কুষ্টিয়ায় হত্যা মামলার প্রধান আসামি আটক

কুষ্টিয়ার চাঞ্চল্যকর সবুজ হত্যা মামলার প্রধান আসামি নূর ইসলামকে আটক করেছে কুষ্টিয়া থানা পুলিশ। শনিবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরতলীর পূর্ব মিলপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।
আটক প্রধান আসামি নূর ইসলাম কুষ্টিয়া মিলপাড়ার বিশু শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব মিলপাড়ার চর এলাকায় অভিযান চালিয়ে সবুজ হত্যা মামলার প্রধান আসামী নূর ইসলামকে আটক করে পুলিশ। কুষ্টিয়া মডেল থানার মামলা নং-২৫, তারিখ ২৩/১২/২০২১ ইং সূত্র ধরে কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) নিশিকান্ত সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে নূরকে আটক করা হয়। এ সময় মিলপাড়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই মো. খালিদুর আশিক ও টু আইসি এএসআই শাহীনসহ সংগীয় ফোর্স ছিল।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলমের সঙ্গে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি জানান, হত্যা মামলার প্রধান আসামি নূর ইসলাম পলাতক ছিলেন। কুষ্টিয়া মডেল থানা পুলিশের সফল অভিযানে তাকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২২ ডিসেম্বর পরকিয়া প্রেমের জের ধরে কুষ্টিয়া শহরের মিলপাড়া গড়াই নদীর ধারে নির্মাণাধীন ইকোপার্কের মধ্যে মিলপাড়া এলাকার হায়দার মিস্ত্রির ছেলে সবুজ মণ্ডলকে (১৯) নৃশংসভাবে হত্যা করা হয়। পরে নিহতের পিতা হায়দার আলী নূর ইসলাম কে প্রধান আসামি করে ৬ জনের নামে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।
/এএন
