বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ পেল পরিবার
দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে সাহাবুল হোসেন বাবু (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহতের হওয়ার।চারদিন পর বাংলাদেশির মরদেহ পেলো পরিবার।
গত (১৭ ই ফেব্রুয়ারি) শুক্রবার রাতে হিলি সীমান্তের ২৮৫ নং মেইন পিলারের ২৫ নম্বর সাবপিলার সংলগ্ন ফকিরপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ওই যুবক বাংলাদেশে আসার চেষ্টা করছিল। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে।
আজ (২০ ফেব্রুয়ারি) সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবি ও বিএসফএফ কর্মকর্তাদের উপস্থিতে ভারতের হিলি থানা পুলিশ বাংলাদেশের হাকিমপুর থানা পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে।
এসময় হিলি সিপি বিজিবি কোম্পানি কমান্ডার মাহাবুব রহমান এবং ভারতের ৬১ বিএসএফ ব্যাটালিয়নের এডজুটেন্ট পি-পান্ডে এবং উভয় দেশের ইমিগ্রেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত উপস্থিত ছিলেন। পরে সকলের উপস্থিতিতে হাকিমপুর থানা পুলিশ নিহত শাহবুল হোসেন বাবুর লাশ তার বাবার হাতে তুলে দেওয়া হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু ছায়মি মিয়া বলেন, আজ সন্ধ্যায় ভারতের পুলিশের কাছ থেকে লাশ বুঝে পাওয়ার পর শাহাবুল হোসেন বাবুর বাবা আবুল হোসেনের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
এএজেড