সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ | ১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

তিস্তার পানি বিপৎসীমার উপরে, পানিবন্দি হাজারো পরিবার

‘এমন পানি এ বছর আর চোখে পড়েনি। গত দুই দিনে এক হাজার টাকা খরচ করে শ্যালো মেশিন দিয়ে তিস্তার চরে আমন ধানের চারা রোপন করার পর হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় হতাশায় ভুগছেন চরাঞ্চলের বাসিন্দারা।’ এভাবেই কথাগুলো বলছিলেন মহিষখোচা ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামের বাসিন্দা আফজাল হোসেন (৫৫)। শুধু আফজাল হোসেনই নয় এমন অভিযোগ নদীপাড়ের বাসিন্দাদের।

জানা গেছে, উজানের পাহাড়ি ঢলের কারণে লালমনিরহাটের পাঁচ উপজেলায় আবারও বন্যা দেখা দিয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন তিস্তার চরাঞ্চলের ১০ হাজার পরিবার । হঠাৎ করে তিস্তা নদীর পানি বৃদ্ধির কারণে আতঙ্ক দেখা দিয়েছে নদী পাড়ের লোকজনের মধ্যে। সেই সঙ্গে সেখানকার লোকজন আতঙ্কের পাশাপাশি একটি রাত নির্ঘুম কাটিয়েছেন।

মঙ্গলবার (২ আগস্ট ) সকাল ৯টা থেকে তিস্তার পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া পয়েন্টের নির্বাহী প্রকৌশলী আসফা-উদ-দৌল্লা।

এদিকে কয়েক দিনের ভারি বৃষ্টিপাত ও ভারতের গজলডোবা ব্যারেজে পানি বৃদ্ধি পাওয়ায় জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীতে পানি বেড়েছে। তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীর তীরবর্তী এলাকায় ও নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এতে জেলা সদর, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও পাটগ্রাম উপজেলায় নদীর তীরবর্তী ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। এ ছাড়া পানি নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

মঙ্গলবার (২ আগস্ট ) সকালে আদিতমারী উপজেলার সলেডি স্পার-২ এলাকা ঘুরে দেখা গেছে, তিস্তা নদীর পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে তিস্তা পাড়ের লোকজন অনেকেই বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আবার অনেকেই তাদের গবাদিপশু নিয়ে উঁচু স্থানে গাদাগাদি করে অবস্থান করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে সেখানকার স্কুলগামী শিক্ষার্থীরা। সেখানে গোবরধন এম এইচ সরকারী প্রাথমিক বিদ্যালয় গোবরধন হায়দারীয়া বহুমুখী উচ্চবিদ্যালয় ও গোবরধন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কোমড় পরিমাণ পানি উঠায় স্কুল বন্ধ রাখা হয়েছে। সেই সঙ্গে বন্যা আশ্রয় কেন্দ্রে যাওয়ার রাস্তায়ও হা্ঁটু পরিমাণ পানি উঠায় বিপাকে পড়তে হচ্ছে বানভাসি মানুষদের।

মহিষখোচা ইউনিয়নের ইউপি সদস্য মতিয়ার রহমান মতি বলেন, হঠাৎ করে রাতেই তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন এখানকার বাসিন্দারা।

তিনি আরো জানান, এবারের বন্যা সবচেয়ে ভয়াবহ। এর আগে আর কখনও এমন বন্যা দেখা দেয়নি।

আজ সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের পানিবৃদ্ধি এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি আর সারোয়ার। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া পয়েন্টের নির্বাহী প্রকৌশলী আসফা-উদ-দৌল্লা বলেন, প্রতিবছরের মতো এবারও তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আমাদের পক্ষ থেকে তিস্তাপাড়ের মানুষকে সর্তক করার পাশাপাশি সকল প্রকার দুর্যোগ মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।

আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম বলেন, পানিবন্দি পরিবারগুলোর সার্বক্ষণিক খোঁজ-খবর রাখা হচ্ছে।

লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর বলেন, বন্যাকবলিত পরিবারগুলোর সার্বক্ষণিক খোঁজ নেওয়ার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বলা হয়েছে।

 

Header Ad
Header Ad

সন্ধ্যায় দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এ সময় তিনি বিমানবন্দরের ১ নম্বর গেট ব্যবহার করবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল। এর আগেও বেশ কয়েকবার তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যেতে হয়েছে। ৭৭ বছর বয়সী এই রাজনৈতিক নেতা ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ার পর প্রথম সিঙ্গাপুরে চিকিৎসা নেন। এরপর থেকে প্রতিবছরই ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে তিনি সিঙ্গাপুরে যান।

সর্বশেষ ২০২৪ সালের ১ সেপ্টেম্বরও তিনি ও তার সহধর্মিণী সিঙ্গাপুরে গিয়েছিলেন স্বাস্থ্য পরীক্ষার জন্য। দীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি স্বাস্থ্যগত কারণেও তাকে নিয়মিত বিদেশে চিকিৎসা নিতে হচ্ছে বলে জানিয়েছেন ঘনিষ্ঠরা।

Header Ad
Header Ad

বর্ষবরণ শোভাযাত্রায় ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’, প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’

ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় এবার বিশেষভাবে নজর কেড়েছে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’। ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’—এই প্রতিপাদ্য নিয়ে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চারুকলার সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়।

ঢাক, ঢোল ও নানান বাদ্যযন্ত্রের ছন্দে রঙ-বর্ণে সাজানো মুখোশ ও শিল্পনির্মাণে শোভিত শোভাযাত্রাটি ঢাকাবাসীর মাঝে বর্ষবরণ উৎসবের আবহ তৈরি করে। তবে এবারের আয়োজন ছিল কিছুটা ব্যতিক্রমী। ফ্যাসিবাদের প্রতীকী প্রতিচ্ছবি হিসেবে একটি মুখাকৃতি স্থান পায় শোভাযাত্রায়, যা ক্ষমতার অপব্যবহার, দমন-পীড়ন ও মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।

জানা যায়, ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’টি এর আগে একটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলেও, চারুকলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা সম্মিলিতভাবে নতুন করে এটি তৈরি করেন এবং তা শোভাযাত্রায় অন্তর্ভুক্ত করা হয়।

চারুকলার শিক্ষার্থীদের ভাষ্য মতে, এই মুখাকৃতি ফ্যাসিবাদবিরোধী অবস্থানের একটি সাংস্কৃতিক প্রতিবিম্ব। বর্ষবরণের উৎসব শুধু আনন্দ উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি হয়ে উঠেছে প্রতিবাদ ও প্রতিরোধের একটি প্ল্যাটফর্ম—যেখানে নতুন বছরের সূচনার পাশাপাশি অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়।

Header Ad
Header Ad

পুরুষদের জন্য আসছে হরমোনবিহীন জন্মনিয়ন্ত্রণ পিল

ছবি: সংগৃহীত

পুরুষদের জন্য তৈরি হলো নতুন ধরনের জন্মনিয়ন্ত্রণ পিল, যার নাম ওয়াইসিটি-৫২৯। এই পিলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য—এটি হরমোন পরিবর্তন না করেই জন্মনিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে। বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট সায়েন্স অ্যালার্ট জানায়, যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ওষুধটি তৈরি করেছেন এবং বর্তমানে এটি ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় ধাপে রয়েছে।

এই ওষুধটি ইতোমধ্যে ইঁদুর ও বানরের ওপর পরীক্ষিত হয়েছে এবং আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। পুরুষ ইঁদুরদের এই ওষুধ দেওয়ার এক মাসের মধ্যে তাদের সঙ্গীদের গর্ভধারণের হার প্রায় ১০০ শতাংশ কমে যায়। একই ধরনের ফল পাওয়া গেছে বানরের ক্ষেত্রেও। সবচেয়ে ইতিবাচক দিক হলো, ওষুধটি বন্ধ করার পর প্রাণীরা স্বাভাবিকভাবে সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা ফিরে পায়।

ওয়াইসিটি-৫২৯ শরীরের তিনটি গুরুত্বপূর্ণ হরমোন—টেস্টোস্টেরন, এফএসএইচ ও ইনহিবিন-বি—এর মাত্রা অপরিবর্তিত রাখে। এটি রেটিনোইক অ্যাসিড রিসেপ্টর (আরএআর)-আলফা নামক একটি প্রোটিনকে টার্গেট করে কাজ করে, যা শুক্রাণু উৎপাদনে ভূমিকা রাখে।

নারীদের হরমোনভিত্তিক জন্মনিয়ন্ত্রণ পিলের অনেক পার্শ্বপ্রতিক্রিয়া থাকায় হরমোনবিহীন পদ্ধতির খোঁজ করছিলেন বিজ্ঞানীরা। এই পিল সে চাহিদা পূরণে সম্ভাবনাময় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের পাশাপাশি নিউজিল্যান্ডেও ওষুধটির মানবদেহে পরীক্ষার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে।

এদিকে, ইওরচয়েস থেরাপিউটিকস কোম্পানি এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই গবেষণায় যুক্ত। বিজ্ঞানীরা জানান, বিশ্বজুড়ে প্রায় ৫০ শতাংশ গর্ভধারণ অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে, যা নতুন ও কার্যকর গর্ভনিরোধকের প্রয়োজনীয়তা নির্দেশ করে।

অন্যদিকে, বেইলর কলেজ অব মেডিসিন সিডিডি-২৮০৭ নামের আরেকটি হরমোনবিহীন ওষুধ নিয়েও গবেষণা চালাচ্ছে। এটি ইনজেকশনের মাধ্যমে ব্যবহার করা হয় এবং ইঁদুরের ক্ষেত্রে কার্যকর ফল পাওয়া গেছে, যদিও এখনো মানুষের ওপর পরীক্ষা শুরু হয়নি।

প্রসঙ্গত, ১৯৮০-এর দশকে ভ্যাসেকটমি পদ্ধতির পর পুরুষদের জন্য উল্লেখযোগ্য কোনো গর্ভনিরোধক বাজারে আসেনি। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, অধিকাংশ পুরুষ নতুন পদ্ধতির গর্ভনিরোধক গ্রহণে আগ্রহী, এবং নারীরাও তাতে আস্থা রাখেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সন্ধ্যায় দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
বর্ষবরণ শোভাযাত্রায় ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’, প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’
পুরুষদের জন্য আসছে হরমোনবিহীন জন্মনিয়ন্ত্রণ পিল
স্বর্ণের দাম ভরিতে কমলো ১ হাজার ৩৮ টাকা
ভারতে ওয়াকফ আইন পাস হওয়ার পর প্রথম পদক্ষেপ: মধ্যপ্রদেশে বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো মাদ্রাসা
পিএসএলে ৩ উইকেটের সঙ্গে ৩ রেকর্ডে নাম লেখালেন রিশাদ
আজ পহেলা বৈশাখ, নতুন চেতনায় বর্ষবরণের আয়োজন
পদ্মা ব্যাংকে ঋণ জালিয়াতি: নাফিজ সরাফাতসহ চারজনের বিরুদ্ধে মামলা
হাতে হাত রেখে প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে এলেন আমির খান
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ চেম্বার আদালতের
প্রতি ছক্কা ও উইকেটে ফিলিস্তিনে এক লাখ রুপি দেবে পিএসএল-এর দল মুলতান সুলতানস
পয়লা বৈশাখে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা
সারা দেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা
আপনারা অবশ্যই অনির্বাচিত, প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে: সালাহ উদ্দিন আহমদ
সামিটে খরচ দেড় কোটি, বিনিয়োগ এসেছে ৩ হাজার কোটি টাকার: আশিক চৌধুরী
বাংলাদেশে তিনটি বড় হাসপাতাল নির্মাণ করতে চায় চীন
গভর্নিং বডির সিদ্ধান্তে বাতিল ১০ অর্থনৈতিক অঞ্চল: বিডা চেয়ারম্যান
ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়া ব‍্যক্তি শনাক্ত, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে আছে সম্পৃক্ততা
আজ থেকে সৌদিতে ওমরাহ উদ্দেশ্যে প্রবেশে নিষেধাজ্ঞা, হজ পর্যন্ত কার্যকর
ভারতে স্যুটকেসে প্রেমিকাকে হোস্টেলে নিতে গিয়ে ধরা, ভিডিও ভাইরাল