাদি। বাংলাদেশে এখন পর্যন্ত কোনো মেডিকেল কলেজ বা হাসপাতালে এ ধরনের মেশিন (ডিজিটাল পোর্টেবল এক্সরে মেশিন) নেই। অর্থাৎ গুলিবিদ্ধ, বোমা বিস্ফারণ, ছুরিকাঘাতসহ বিভিন্ন আঘাতজনিত ঘটনায় মারা যাওয়া ব্যক্তির ময়নাতদন্তের জন্য মৃতদেহটিকে অনিবার্যভাবে শিকার হতে হয় বেহিসাব কাটা-ছেঁড়ার। পাশের দেশ ভারত-নেপাল-শ্রীলংকাসহ আরও অনেক দেশে ফরেনসিক বিভাগ এই মেশিন ছাড়া ময়নাতদন্তের কথা চিন্তাও করতে পারে না।

ঢামেক হাসপাতালের তথ্য বলছে, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১ হাজার ৫৯৮ জনের ময়নাতদন্ত হয়। এর মধ্যে অজ্ঞাত পরিচয়ের মরদেহ ছিলো ৯৫টি। বছর শেষে এই মরদেহগুলো আঞ্জুমান মফিজুল মাধ্যমে দাফন করা হয়।

রুটিন অনুযায়ী নির্দিষ্ট স্থানে কাটা-ছেঁড়ার মাধ্যমে একটা ডেডবডির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। অথচ ডিজিটাল পোর্টেবল এক্সরে মেশিনমেশিনটির দামও আহামরি কিছু নয়, পাঁচ-সাত লাখ টাকা মাত্র। কিন্তু এই একটি মেশিনের অভাবেই ঢাকা মেডিকেল মর্গে পুরোনো কায়দায় ময়নাতদন্ত সম্পন্ন করা হচ্ছে। এতে অন্য লাশগুলোকে অপেক্ষমান রাখতে হচ্ছে দীর্ঘ সময়। ফলে প্রায়ই পঁচন ধরে সেইসব মরদেহে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢামেকের মর্গে ৫টি ফ্রিজ আছে। এর মধ্যে ২টি নষ্ট। ১টি এই চলে তো এই চলে না অবস্থায়। বাকি সচল ২টির মধ্যে ১টিতে মাসের পর মাস জঙ্গি ও বিদেশিদের মরদেহ থাকে। বাকিটিতে ৮-৯টি মরদেহ রাখা যাচ্ছে। প্রতিদিন সকাল থেকে বিকাল পাঁচটার মধ্যে ৮-৯টি লাশের ময়নাতদন্ত করা হয় এখানে। যেদিন গুলিবিদ্ধ লাশ আসে, সে দিন পুরো সময় ওই লাশ কাটতে পার হয়ে যায়। ফলে অন্য লাশগুলো ফ্রিজে রাখার প্রয়োজন পড়ে। কিন্তু ফ্রিজ তো মাত্র দুটি! তাই ফ্রিজে জায়গা না হওয়ায় লাশগুলোকে বাধ্য হয়ে মেঝেতে ফেলে রাখতে হচ্ছে। এমন পরিস্থিতিগত কারণে মরদেহ সংশ্লিষ্ট আলামতও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। লাশের পচন প্রক্রিয়ার কারণে অনেক সহজলভ্য, সুস্পষ্ট ও নির্ভরযোগ্য আলামতও নষ্ট হচ্ছে প্রতিদিন।

ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মাকসুদুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ঢাকাপ্রকাশ-কে বলেন, কলেজ কর্তৃপক্ষকে অনেক বার মৌখিক ও লিখিত ভাবে জানানো হয়েছে, যে এখন ডিজিটাল যুগে আদিকালে যন্রপাতি দিয়ে ময়না তদন্ত করা খুবই কষ্ট কর হয়ে পড়েছে। তাই আধুনিক যন্ত্রপাতি আনার জন্য বলা হয়েছে। আধুনিক যন্ত্রপাতি থাকলে তাতে কাজ করার অনেক সুবিধা হবে। ইচ্ছে থাকা সত্ত্বেও মর্গের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সঠিকভাবে ময়নাতদন্ত সম্পন্ন করতে পারছেন না। ফরেনসিক বিভাগ নিশ্চিত হতে পারছে না ঘটনার সঠিক কারণ বিষয়ে এবং একইভাবে সদিচ্ছা থাকা সত্ত্বেও অনেক পুলিশ কর্মকর্তাও পালন করতে পারছেন না দায়িত্বের পুরোটুকু। ফলশ্রুতিতে ভুক্তভোগী জনগণের ন্যায়বিচার পাওয়া নিয়েও প্রশ্নের পর প্রশ্ন তৈরি হচ্ছে।

ঢামেক হাসপাতালের মর্গ সূত্রে জানা যায়, চলতি বছরে এখন পর্যন্ত অজ্ঞাতপরিচয় ৭ টি মরদেহ এই হাসপাতালের মর্গে পড়ে আছে। যার মধ্যে রয়েছে খিলক্ষেতের দুটি, শাহবাগের দুটি ও দক্ষিণ কেরানীগঞ্জের একটিও কমলাপুরে দুটি । এর মধ্যে খিলক্ষেতের দুটিই অজ্ঞাত মরদেহ ছিল। মরদেহটি থেকে ২৫টি প্যালেট উদ্ধার করেছেন সংশ্লিষ্ট চিকিৎসক। শাহবাগ থেকে উদ্ধার রাকিবের মরদেহ দেহ থেকে ১৪টি ট্যালেট পায় ফরেনসিক বিভাগ।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া বলেন, মর্গ আধুনিক না হলে, কম-বেশি ভুল থেকেই যাবে। মর্গে কাটা ছেঁড়ার আধুনিক যন্ত্রপাতি থাকতে হবে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত ডোম থাকতে হবে। একইসঙ্গে কাজের প্রতি মনোযোগ থাকা দরকার সংশ্লিষ্টদের।

একদিকে লোকবলের তুলনায় অত্যধিক মরদেহ, অন্যদিকে মান্ধাতার আমলের যন্ত্রপাতি এবং দরকারি অনেক অনুষঙ্গের অনুপস্থিতি- এসব বহুমুখী জটিলতার কারণে অনেক সময় সঠিকভাবে ময়নাতদন্ত সম্ভব হয় না। ফলে অনেক প্রতিবেদনেই ভুল রিপোর্ট আসে বলে নাম প্রকাশে অনিচ্ছুক ফরেনসিক কর্মীরা জানান। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট মামলাও ভুল পথে পরিচালিত হচ্ছে- এমনটা দাবি করছেন পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্প্রতি ঢামেক হাসপাতালের মর্গ ঘুরে দেখা গেছে পুরানো যন্ত্রপাতি ও জরাজীর্ণ আসবাবপত্র। যেন সাইনবোর্ড হয়ে সেসবই প্রকাশ করছে মর্গটির মুমূর্ষু অবস্থার কথা।

সংশ্লিষ্টদের তথ্যমতে, বিশেষজ্ঞ ও উপযুক্ত যন্ত্রপাতি সংকটের কারণে দেশজুড়ে আলোচিত অনেক হত্যাকাণ্ডের পোস্ট মর্টেম রিপোর্ট নিয়ে জনমনে সন্দেহ, উদ্বেগ ও বিতর্কের সৃষ্টি হয়। এমনকি অনেক নির্মম হত্যাকাণ্ডের ময়নাতদন্তে পাওয়া ভুল প্রতিবেদনের কারণে তা আত্মহত্যা হিসেবে মেনে নিতে হয় পুলিশ, আদালত ও স্বজনদের। কখনো কখনো মর্গের অবস্থা এর চেয়েও নাজুক অবস্থায় পৌঁছায়। অনেক ক্ষেত্রেই পুরোপুরি মর্গসহকারী বা ডোমের ওপর নির্ভরশীল দেশের সবচেয়ে বড় এই হাসপাতালটির ময়নাতদন্ত বিভাগ। ময়নাতদন্তকে গুরুত্ব না দেওয়ায় ফরেনসিক প্রতিবেদন ভুল আসছে।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ টিটু মিয়া ঢাকাপ্রকাশ-কে বলেন, আমাদের মর্গে সবচেয়ে বেশি চাপ পড়ে। তবে সেই তুলনায় আধুনিক করতে পারিনি। আমাদের যা যা লাগবে আমরা ফরেনসিক বিভাগ দিয়ে সেটার তালিকা করে ফেলেছি। এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথাও হয়েছে। খুব শিগগিরই আমরা এর ব্যবস্থা করে ফেলবো।

 

এএইচ/

Header Ad
Header Ad

বাংলাদেশ রেলওয়ের দুই কর্মকর্তাকে পদায়ন ও বদলি

আহম্মদ হোসেন মাসুম (বামে) এবং মো. আসাদুল হক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের দুই কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে রেলপথ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১০ এপ্রিল) মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের প্রশাসন-৫ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব কামরুল হাসান।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক (পশ্চিম) আহম্মদ হোসেন মাসুমকে পদায়ন করা হয়েছে রেলওয়ে (পশ্চিম)-এর প্রধান প্রকৌশলী হিসেবে। অন্যদিকে প্রধান প্রকৌশলী (পশ্চিম) মো. আসাদুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ রেলওয়ের যুগ্ম-মহাপরিচালক (প্রকৌশল) হিসেবে।

এছাড়া প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আহম্মদ হোসেন মাসুম রেলপথ মন্ত্রণালয়ের উন্নয়ন-২ শাখার ২০ নভেম্বর ২০২৪ সালের প্রজ্ঞাপন অনুযায়ী খুলনা থেকে মংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ (তৃতীয় সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালকের অতিরিক্ত দায়িত্বে যেভাবে নিযুক্ত ছিলেন, সেই দায়িত্ব আগের মতোই বহাল থাকবে।

একইভাবে, মো. আসাদুল হকও রেলপথ মন্ত্রণালয়ের পূর্ববর্তী ২৪ জানুয়ারি ২০২৩ সালের প্রজ্ঞাপন অনুযায়ী মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন, সেটিও বহাল থাকবে।

জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

Header Ad
Header Ad

২০ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

ড. মুমতাজুর রহমান দাউদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশে স্বাস্থ্য খাতে বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বাংলা ইউএস এলএলসি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ড. মুমতাজুর রহমান দাউদ জানিয়েছেন, ২০ হাজার কোটি টাকা (প্রায় ২ বিলিয়ন ডলার) ব্যয়ে বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে।

রাজধানী ঢাকায় ৪ দিনের বিনিয়োগ সম্মেলনে এই যুগান্তকারী বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দেন তিনি।

মুমতাজুর রহমান দাউদ বলেন, আগামী ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়াও পরিকল্পনার মধ্যে রয়েছে নার্সিং বিশ্ববিদ্যালয় এবং শিল্পকারখানা স্থাপন। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ও শিল্প খাতে নতুন মাত্রা যোগ হবে।

তিনি বলেন, একই সঙ্গে বছরে ৫ হাজার প্রশিক্ষিত নার্স রপ্তানি এবং চট্টগ্রামের শিল্পাঞ্চলকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের নার্সিং বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নার্সদের যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো হবে, যেখানে দক্ষ নার্সদের ব্যাপক চাহিদা রয়েছে।

সরকারের পূর্ণ সমর্থনের কথা উল্লেখ করে ড. দাউদ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের এই উদ্যোগে পূর্ণ সহযোগিতা করছে। আমরা মনে করি, রূপকল্প ২০৪১ বাস্তবায়নে এই প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চট্টগ্রামে ৬০০ মিলিয়ন ডলার বিনিয়োগে একটি সার কারখানা নির্মাণের কথাও উল্লেখ করে তিনি বলেন, আমেরিকান বিনিয়োগকারী গ্রুপ ডিপি ওয়ার্ল্ডের সাথে যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিনিয়োগকারী গ্রুপে রয়েছেন চেয়ারম্যান মিস্টার ফ্র্যাঙ্ক জাও, যিনি যুক্তরাষ্ট্রের একজন বিলিয়নিয়ার উদ্যোক্তা হিসেবে সুপরিচিত। এ ছাড়াও দলটিতে আছেন প্রধান উপদেষ্টা ড. স্যাম বেটেটা, যিনি ফিটন বিশ্ববিদ্যালয়ের সাবেক গণিত বিভাগীয় প্রধান।

Header Ad
Header Ad

কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে চিঠি

ছবি: সংগৃহীত

জুলাই মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০ জন রাজনীতিক ও সাবেক মন্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, প্রসিকিউশনের পক্ষ থেকে এই রেড নোটিশ জারির অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

তাজুল ইসলাম তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের একাধিক অভিযোগ আছে।

এই তালিকায় থাকা অন্যরা হলেন—সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক; সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ; আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক; সাবেক তথ্য প্রতিমন্ত্রী ড. আরাফাত (এ. আরাফাত); ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও সাবেক সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস; প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক; সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু; এবং সাবেক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।​

ইন্টারপোলের রেড নোটিস জারির অর্থ হল- ওই ব্যক্তিকে সংশ্লিষ্ট দেশের সরকার ও বিচার বিভাগ বিচারের মুখোমুখি করতে অথবা দণ্ড কার্যকর করার জন্য খুঁজছে।

সদস্য দেশগুলো ইন্টারপোলের মাধ্যমে পলাতক আসামির সম্পর্কে তথ্য বিনিময় করতে পারে। বাংলাদেশ সরকারের সুনির্দিষ্ট অভিযোগ পেলে এবং সে দেশের সরকার তা খতিয়ে দেখে সন্তুষ্ট হলে তাকে গ্রেপ্তার করতে পারে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ রেলওয়ের দুই কর্মকর্তাকে পদায়ন ও বদলি
২০ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি
কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে চিঠি
সিলেটে থানায় লালগালিচা দেখে ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা
দিল্লিতে লিঙ্গ পরিবর্তনের চিকিৎসা নিতে এসে গ্রেপ্তার ৫ বাংলাদেশি
রবিবার ৩ জেলায় সাধারণ ছুটি, সবমিলিয়ে টানা ৪ দিনের অবকাশ
এসএসসির ফল ৬০ দিনে প্রকাশের চেষ্টা করা হবে: শিক্ষা উপদেষ্টা
পূর্বাচলে প্লট দুর্নীতি: শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
যমুনা নদী বাঁধ দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে কারাদন্ড
ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় ৪ বাংলাদেশি পণ্যবাহী ট্রাক পেট্রাপোল বন্দর থেকে ফেরত
মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে অসুস্থ হয়ে বাবার মৃত্যু, পরীক্ষার হলে মেয়ে জানে না মৃত্যুর খবর
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নয়, ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ নাম চায় ইসলামী আন্দোলন
৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সন্ত্রাসী সাজ্জাদকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ছাড়াতে চাওয়া স্ত্রী তামান্না
নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীসহ মেয়ের মৃত্যু
ভারতের মত অন্য কোনও দেশ বাংলাদেশের এতটা মঙ্গল চায় না: জয়শঙ্কর
মেসির জোড়া গোলে সেমিফাইনালে ইন্টার মায়ামি
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স
গাজায় গণহত্যার প্রতিবাদে আজ বিএনপির র‌্যালি, রাজধানীতে ব্যাপক প্রস্তুতি
ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল সৌদি আরবে পড়েছে, লক্ষ্য ছিল ইসরায়েল
সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় ২০৯ জন উদ্ধার, আটক ১২ পাচারকারী