রাজবাড়ীতে ট্রেনে কাটা ভ্যানচালক ও যাত্রীর মৃত্যু
ছবি সংগৃহিত
রাজবাড়ীর কালুখালীতে ট্রেনে কাটা পড়ে দুই জন নিহত হয়েছেন। এর একজন ভ্যানচালক, অন্যজন যাত্রী। সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলার কালুখালী উপজেলার সূর্যদিয়া রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বঙ্গমাতা এক্সপ্রেস ট্রেন সূর্যদিয়া রেল ক্রসিংয়ে পৌঁছালে ভ্যানচালক ও ভ্যানে থাকা যাত্রী ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কামিয়া এলাকার মৃত দৌত খাঁর ছেলে খয়ের খাঁ (৬০)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
রাজবাড়ী জিআরপি থানার ওসি সোমনাথ বসু বলেন, সূর্যদিয়া রেল ক্রসিংয়ে ট্রেন পৌঁছালে ভ্যানচালক ও ভ্যানে থাকা যাত্রী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। খবর পাওয়া মাত্রই পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।