সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্টতা: ব্রিটিশ বাংলাদেশিকে ১২ বছরের জেল
সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হওয়ায় মামুন রশীদ নামে (২৮) এক ব্রিটিশ বাংলাদেশিকে ১২ বছরের জেলদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে ৩ মাসের ঘরবন্দীসহ ৫ বছরের জন্য তার গাড়ির লাইসেন্স বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) যুক্তরাজ্যের উলউইচ ক্রাউন কোর্টে তার শাস্তি ঘোষণা করা হয়।
জানা যায়, মামুন রশীদ যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে বসবাস করতেন। তিনি ২০১৮ সালের গ্রীষ্মে যুক্তরাজ্য থেকে স্টুডেন্ট লোন নিয়ে তুরস্ক যান বিশ্ববিদ্যালয়ে তুর্কি পড়ার জন্য। তবে গোয়ন্দারা নিশ্চিত হন মামুন তার পড়াশোনা শেষ না করে সিরিয়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন। ২০১৯ সালে তাকে তুর্কি-সিরিয়া সীমান্ত থেকে গ্রেপ্তারের পর যুক্তরাজ্যে ফেরত আনা হয়।
পুলিশ জানিয়েছে, তারা প্রমাণ পায় যে, তুর্কি বসে মামুন এক মাসের পরিকল্পনা করে সিরিয়া যাওয়ার জন্য। ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি সে সিরিয়ার সীমান্ত সংলগ্ন একটি এলাকায় গ্রেপ্তার হয় তুর্কি পুলিশের হাতে। ২০১৯ সালের ১৪ নভেম্বর পর্যন্ত সে তুর্কির কারাগারে ছিল। তারপর তাকে যুক্তরাজ্যে ফেরত আনা হয়। পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়।
/এএস/এএন