অমিক্রন: লন্ডনে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কনস্যুলার সেবা বন্ধ
লন্ডনে বাংলাদেশ হাইকমিশন
করোনা ভাইরাসের অমিক্রন ধরনে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লন্ডনে বাংলাদেশ হাইকমিশন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সব ধরনের কনস্যুলার সেবা প্রদান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
তবে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে ও ডাকযোগে সকল কনস্যুলার সেবা যথারীতি প্রদান করা হবে। হাইকমিশনের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি জরুরি নোটিশ দেওয়া হয়েছে।
এ ছাড়া https://bhclondon.org.uk/appointment-booking লিংকে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে বলে জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কনস্যুলার সেবাগ্রহিতাদের ন্যূনতম দুটি টিকা দেওয়া থাকতে হবে এবং অ্যাপয়েন্টমেন্টের ২৪ ঘণ্টার মধ্যে সেবা গ্রহিতাদের নিজস্ব এনএইচএস অ্যাপে নেগেটিভ লেটারেল ফ্লু টেস্টের রেজাল্ট আপলোড করতে হবে। হাইকমিশন থেকে যেকোনো সেবা গ্রহণের জন্য মাস্ক ব্যবহার সকলের জন্য বাধ্যতামূলক।
কমিশনের সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারিদের স্বাস্থ্য নিরাপত্তা সুরক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নোটিশে জানানো হয়।
টিটি/