কেন এবং কবে থেকে শবে বরাত পালন শুরু হয়?
আজ শবে বরাত বা লাইলাতুল বরাত। বিশ্ব মুসলিমবাসীর বিশ্বাস, এ রাতে অসংখ্য বান্দা মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও আশীর্বাদ লাভ করে থাকে। প্রতিবছর হিজরি ক্যালেন্ডারের শাবান মাসের ১৪ তারিখ রাতে শবে বরাত পালন করা হয়।
শবে বরাত উপলক্ষে রাসুলে আকরাম (সা.) দুটি জিনিস করার জন্য বলেছেন–এক. রাত জেগে আল্লাহর কাছে ইবাদত করা; যেমন–নফল নামাজ পড়া, কুরআন তিলাওয়াত করা, তাসবিহ জপ করা, দোয়া-দুরুদ, তওবা-ইস্তেগফার ইত্যাদি। দুই. রোজা রাখা, হজরত মহম্মদ (সা.) গোটা শাবান মাস রোজা রাখতেন, তাই বান্দারা পুরো শাবান মাস রোজা রাখতে পারলে অতিউত্তম।
শবে বরাতের ইতিহাস
শবে বরাত পালন কবে থেকে শুরু হলো–এমন প্রশ্ন অনেকের মনেই আলোড়িত হয়। আলা ইবনুল হারিস (র.) থেকে বর্ণনায় দেখতে পাওয়া যায়, হজরত আয়েশা (রা.) বলেছেন, একদিন গভীর রাত্রে রাসুলুল্লাহ (সা.) নামাজ পড়ছিলেন। নামাজ পড়ার সময় তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে সেজদা করেন। এভাবে দাঁড়িয়ে থেকে সেজদা করতে দেখে, হজরত আয়েশা (রা.) এর ধারণা হয়, রাসুলাল্লাহ (সা.) হয়তো নামাজ পড়তে গিয়ে ইন্তেকাল করেছেন।
হজরত আয়েশা (রা.) তখন তার সন্দেহ দূর করার জন্যে রাসুলুল্লাহ (সা.) বৃদ্ধাঙ্গুলিটি ধরে নাড়া দেয়। তাতে রাসুলাল্লাহ (সা.) আঙুল নাড়িয়ে সারা দেয়। এরপর রাসুলাল্লাহ (সা.) সেজদা থেকে উঠে নামাজ শেষ করে হজরত আয়েশা (রা.) কে বললেন, হে আয়েশা! তোমার কি ধারণা, আল্লাহর রাসুল তোমার হক নষ্ট করবেন? হজরত আয়েশা (রা.) তখন উত্তরে বলেন, না, ইয়া রাসুলুল্লাহ। আপনার দীর্ঘক্ষণ সেজদা করা দেখে আমি শঙ্কিত হয়ে পড়েছিলাম। আমার মনে হয়েছিল, আপনি হয়তো ইন্তেকাল করেছেন? তাই আমি আমার সন্দেহ মেটানোর জন্য আপনার আঙুল নেড়ে, আপনাকে পরীক্ষা করে দেখছিলাম আপনি জীবিত আছেন কি না।
নবীজি তখন আয়েশাকে জিজ্ঞেস করেন, তুমি কি জানো, আজকের রাতটি কী রাত? আয়েশা তখন নবীজিকে বলেন, আল্লাহ ও তার রাসুলই আমার অপেক্ষা ভালো জানবেন আজেকের রাতটির তাৎপর্য কী?
তখন রাসুলাল্লাহ (সা.) বললেন, আজকের রাতটি হলো অর্ধ শাবানের রাত। মহান আল্লাহ তায়ালা অর্ধ শাবানের রাতে তার বান্দার সব প্রার্থনা মনোযোগ সহকারে শোনেন এবং যারা ক্ষমাপ্রার্থী তাদের পাপ ক্ষমা করে দেন। আর যারা অনুগ্রহপ্রার্থী তাদের অনুগ্রহ করেন, তাদের বরকত প্রদান করেন। আর যারা বিদ্বেষ প্রদানকারী, তাদের ক্ষমা না করে তাদের নিজের অবস্থাতেই ছেড়ে দেন।
ইসলাম ধর্মে শবে বরাত কোনো আনন্দ উৎসব নয়। শবে বরাতের রাত হলো ইবাদতের রাত। শাবান মাস সহ শবে বরাতের রাত হলো আল্লাহর কাছে ইবাদত করার একটি উপযুক্ত সময়।
এসএ/