আখাউড়া-আগরতলা রেলপথ উদ্বোধন হলো না
ফাইল ফটো
ভারতীয় অর্থায়নে তৈরি হচ্ছে বাংলাদেশ রেলওয়ের দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প আখাউড়া থেকে আগরতলা এবং খুলনা-মোংলা রেল সংযোগ প্রকল্প।প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলতি ভারত সফরেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উদ্বোধন করার কথা ছিল আখাউড়া-আগরতলা রেলপথ।তবে সেটি এখন উদ্বোধন হচ্ছে না।
কাজ শেষ না হওয়ায় আগেই উদ্বোধন পিছিয়েছে খুলনা থেকে মোংলা বন্দর পর্যন্ত রেলপথ সম্প্রসারণ প্রকল্প।
রোববার (১০ সেপ্টেম্বর) আখাউড়া-আগরতলা প্রকল্পের পরিচালক আবু জাফর মিঞা গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, এখন এটি উদ্বোধন হচ্ছে না।
কবে উদ্বোধন হতে পারে এমন প্রশ্নে তিনি জানান, এখনও তারিখ নির্ধারণ হয়নি। সরকার থেকে যখন সময় দেওয়া হবে তখন বলা যাবে। আপাতত হচ্ছে না।
সম্প্রতি রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গণমাধ্যমকে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জি-২০ সম্মেলনে ভারত সফরের সময় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সময় মিলিয়ে এ প্রকল্পের উদ্বোধন হতে পারে।
এর আগে, গত ২ সেপ্টেম্বর) দুপুরে কাজ পরিদর্শন করে বাংলাদেশ রেলওয়ের একটি প্রতিনিধিদল। নেতৃত্ব দেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. ইয়াছিন।
সে সময় প্রকল্প সংশ্লিষ্টরা জানান, আগামী ৯ সেপ্টেম্বর ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রেলপথটি উদ্বোধনের কথা। প্রকল্পটি বাস্তবায়নের ফলে সড়কপথের পাশাপাশি রেলপথেও চট্টগ্রাম বন্দর এবং রাজধানী থেকে পণ্য যাবে সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে।
গত ২২ আগস্ট থেকে এ পথে পরীক্ষামূলক ট্রেন চলাচল করেছে।