সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

তৃণমূলের অংশগ্রহণ দেখে উজ্জীবিত কেন্দ্র

আন্দোলনে কৌশল পরিবর্তন ভাবনায় বিএনপি

বিএনপির সমাবেশ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় ও জেলা পর্যায়ের সমাবেশ কর্মসূচিতে তৃণমূল-পর্যায়ের নেতা-কর্মীদের অংশগ্রহণ দেখে উজ্জীবিত বিএনপি নেতারা। কোনো কোনো সমাবেশের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে তৃণমূলের নেতা-কর্মীরা যেভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেছে তাতে দলের নেতারা আন্দোলন-সংগ্রামের কর্মসূচি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে এ ধারণা পাওয়া গেছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সারাদেশের বিভাগ ও জেলা পর্যায়ে সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়। ২২ ডিসেম্বর থেকে ৩২টি স্থানে সমাবেশ করার কর্মসূচি শুরু হয়। কিন্তু ৩ জানুয়ারি পর্যন্ত ৩০টি স্থানে কর্মসূচি পালন করে দলটি। স্থানীয় প্রশাসনের অনুমতি না পাওয়ায় নওগাঁ ও ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশ স্থগিত রাখা হয়েছে। ২০টি জেলায় কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। সিরাজগঞ্জ, হবিগঞ্জ, ঠাকুরগাঁও, ফেনী, ঝিনাইদহ, পটুয়াখালী ক্ষমতাসীন দল ও আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটলেও শেষ পর্যন্ত সমাবেশ করেছে নেতা-কর্মীরা। হবিগঞ্জে ১৪৪ ধারা জারির কারণে সমাবেশ হতে পারেনি। যশোর, ফেনী, কক্সবাজারে ১৪৪ ধারা উপেক্ষা করে সমাবেশ করা হয়েছে। এর বাইরে গাজীপুর, সিলেট ও টাঙ্গাইলে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এসব সমাবেশে কেন্দ্রীয় নেতারা যোগ দেন। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিপুল এই অংশগ্রহণ বিগত কয়েক বছরে দেখা যায়নি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি আর এ রকম কর্মসূচি করতে পারেনি।

২ জানুয়ারি সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে দিয়ে দাবি আদায়ের যে প্রক্রিয়া আমরা শুরু করেছি এতে ভীত হয়ে আওয়ামী লীগ এবং এই অনির্বাচিত সরকার গণতান্ত্রিক শক্তির উপরে আক্রমণের পর আক্রমণ চালিয়ে যাচ্ছে, হামলা করছে, গুলিবর্ষণ করছে, গায়েবি মামলা দিচ্ছে।’

তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও লড়াকু মনোভাব দেখে উজ্জীবিত বিএনপির কেন্দ্রীয় নেতারা। বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকাপ্রকাশকে বলেন, ‘নির্যাতন নিপীড়নের মুখে তৃণমূল নেতা-কর্মীদের দলীয় কর্মসূচিতে ব্যাপক সাড়া পাচ্ছি। উপস্থিতি প্রমাণ করে যে, তারা এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তারা খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা ও সরকার পতনে জোরালো আন্দোলনে যেতে চায়।’

যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ঢাকাপ্রকাশকে বলেন, ‘হামলা-মামলা, গুম, খুন, গ্রেপ্তার নির্যাতন উপেক্ষা করে তৃণমূল নেতা-কর্মীরা সমাবেশে যোগ দিয়ে আবারও প্রমাণ করেছে তারা দল, দলের নেতৃত্ব ও দলীয় কর্মসূচির প্রতি কতটা কমিটেড। ক্ষমতাসীন সরকার ও আইন-শৃঙ্খলাবাহিনী সমাবেশকে কেন্দ্র করে মনপুরা থেকে ভোলাকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু নেতা-কর্মীরা এতটাই উজ্জীবিত ছিল যে, তারা থাকা-খাওয়ার অনিশ্চিয়তা ভুলে গিয়ে সমাবেশে যোগ দিতে এক-দুই দিন পূর্বেই ভোলায় চলে আসেন।’

তিনি বলেন, ‘তৃণমূল নেতা-কর্মীরা সব সময় অগ্রগামী। চাওয়া পাওয়ার ঊর্ধ্বে তাদের রাজনীতি। তাদের ত্যাগের কোনো কিছুর বিনিময় হবে না। বরং তারা নিজ ঘরে নিজ দেশে পরাধীনতায় বাঁচতে চায় না। চায় সরকার পতনে এক দফা আন্দোলন। তারা বিশ্বাস করে শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার মুক্তি আসবে না, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হবে না।’

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ওবায়দুর রহমান চন্দন ঢাকাপ্রকাশকে জানান, ‘প্রয়োজনে জীবন বাজি রেখে দলীয় কর্মসূচিতে জয়পুরহাটে তৃণমূল নেতা-কর্মীদের ত্যাগ স্বীকার করার মানসিকতায় অভিভূত। সরকারের দমন-পীড়ন তারপরও তৃণমূল নেতা-কর্মীরা যে এত দ্রুত ঘুরে দাঁড়াবে তা কিছুটা অপ্রত্যাশিত ছিল।’

এক প্রশ্নে তিনি বলেন, ‘আমরা যারা তৃণমূলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তারা সবাই চাই ফ্যাসিবাদী সরকারের পতন। সেই লক্ষ্যে আন্দোলন কখন কোন দিকে যায় সেটা সময় বলে দিবে।’

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল ঢাকাপ্রকাশকে বলেন, ‘শত বাধা অতিক্রম করে নরসিংদীতে সমাবেশ সফল করেছি। শুধু তৃণমূল নয় দলের সর্বস্তরের নেতা-কর্মীরা ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ। সরকার পতন ও খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করতে আন্দোলনের বিকল্প কোনো ভাবনা তৃণমূল নেতা-কর্মীদের নেই। তাদের চোখে মুখে সরকারবিরোধী প্রতিচ্ছবি ফুটে উঠেছে। যেকোনো মূল্যে সরকারের পতন ত্বরান্বিত করতে ঐক্যবদ্ধ। শুধু তাই নয় তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে যে কোনো দিক নির্দেশনা পালনে জীবন উৎসর্গ করতে প্রস্তুত তৃণমূল নেতা-কর্মীরা।’

পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার ঢাকাপ্রকাশকে বলেন, ‘ক্ষমতাসীন সরকারের আইন-শৃঙ্খলাবাহিনীর (পুলিশ) নির্যাতন সহ্য করে তৃণমূল কোনো রকমে বেঁচে আছে। আগে একটু ভীত থাকত, কর্মসূচিতে খুব একটা বের হতো না। তবে এখন সেই ভয় নেই। তারা এখন বাঁচার মতো বাঁচতে চায়, দেশের জনপ্রিয় নেত্রী খালেদা জিয়ার কারামুক্তি, বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে অনির্বাচিত সরকারের বিরুদ্ধে সরকার পতনের আন্দোলন চায়।’

তৃণমূলের সমাবেশের সাফল্য দেখে দলের নেতাদের আন্দোলনের ক্ষেত্রে এত দিনের ‘ধীরে চলা নীতি’ থেকে বেরিয়ে আসার চিন্তা-ভাবনা শুরু করেছে। প্রাথমিকভাবে চলমান সমাবেশ কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি সাংগঠনিক পুনর্গঠনের দিকেও নজর দেওয়া হচ্ছে। এ জন্য দলের পুনর্গঠন কাজের দায়িত্বপ্রাপ্তদের কাছে বিশেষ বার্তা পাঠানো হচ্ছে। পুনর্গঠন কাজ দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হচ্ছে। নেতাদের লক্ষ্য, চলমান আন্দোলনকে সরকার পতনের একদফা আন্দোলনের দিকে নিয়ে যাওয়া।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ঢাকাপ্রকাশকে বলেন, ‘সরকারের প্রতি চাপ সৃষ্টি করে কর্মসূচিতে আমরা জনমত আদায়ে চেষ্টা করছি। অনেক ক্ষেত্রে সফল হচ্ছি। ফলে এখন শুধু বিএনপি নয় দেশের অর্ধেকের বেশি জনগণ চায় খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসা নিশ্চিত করা হোক। আমরা দাবি আদায়ে আন্দোলনে আছি এবং দাবি আদায়ে রাজপথই ফয়সালা করবে আন্দোলনের গতিপ্রকৃতি ও ধরণ।’

পরবর্তী আন্দোলন-কৌশল কী হতে পারে, এ প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ঢাকাপ্রকাশকে বলেন, ‘আমরা জেলাগুলোতে সমাবেশ করছি। ইতিমধ্যে প্রায় অর্ধেক জেলায় সমাবেশ শেষ হয়েছে। আরও অর্ধেক জেলায় সমাবেশের পরিকল্পনা কর্মসূচি রয়েছে। জেলা পর্যায়ের সমাবেশ শেষ হলে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী কর্মসূচি ও আন্দোলনের ধরণ কৌশল চূড়ান্ত করা হবে।’

এপি/টিটি

Header Ad

সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

ফাইল ছবি

অবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজের চলাচল শুরু হতে যাচ্ছে। কক্সবাজার জেলা প্রশাসন কেয়ারি সিন্দাবাদ নামের একটি জাহাজের চলাচলের জন্য অনুমতি দিয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলা প্রশাসকের কাছে শুধুমাত্র চলাচলের জন্য পর্যটকবাহী জাহাজ কেয়ারী সিন্দাবাদ আবেদন করেছিল। তারা সেই জাহাজকে অনুমতি দিয়েছে। তবে কখন দ্বীপে যাবে সেটি চূড়ান্ত করবে মন্ত্রণালয়ের গঠিত কমিটি।

মন্ত্রণালয়ের গঠিত কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াছমিন চৌধুরী জানান, আগামী ২৭ নভেম্বর তারা কমিটির বৈঠক আহ্বান করেছেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হবে কোন জায়গা থেকে জাহাজ ছাড়বে। আপাতত কেয়ারি সিন্দাবাদ আবেদন করেছিল। তারা সেই জাহাজকে অনুমতি দিয়েছে।

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে নাফ নদী অনিরাপদ হয়ে উঠেছে। ফলে ইনানী অথবা কক্সবাজার শহরের নুনিয়ারছড়া থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

Header Ad

আইপিএলে দল পেলেন না মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের প্রথম পর্বে বাংলাদেশের কোনো খেলোয়াড় ছিলেন না। তবে অ্যাক্সিলারেটেড নিলাম বা দ্রুতগতির নিলামে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের নাম উঠেছিল। কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজিই তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি। ফলে অবিক্রীতই থাকলেন গেল আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতানো দ্য ফিজ। তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি।

আইপিএলের গত আসরে ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। জাতীয় দলের ব্যস্ততা থাকায় পুরো আসরে খেলতে না পারলেও তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। মাত্র ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন তিনি। আর এমন পারফরম্যান্সের পরও ভাবা হচ্ছিল দল পেতে যাচ্ছেন এই পেসার।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে অভিষেক হয়েছিল মুস্তাফিজের। এরপর মুম্বাই, রাজস্থান, দিল্লি ও চেন্নাইয়ের জার্সিতে খেলেন ৫৭টি ম্যাচ। বল হাতে নিয়েছেন ৬১ উইকেট। সেরা মৌসুম কাটিয়েছেন ২০১৬ সালে। সেসময় ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে ইমার্জিং প্লেয়ারের পুরস্কার জেতেন তিনি।

Header Ad

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজাহার গ্রেফতার

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজাহার গ্রেফতার। ছবি: সংগৃহীত

হত্যা মামলার অভিযোগে টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম আজহারকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সকালে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টাঙ্গাইল সদর থানায় তার ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, আজাহার জেলা পরিষদের সাবেক সদস্য ছাড়াও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি, উপজেলা সিএনজি-অটোরিকশা মালিক ও শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি
আইপিএলে দল পেলেন না মুস্তাফিজুর রহমান
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজাহার গ্রেফতার
চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ নওগাঁয়
নির্লজ্জ দলাদলির পরিণতি দেশবাসী দেখেছে: তারেক রহমান
মোল্লা কলেজের সার্টিফিকেট-ল্যাপটপ লুট, ক্ষতি ৭০ কোটি টাকা: অধ্যক্ষ
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার
সাত কলেজের স্নাতক পরীক্ষা স্থগিত
সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড জয় ভারতের
বদলগাছীতে বাসের ধাক্কায় ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী নিহত, আহত ২
মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি কমিশনার
মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় যুবকের যাবজ্জীবন
বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ
শাকিব খানের সঙ্গে আইটেম গানে নুসরাত
রাজধানীর মোল্লা কলেজে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীদের দখলে সড়ক
ওয়ানডে সিরিজেও অনিশ্চিত মুশফিক
জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল
বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা
বুবলীকে টয়লেট দিবসের শুভেচ্ছা অপুর