লাল-সবুজের বর্ণিল সাজে লন্ডনের টাওয়ার ব্রিজ
যুক্তরাজ্যের অন্যতম আইকনিক স্থাপনা লন্ডনের টাওয়ার ব্রিজ। সেই টাওয়ার ব্রিজ সেজেছিল লাল-সবুজের আলোয়।
মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে লাল-সবুজের পতাকার আদলে আলোকসজ্জায় সাজানো হয়েছিল টাওয়ার ব্রিজকে। লাল-সবুজের পতাকার সাজে আলোকসজ্জা দেখতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ভিড় জমান টাওয়ার ব্রিজে।
লাল-সবুজের পতাকার আদলে আলোকসজ্জার আয়োজন করেন বৃট্রিশ বাংলাদেশি সিটি অব লন্ডন কাউন্সিলের কাউন্সিলার, চলচ্চিত্র নির্মাতা মনসুর আলী।
২৪৪ মিটার দৈর্ঘ্য ও ৪২ মিটার উচ্চতার এই ব্রিজ ১৬ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশের পতাকার রঙ লাল সবুজে আলোকিত হয়ে ওঠে। এ সময় ব্রিটিশ বাংলাদেশি শিল্পী রুবাইয়াৎ গেয়ে ওঠেন বাংলা গান।
এই আয়োজনের উদ্যোক্তা ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলার মনসুর আলী বলেন, ‘শেকড়ের টান থেকেই তিনি এই উদ্যোগ নিয়েছিলেন। এই আইকনিক স্থাপনায় বাংলাদেশের অগ্রযাত্রার প্রতিচ্ছবি ফুটে উঠেছে লাল সবুজের মধ্য দিয়ে।’
এ সময় উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব হোসেন। তিনি বলেন, ‘এই উদ্যোগ আমাদের ব্রিটিশ বাংলাদেশিদের অর্জন।’
টাওয়ার ব্রিজ ঘুরতে আসা ইসরাফিল হোসেন বলেন, ‘ব্রিটেনের সবচেয়ে আইকনিক স্থাপনা টাওয়ার ব্রিজ। যা দেখার জন্য বছরে ৩০ লাখ পর্যটক আসেন। সেই টাওয়ার ব্রিজ বাংলাদেশের পতাকার রঙে আলোকিত হলো, যা সারা পৃথিবীতে থাকা বাংলাদেশিদের জন্য গৌরবের।
এমআরটি/এএন