যুক্তরাজ্যের ছায়া অর্থমন্ত্রী টিউলিপ সিদ্দিক
যুক্তরাজ্যে ছায়া অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক।
সোমবার (৬ ডিসেম্বর) যুক্তরাজ্যের বিরোধীদল লেবার পার্টির ছায়া মন্ত্রিসভায় ‘শ্যাডো ইকোনোমিক সেক্রেটারি’ হিসেবে নিযুক্ত হন ব্রিটিশ এমপি টিউলিপ। এর আগেও ছয় বছর শিশু-কিশোরবিষয়ক ছায়ামন্ত্রীর দায়িত্ব পালন করেন ৩৭ বছর বয়সী টিউলিপ।
নতুন দায়িত্ব পাওয়ার পর টুইটারে এক প্রতিক্রিয়ায় টিউলিপ সিদ্দিক বলেন, ‘আমি অনেককে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে নেইল লেইটস, পূর্নিমা তানুকু, জো ভেরিলকে তাদের সর্বাত্মক সহায়তার জন্য।’
এমপি হেলেন হায়েস এবার ‘শ্যাডো চিল্ড্রেন অ্যান্ড আর্লি ইয়ার্স মিনিস্টার’ হিসেবে টিউলিপের দায়িত্ব পালন করবেন।
দেশটির লেবার পার্টির ছায়া মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে এই পদে দায়িত্ব পাচ্ছেন টিউলিপ।
২০১৫ সাল থেকে লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্নের এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির সঙ্গে যুক্ত হওয়া ব্রিটিশ এই রাজনীতিবিদ। সর্বশেষ নির্বাচনে ২৮ হাজার ৯৭৭ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো জয়ী হন টিউলিপ।
ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. শফিক সিদ্দিক ও শেখ রেহানা দম্পতির তিন সন্তানের মধ্যে টিউলিপ দ্বিতীয়।
২০১৬ ও ২০১৭ সালে তিনি ব্রিটিশ সরকারের চিলড্রেন ও আর্লি ইয়ার্স ডিপার্টমেন্টে ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এসএ/