দুর্গাপূজায় স্বেচ্ছাসেবক হতে চায় মাদ্রাসা ছাত্ররা: ধর্ম উপদেষ্টা
ছবি: সংগৃহীত
দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা মণ্ডপের নিরাপত্তায় থাকতে মাদ্রাসা ছাত্ররা আগ্রহী বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার সচিবালয়ে দুর্গাপূজা উদ্যাপন সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দূর্গাপূজায় নিরাপত্তার ঘাটতি থাকবে না জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, মণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে মাদ্রাসা ছাত্ররা আগ্রহ ব্যক্ত করেছে। আয়োজকরা সে ব্যাপারে সিদ্ধান্ত নিবে। পূজা উদ্যাপন পরিষদ চাইলে মাদ্রাসার শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে।
আ ফ ম খালিদ হোসেন বলেন, নিরাপত্তায় হেলিকপ্টারের টহল থাকবে। দশমীর দিন ডুবুরিদল থাকবে। মণ্ডপগুলোতে চালের বরাদ্দ বাড়ানো হবে। কোনো দুষ্কৃতকারী কোনো অপকর্ম করলে সরকার কঠোর হাতে দমন করবে। পূজা উপলক্ষ্যে ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে।
এবারের পূজায় সারাদেশে ৩২ হাজার ৬৬৬টি মণ্ডপ করা হবে বলেও জানান তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, নিরাপত্তা নিশ্চিতে ও দুর্ঘটনারোধে তৎপর থাকবে সরকার। স্বেচ্ছাসেবক হতে পারবেন দেশের যেকোনো নাগরিক। শিফট অনুযায়ী দায়িত্ব ভাগ হবে। আজান ও নামাজের সময় বাদ্যযন্ত্রের ব্যবহার থাকবে। মণ্ডপের সংখ্যা বাড়তে পারে। কারণ উল্লিখিত তালিকা সরকারি। পূজা উদ্যাপন পরিষদ এখনও তালিকা দেননি।
দূর্গাপূজার সময় প্রতিবেশী দেশের নাগরিকদের সীমানা পেরিয়ে যাওয়া আসা না করতে আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, পূজার সময় দুই পাড়ের লোক যাওয়া আসা করে পূজা দেখতে। এজন্য সীমান্ত এলাকায় ভালো ভালো পূজা মণ্ডপ করার অনুরোধ করেছি যেন আমাদের লোকজন ওপারে পূজা দেখতে না যায়। আর ওই পাড়ের লোকজন যেন এই পাড়ে না আসে এটার ব্যবস্থা নেওয়ার জন্য।