৩০ ডিসেম্বর ‘প্রবাসী দিবস’ চান পররাষ্ট্রমন্ত্রী
দেশের উন্নয়নে কর্মকাণ্ডে প্রবাসীদের আরও সম্পৃক্ত করার লক্ষ্যে 'প্রবাসী দিবস' উদযাপন করার প্রস্তাব করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। প্রতি বছর ৩০ ডিসেম্বর এই দিবস পালন করতে চান। শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তরে জানানো হয়েছে। প্রবাসী স্বার্থ দেখার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় হিসেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, ‘বর্তমানে ১.২ কোটি বাংলাদেশি বিদেশে বাস করছেন এবং তারা বছরে প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করছেন।’
২০০০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ঘোষণার পর ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে পালন করা হয়।
সরকারি হিসাবে ১ কোটি ২০ লাখেরও বেশি বাংলাদেশি বিশ্বের ১৬৮টি দেশে কর্মরত রয়েছেন বলে জানানো হলেও প্রকৃত সংখ্যা আরো বেশি বলে ধারণা করা হয়। প্রবাসী আয়ের দিক থেকে বাংলাদেশের অবস্থান হচ্ছে বিশ্বে সপ্তম। বাংলাদেশি প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। কিন্তু প্রবাসীরা মনে করেন তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। আসা-যাওয়ার পথে বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় নানা হয়রানির শিকার হন তারা।
এপি/