মালয়েশিয়ায় ঘুরতে গিয়ে কাজ, ৫১ বাংলাদেশিসহ ১৩৮ অভিবাসী আটক
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে অবৈধভাবে কাজ করার অভিযোগে ৫১ বাংলাদেশিসহ মোট ১৩৮ জন অভিবাসীকে আটক করেছে স্থানীয় অভিবাসন বিভাগ। তারা সবাই সোশ্যাল ভিজিট পাস ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করলেও দেশটিতে অবৈধভাবে কর্মরত ছিলেন।
সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনাস কামারুদ্দিন এক বিবৃতিতে জানান, গত মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে সেলাঙ্গরের শাহ আলম সেকশন ইউ-৮-এর একটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রথমে ১৮২ জনের পরিচয় যাচাই করা হয়, যার মধ্যে ৪০ জন স্থানীয় নাগরিক ছিলেন। তবে বৈধ কাজের কাগজপত্র না থাকায় অবশেষে ১৩৮ জন অভিবাসীকে আটক করা হয়।
আটকদের মধ্যে ৫১ জন বাংলাদেশি, ৬ জন চীনা, ২২ জন ইন্দোনেশিয়ার, ৩১ জন নেপালের, ১৮ জন মিয়ানমারের, ৫ জন পাকিস্তানের, ৪ জন ভারতীয় এবং ১ জন শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। আটককৃতদের মধ্যে ১৬ জন নারীও আছেন, এবং তাদের সবার বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।
এই অভিযানটি মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের চলমান নজরদারির অংশ, যেখানে সোশ্যাল ভিজিট পাসের অপব্যবহার করে অবৈধভাবে কাজ করা অভিবাসীদের চিহ্নিত করা হচ্ছে।