রবিবার, ৬ এপ্রিল ২০২৫ | ২৩ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে বিচারকাজ অব্যাহত থাকবে : আইনমন্ত্রী

ফাইল ছবি

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিচারকাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। এসব মামলায় তাদের বিচারকাজ অব্যাহত থাকবে।

গুলশান আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদমাধ্যম সমকালকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

নির্বাচন ও আন্দোলন থেকে দূরে রাখতে বিএনপির নেতাকর্মীকে নির্বাচনের আগে সাজা দেওয়া হয়েছে। কিন্তু নির্বাচনের পরে কোনো সাজা হয়নি। বিএনপির এ অভিযোগ কতটা সত্য?

সাংবাদিকের করা এই প্রশ্নের উত্তরে আনিসুল হক বলেন, ‘‘২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে সারাদেশে সংখ্যালঘু ও আওয়ামী লীগ নেতাকর্মীর ওপর অমানুষিক ও বিভীষিকাময় নির্যাতন চালায়। এসব নির্যাতন ও হামলার ঘটনায় কিছু মামলা হলেও সে সময় তদন্ত হয়নি। পরে অনেক মামলা তারা প্রত্যাহারও করে নিয়েছে। আবার ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রও চালানো হয়। এই মামলায়ও সঠিক বিচার কার্যক্রম চলেনি। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর এসব মামলার তদন্ত শুরু হয়। এ ছাড়া বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করার জন্য ২০১৩-২০১৫ সালে বাসে আগুন দিয়ে নিরীহ বাসযাত্রীদের পুড়িয়েছে, রেললাইন উঠিয়েছে এবং বিভিন্ন নাশকতা করেছে। সুষ্ঠু অভিযোগের ভিত্তিতে এসব মামলারও তদন্ত হয়েছে। মামলাগুলোর চার্জশিট ও সাক্ষ্য গ্রহণ চলাকালে নির্বাচনের সময় এসে গেছে। এমন না যে নির্বাচন না করার জন্য তাদের ওপর অত্যাচার করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে এবং অপরাধের কারণে তাদের বিচারের সম্মুখীন হতে হয়েছে। এখানে আদালত যে সাজা দিয়েছে, সেখানে সরকারের কিছু করার নেই। কাজেই তাদের এ অভিযোগে মোটেই সঠিক নয়। এখন প্রশ্ন উঠছে– নির্বাচনের পর কেন কোনো মামলায় তাদের সাজা হয়নি? আমি বলছি– এসব মামলার বিচারকাজ আবারও শুরু হবে। কারণ, দ্বাদশ নির্বাচনের সময় পাঁচ শতাধিক বিচারককে নির্বাচন কমিশনে নিযুক্ত করা হয়েছিল। তারা আবারও ফিরে এসেছেন। সে কারণে কিছু দেরি হয়েছে। এখন আবারও মামলার বিচার কার্যক্রম চালু হবে।’’

বিএনপি নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা নিয়ে আনিসুল হক বলেন, ‘‘শুধু তারেক রহমান নয়, বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামিসহ সাজাপ্রাপ্ত সবাইকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। করোনার মতো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার অন্তত তাদের ফিরিয়ে আনতে পারব। ’’

নির্বাচন বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে বিএনপির আন্দোলনকে অসাংবিধানিক ও অনৈতিক দাবি করে তিনি বলেন, ‘‘দেশের জনগণ আগেই বিএনপির এসব কর্মসূচি প্রত্যাখ্যান করেছে। তাদের এই দাবি ও কর্মসূচির প্রতি জনগণের কোনো সমর্থনও নেই। কাজেই যে দাবির প্রতি জনগণের সমর্থন নেই, তা বিবেচনার কোনো প্রশ্নই ওঠে না।

দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশ-বিদেশে নানা আলোচনা-সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘২০০৯ সাল থেকে বর্তমান পর্যন্ত দেশের মানবাধিকার পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। এটা এখন প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে। আমার মনে হয় খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা– এগুলোই মানবাধিকার। এ দেশের মানুষের এখন তিন বেলা পেট ভরে খাওয়ার সামর্থ্য হয়েছে। তাদের বাসস্থানের ব্যবস্থাও করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরেকটি কথা হচ্ছে, আমাদের যথেষ্ট বাকস্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রয়েছে। পৃথিবীর ১৯৩টি দেশের মধ্যে খুব কম দেশেই এরকম বাকস্বাধীনতা বা সংবাদমাধ্যমের স্বাধীনতা রয়েছে। দেশের ৫০টির বেশি টিভি চ্যানেলের টক শোতে প্রতিদিন সরকারের সমালোচনা করা হয়। এটাকেই বলে মানবাধিকার, গণতন্ত্র ও বাকস্বাধীনতা।’’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ হয়নি বলে দাবি করছে বিএনপি সহ বিশ্বের অনেক দেশ ? এ প্রসঙ্গে আইনমন্ত্রি বলেন, ‘‘তাদের এই দাবির কোনো সত্যতা আছে বলে মনে করি না। দেশের জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করে থাকে। তারা যদি সে নির্বাচনে সন্তুষ্ট হয়ে থাকে, তাহলে অন্য কোনো দেশ বা দল কী বলল তাতে কিছু আসে-যায় না। আর তাদের এই অযৌক্তিক কথার গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না।..

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের ব্যাপারে তিনি বলেন, ‘‘জামায়াতের বিচারের জন্য আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। আমরা চেষ্টা করব আইনটা সংশোধন করে সংগঠন হিসেবে জামায়াতকেও বিচারের আওতায় আনার জন্য।’’

নতুন সরকারের চ্যালেঞ্জ নিয়ে আইনমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন বিপুলসংখ্যক মামলাজট কমানোই আমার প্রধান চ্যালেঞ্জ। কারণ, মানুষ দ্রুত ন্যায়বিচার চায়। এতে দেরি হলে সেটা আর ন্যায়বিচার থাকে না। আমাদের এই দায়িত্বকে স্বীকৃতি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাযথ গুরুত্ব দিচ্ছেন। মামলাজট নিরসনে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, তাই করা হবে।

তিনি বলেন, ব্রিটিশ আমলের কিছু আইনের কারণে দেশে বিশালসংখ্যক দেওয়ানি মামলা নিষ্পত্তিতে দেরি হচ্ছে। বর্তমানে ৩৮ থেকে ৪০ লাখ মামলার জট সৃষ্টি হয়েছে। ২০১৪ সালে প্রথম আইনমন্ত্রী হওয়ার পর মামলাজট কমানোর কিছু পদক্ষেপ নিয়েছিলাম। এবারও তার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করা হবে। তা করতে গিয়ে প্রথমত অধস্তন আদালতে বিচারকের সংখ্যা বাড়ানোর পদক্ষেপ নেব। বিশ্বব্যাপী মামলাজট নিরসনের সর্বজনীনভাবে স্বীকৃত পদক্ষেপ হচ্ছে, বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর)। ছোটখাটো অভিযোগের জন্য আদালতে না গিয়ে এডিআরের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। সে ক্ষেত্রে আদালতের বাইরে সেসব মামলা নিষ্পত্তির সুযোগ আছে। প্রতিবছর এর মাধ্যমে অনেক মামলা নিষ্পত্তি হচ্ছে। এতে মামলাজট নিরসনে তা বিরাট ভূমিকা রাখছে। তাছাড়া দেশে অনেক আপসযোগ্য ফৌজদারি মামলা আদালতে ঝুলে আছে। এসব মামলা যদি আপস হয়ে যায়, তাহলে সেখানেই আমরা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। মামলাজট দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আরেকটা বড় পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ই-জুডিশিয়ারি প্রজেক্ট। এই প্রকল্প আমরা শিগগির শুরু করতে পারব। এটা চালু হলে দুটি জিনিস হবে। একটা হচ্ছে– অনেক মামলা আছে, আর থাকার প্রয়োজন নেই– সেগুলো শনাক্ত করে নিষ্পত্তি করা হবে। পাশাপাশি দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধি আবার সংশোধন করা হবে এবং সেটা বাংলায় অনুবাদ করার চেষ্টা করছি। এ ছাড়া জাতীয় আইনগত প্রদান সহায়তা সংস্থাকে আরও কার্যকর করার পদক্ষেপও নেওয়া হবে। সবমিলিয়ে আগামী পাঁচ বছর আমরা এসব দিকে আরও বেশি মনোযোগ দেব।

বিদেশে টাকা পাচার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এটা দুর্নীতি দমন কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে। তারপরও বলছি, একটা মামলার বিচার শেষ হয়ে রায় না পাওয়া পর্যন্ত টাকা ফেরত আনার ব্যবস্থা করা খুবই কঠিন। রায় হলেই আমরা মনে করি, টাকা ফেরত আনার প্রক্রিয়া চালু হলো। তবে টাকাগুলো যে দেশে আছে তারাও আমাদের সঙ্গে খুব একটা সহযোগিতা করে না। এমনকি আইনগত কারণে সহজেই তারা টাকা ফেরত দিতে চায় না। জটিলতাটা আসলে এখানেই।’’

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার তদন্ত নিয়ে আনিসুল হক বলেন, দেখুন, সাগর-রুনি হত্যা মামলার তদন্তকারী সংস্থা দীর্ঘদিন ধরেই বিষয়টির সুরাহা করতে পারছে না। এখন তদন্তে সুরাহা না হলে এমন কোনো কাজ কী তাদের করা উচিত হবে, যাতে নির্দোষ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে চার্জশিট দিতে হয়? এখানে একটা হত্যাকাণ্ড ঘটেছে, তার রহস্য উদ্ঘাটন করে বের করা প্রয়োজন। সরকার সেটা চেষ্টা করে যাচ্ছে। যে প্রকৃত অপরাধী তাকেই ধরা উচিত। এই মামলার তদন্তে যতক্ষণ পর্যন্ত প্রকৃত দোষী শনাক্ত না হবে– ততক্ষণ পর্যন্ত এই তদন্ত চলাটাই শ্রেয়। এ কারণেই আমি আপেক্ষিকভাবে বলেছি– দোষীদের ধরার জন্য যত সময় লাগুক, আমরা ধরব। এই কথাকে আপনারা মনে করেছেন যে, ৫০ বছর লাগবে। এটা সঠিক নয়।’’

 

সূত্র: সমকাল

Header Ad
Header Ad

‘দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই টিউলিপ পদত্যাগ করেছেন’

ব্রিফ করছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন (ইনসটে টিউলিপ)। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে না পারায় পদত্যাগ করেছেন বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

রবিবার (৬ এপ্রিল) দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু টিউলিপ সিদ্দিক সরাসরি অভিযোগগুলো অস্বীকার করতে পারেননি, তাই তিনি পদত্যাগ করেছেন।’

এছাড়া, তিনি বলেন, ‘যদি টিউলিপ মনে করেন তার বিরুদ্ধে দায়ের করা মামলা ভিত্তিহীন, তাহলে তাকে আদালতে গিয়ে দালিলিকভাবে অভিযোগ মোকাবিলা করা উচিত। আইনি প্রক্রিয়াতেই এই বিষয়ে তার অবস্থান স্পষ্ট হবে।’

১৫ জানুয়ারি বাংলাদেশে দুর্নীতির তদন্ত শুরুর পর টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি তথা সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেন। তিনি বাংলাদেশে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি।

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ৬ লাখ পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাট নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। সম্প্রতি ব্রিটিশ টিভি চ্যানেল স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো এসব অভিযোগ নিয়ে মুখ খুলেছেন।

সাক্ষাৎকারে টিউলিপ বলেন, তার আইনজীবীরা বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রশ্ন এলে তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। তিনি আরও বলেন, "মাসখানেক হয়ে গেছে, অভিযোগ ওঠার পর বাংলাদেশ থেকে কেউই আমার সঙ্গে যোগাযোগ করেনি। আমি এখনো অপেক্ষা করছি।"

এছাড়া, আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্ক নিয়ে চলমান ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে কোনো অনুশোচনা আছে কি না—এমন প্রশ্নে টিউলিপ সরাসরি উত্তর না দিয়ে বলেন, ‘আমার আইনি চিঠিটি দেখুন এবং খেয়াল করুন, আদৌ কোনো প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন আছে কি না।’

Header Ad
Header Ad

মানিকগঞ্জে কার্টনবন্দি নারীর মরদেহের পরিচয় পাওয়া গেছে

মানিকগঞ্জে কার্টনবন্দি নারীর মরদেহের পরিচয় পাওয়া গেছে। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে রাস্তার পাশে কার্টনবন্দি অবস্থায় উদ্ধার হওয়া এক নারীর মরদেহের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম বিউটি গোস্বামী (৩৮)। তবে এই হত্যাকাণ্ডের রহস্য এখনও স্পষ্ট হয়নি, এবং এ ঘটনায় এখনো কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ৬ এপ্রিল রোববার এই তথ্য নিশ্চিত করেছেন। বিউটি গোস্বামী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নিহারঞ্জন গোস্বামীর কন্যা। তার স্বামী অলক রঞ্জন গোস্বামী, যিনি ঢাকার উত্তরায় বাস করতেন এবং একটি বাইং হাউজে চাকরি করতেন। তাদের দুইটি ছেলে সন্তান রয়েছে।

ওসি আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করার পর আইন-শৃঙ্খলা বাহিনী তার পরিচয় শনাক্তে কাজ শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্ত হওয়ার পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এছাড়া, নিহতের বাবা নিহারঞ্জন গোস্বামী থানায় গিয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে নিহতের স্বামী অলক রঞ্জন গোস্বামী পলাতক রয়েছে এবং পুলিশ তার খোঁজে অভিযান চালাচ্ছে।

প্রসঙ্গত, ৪ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডি আঞ্চলিক সড়কের এগারোশ্রী এলাকায় রাস্তার পাশে একটি কার্টন থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। একই দিন নবাবগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকেও আরও দুটি খণ্ডিত মরদেহ উদ্ধার হয়, যা একই ধরনের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Header Ad
Header Ad

বিসিএসের সুস্পষ্ট রোডম্যাপ দাবিতে পিএসসির সামনে চাকরিপ্রার্থীদের অবস্থান কর্মসূচি

ছবি: সংগৃহীত

চলমান বিসিএস পরীক্ষাগুলোর নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে রোববার (৬ এপ্রিল) সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন শতাধিক চাকরিপ্রার্থী। রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি অভিমুখে সকাল ১০টায় তারা লংমার্চ করে মূল ফটকের সামনে জড়ো হন।

চাকরিপ্রার্থীরা তাঁদের দাবির পক্ষে বিভিন্ন পোস্টার-ব্যানার প্রদর্শন করেন এবং “জুলাইয়ের অঙ্গীকার, বিসিএস-এর সংস্কার” শীর্ষক ব্যানারে নিজেদের আন্দোলনের মূল বক্তব্য তুলে ধরেন। তারা দাবি জানান, চলমান ৪৪তম বিসিএসের ভাইভা মে মাসের মধ্যে সম্পন্ন করতে হবে এবং সব চলমান বিসিএস পরীক্ষার জন্য সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে।

দুপুর ১টা পর্যন্ত চাকরিপ্রার্থীদের পিএসসি কার্যালয়ের সামনে অবস্থান করতে দেখা যায়। তারা জানান, দীর্ঘসূত্রিতা ও অনিশ্চয়তার কারণে বিসিএস প্রক্রিয়ায় অংশ নেওয়া হাজার হাজার তরুণ-তরুণীর মধ্যে হতাশা বাড়ছে।

চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের বিলম্ব শিক্ষিত তরুণদের ক্যারিয়ারে বিরূপ প্রভাব ফেলছে। তাই অবিলম্বে পরীক্ষাগুলোর সময়সূচি ও ফল প্রকাশের নির্ধারিত কাঠামো প্রকাশের জন্য পিএসসির প্রতি আহ্বান জানান তারা।

পিএসসি কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

‘দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই টিউলিপ পদত্যাগ করেছেন’
মানিকগঞ্জে কার্টনবন্দি নারীর মরদেহের পরিচয় পাওয়া গেছে
বিসিএসের সুস্পষ্ট রোডম্যাপ দাবিতে পিএসসির সামনে চাকরিপ্রার্থীদের অবস্থান কর্মসূচি
নারী বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বুধবার, কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ
কাল হোয়াইট হাউজে বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু
এরদোগানের দলে যোগ দিয়ে তুরস্কের রাজনীতিতে ওজিল
টাঙ্গাইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
বাংলাদেশসহ ১৩ দেশের নাগরিকদের জন্য সৌদি আরবের ভিসা নিষেধাজ্ঞা
ভারতের বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে মুসলমানদের আপত্তির মূল কারণ কী
আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলেন আওয়ামীপন্থি ৯৩ আইনজীবী
আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুকরেমা রেজা আর নেই
ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড
স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
বিশ্বজুড়ে ট্রাম্প-মাস্কবিরোধী বিক্ষোভ, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের রাজপথে উত্তাল জনতা
চীনের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে যা বললেন প্রধান উপদেষ্টা
ট্রাম্প প্রশাসনের শুল্কারোপের প্রভাব বড় নয়, সামাল দেয়া সম্ভব: অর্থ উপদেষ্টা
রাশিয়ার দাবি ইউক্রেনে একদিনে ৪৩০ সেনা হতাহত
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় হেফাজত, বিএনপির সঙ্গে একমত
চীনের পাল্টা শুল্কারোপে মার্কিন শেয়ারবাজারে ধস, বিশ্ববাজারে বাড়ছে উত্তেজনা