বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা ইউকে’র নির্বাচন
বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা, যুক্তরাজ্যের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন শামীম আহমদ।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নুরুজ্জামান এবং কোষাধ্যক্ষ হয়েছেন বক্কর।
রোববার (১২ ডিসেম্বর) যুক্তরাজ্যে বসবাসরত বিয়ানীবাজার বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা ইউকে’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগে লন্ডনের একটি হলে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাবেক সভাপতি সাহেদ আহমদ ও প্রস্তুতি কমিটির অপর সদস্য সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন রবিনের পরিচালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের আর্থিক রিপোর্ট পেশ করেন সাবেক কোষাধ্যক্ষ আতিক হোসেন। রিপোর্টের ওপর বক্তব্য রাখেন রহিম উদ্দিন। আরও বক্তব্য রাখেন শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্টের সাবেক সভাপতি রফিক উদ্দিন, নিদনপুর-সুপাতলা ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা মুজিবুর রহমান এখলাছ,কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্টের সাবেক সভাপতি হাফিজ নাজিম উদ্দিন, বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, গ্রেটার ফতেহপুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি অজি উদ্দিন, আলী আহমদ বেবুল, পারভেজ আহমদ, কবির মাহমুদ, কামরুল হোসেন মুন্না, খালেদ আহমদ ডালিম, ডক্টর রুবেল আহমদ, রুহেল আহমদ তারিন, আব্দুল মুকিত, আব্দুল বাতিন, বাবুল হোসেন, ফাজায়েল আহমদ তারেক, আব্দুস সামাদ, আব্দুল কুদ্দুস, জাবির আহমদ।
দ্বিতীয় পর্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আসুক আহমদের সভাপতিত্বে ও কমিশন সচিব এম মাসুদ আহমদ। বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার আব্দুস শফিক ও কমিশনার করিম উদ্দিন।
সংস্থার ৪১ পদে মনোয়ন দাখিলের দিন কোন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার আসুক আহমদ সভাপতি পদে শামীম আহমদ, সাধারণ সম্পাদক পদে মো. নুরুজ্জামান, কোষাধ্যক্ষ পদে আবু বক্কর, সাংগঠনিক সম্পাদক পদে মারুফ আহমদের নাম ঘোষণা করেন।
এ ছাড়া সহসভাপতির ১০টি পদে আতিক হোসেন, খায়রুল ইসলাম আলিম, আমিনুল ইসলাম লিটন, আব্দুল বাছিত, গোলাম রাব্বানী, সাকের মাহমুদ তাফাদার, আক্তার হোসেন খান, ফাজায়েল আহমদ তারেক, সালেহ আহমদ নির্বাচিত হন।
সহসাধারণ সম্পাদকের চারটি পদে মুজিব রহমান, শফিকুল হক এবাদ, আব্দুল মুকিত, আব্দুল কুদ্দুস নির্বাচিত হন।
এ ছাড়া সহকোষাধ্যক্ষ পদে মহি উদ্দিন ফয়ছল, সহসাংগঠনিক পদে সুমন রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আব্দুস সামাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে ড. রুবেল আহমদ, সহশিক্ষা সম্পাদক পদে বাবুল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক পদে জাবির আহমদ, সহসমাজকল্যাণ সম্পাদক পদে আনোয়ার হোসেন সুলেমান, সাংস্কৃতিক সম্পাদক পদে জুবের আহমদ রিমন;
সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুর রহমান সাব্বির, ক্রীড়া সম্পাদক পদে জামাল আহমদ, সহ-ক্রীড়া সম্পাদক পদে কয়েছ আহমদ, মেম্বারশিপ সম্পাদক পদে আব্দুল বাতিন, সহ-মেম্বারশিপ সম্পাদক পদে ছয়ফুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে কবির আহমদ আমিন, সহ-দপ্তর সম্পাদক পদে খালেদ হোসেইন, কার্যকরী সদস্যের ৯টি পদে জসীম উদ্দিন, রহিম উদ্দিন রিপন, ফয়জুল ইসলাম, আক্তার হোসেন, সুজন আহমদ, আহমদ হোসেন, ফারহান হোসেন রিজু, মাহবুব হোসেন ও আইনুল ইসলাম বাবলু নির্বাচিত হন।
এপি/এসএন