রমজানের মাসআলা-১০
রোজা অবস্থায় স্বপ্নে পানাহার ও স্বপ্নদোষ হওয়া

রোজা অবস্থায় দিনের বেলায় পানাহার করতে স্বপ্নে দেখলে বা স্বপ্নদোষ হলে রোজার কোনো ক্ষতি হবে না। কারণ এটি ইচ্ছাধীন বা নিয়ন্ত্রণাধীন নয়। আর স্বপ্নে পানাহার দ্বারা প্রকৃত পানাহার হয় না এবং ক্ষুধা নিবারণ ও শারীরিক শক্তি অর্জনও হয় না; তাই এতে রোজা ভঙ্গ হবে না। এমন কি রোজা হালকাও হবে না, সওয়াব ও কমবে না। স্বাভাবিকভাবেই রোজা সম্পূর্ণ করবে। কাজা বা কাফফারা কিছুই লাগবে না।
সজ্ঞান রতিক্রিয়ায় রোজা ভঙ্গ হয়। ইচ্ছাকৃত হলে কাজা ও কাফফারা উভয় আদায় করতে হয়। আর অনিচ্ছায় হলে শুধু কাজা আদায় করতে হয়। স্বপ্ন যেহেতু স্বেচ্ছায় নয় ও সজ্ঞান নয়; তাই রোজা অবস্থায় রাতে বা দিনে স্বপ্নদোষ হলে রোজা ভাঙ্গবে না; স্বাভাবিক ভাবেই রোজা পূর্ণ করবে। কাজা-কাফফারা কিছুই প্রয়োজন হবে না। প্রয়োজন মতো অজু, গোসল ও পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করতে হবে। (ফাতাওয়ায়ে শামী)
এসএ/
