রবিবার, ২ মার্চ ২০২৫ | ১৭ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

এ কে এম আরিফুর রহমান

আবরার হত্যা: শিক্ষার্থীরা অপরাজনীতির শিকার

বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার রায় ঘোষিত হয়েছে আজ।আমি মনে করি রায়টি যথাযথ হয়েছে। বিচারক কোনো রকম প্রভাবিত না হয়ে আইনের যথাযথ প্রয়োগের মধ্য দিয়েই স্বচ্ছ রায় দিয়েছেন। আমি বিষয়টিকে  যদি দুইভাবে বিশ্লেষণ করি তাহলে বলবো, বিচারিক দিক থেকে এই রায়কে একটি মাইল ফলক  হিসেবে চিহ্নিত করা যেতে পারে ।

এ রকম একটি রায় প্রত্যাশিত ছিল। এর মধ্য দিয়ে রাষ্ট্র ও সমাজে যে বার্তা দেয়া হয়েছে, মানুষ অন্তত বুঝবে দেশে এখনো আইনের শাসন শেষ হয়ে যায়নি। অপরাধীরা অপরাধ প্রবণতা থেকে কিছুটা হলেও দূরে থাকবে।

রাজনৈতিক দিক বিশ্লেষণ করলে বলা যায়, এইসব মেধাবি শিক্ষার্থীরা [অপরাধী এবং ভিক্টিম] উভয়েই অপরাজনীতির শিকার। যাকে হত্যা করা হয়েছে,এবং যাদের শাস্তি হয়েছে তারা সবাই খুব মেধাবি। বাবা মা উচ্চশিক্ষার জন্য দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে [বুয়েট] পাঠিয়েছিলেন। তাদের আশা ছিল সন্তান বড় হয়ে মা-বাবার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করবে। কিন্তু  দূর্ভাগ্য দেশের এই অপরাজনীতি তাদেরকে ভুল পথে পরিচালিত করেছে । এর দায় কে নিবে?

আজকে বাবা-মা তাদের মেধাবি সন্তানদের হারাচ্ছেন, চোখের পানি ফেলছেন তার মূল্য কে দিবে? এ থেকে বেরুতে হলে রাজনীতিকে তার সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হবে। ছাত্র সমাজকে এই অপরাজনীতি থেকে বাঁচাতে হবে। এজন্য রাজনৈতিক নেতৃত্বকেই পদক্ষেপ নিতে হবে। বুয়েট ছাত্র আবরারের রক্তের বিনিময়ে বুয়েট যদি সুস্থ শিক্ষার পরিবেশ ফিরে পায় তাহলেও হয়তো আবরারের আত্না শান্তি  পাবে।

 

লেখক: সাবেক সিনিয়র জেলা জজ

Header Ad
Header Ad

প্রকাশ্যে ধূমপান অপরাধ, মনে করিয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী প্রকাশ্যে ধূমপান যে আইনত অপরাধ, তা আবারও স্মরণ করিয়ে দিয়েছেন। চায়ের দোকানে ধূমপান নিয়ে রাজধানীর লালমাটিয়ায় ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “আমি অনুরোধ করব, ওপেন যেন কেউ সিগারেটটা না খায়।”

রোববার রাজধানীর মিরপুর ১৪ নম্বরে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে শনিবার লালমাটিয়ার ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “দুই নারীর ওপর হামলার বিষয়ে আমি যতটুকু জানি, তারা চায়ের দোকানে ধূমপান করছিলেন। সে সময় নামাজে যাচ্ছিলেন এমন কিছু ব্যক্তি তাদের ধূমপানে আপত্তি জানান। একপর্যায়ে কথাকাটাকাটির মধ্যে এক তরুণী ওই ব্যক্তির গায়ে চা ছুঁড়ে মারেন।”

তিনি বলেন, “ওপেন জায়গায় সিগারেট খাওয়া নারী-পুরুষ সবার জন্যই নিষেধ। এটা কিন্তু একটা অপরাধ। তাই আমি অনুরোধ করব, যেন প্রকাশ্যে কেউ ধূমপান না করে। এখন রোজার সময়, তাই সবাইকে একটু সংযমী হতে হবে। ধর্ম উপদেষ্টাও অনুরোধ করেছেন, রোজাদারদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য কেউ যেন প্রকাশ্যে খাবার না খায়।”

২০০৫ সালে বিএনপি সরকারের আমলে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন’ পাস হয়, যা পরে আওয়ামী লীগ সরকারের সময়ে সংশোধন করা হয়। বর্তমানে এই আইন অনুযায়ী পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপান নিষিদ্ধ। আইন লঙ্ঘন করলে ৩০০ টাকা জরিমানা করা হবে এবং পুনরায় অপরাধ করলে জরিমানার পরিমাণ দ্বিগুণ হবে।

আইনের ২(চ) ধারায় পাবলিক প্লেস হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি অফিস, হাসপাতাল, আদালত, স্টেশন, শপিং মল, রেস্টুরেন্ট, বাস টার্মিনালসহ বিভিন্ন জনসমাগমস্থল অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে, নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ব্যবসায়ীরাই জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন। আমি তাদের অনুরোধ করব যেন রমজানে দাম না বাড়ানো হয়। অন্যান্য ধর্মীয় উৎসবে জিনিসের দাম কমানো হয়, অথচ আমাদের দেশে উল্টোটা ঘটে। এবার কিন্তু গত বছরের তুলনায় জিনিসপত্রের দাম কিছুটা কম আছে, যা আমাদের স্বীকার করতে হবে। অভিযান না চালিয়ে যদি দাম স্থিতিশীল রাখা যায়, তবে সেটাই উত্তম।”

Header Ad
Header Ad

বিদ্যুতের চাহিদা মেটাতে রমজানেই আসছে ৪ কার্গো এলএনজি: বিদ্যুৎ উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান । ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, রমজান মাসে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য এবং লোডশেডিং প্রতিরোধে ৪ কার্গো অতিরিক্ত এলএনজি (লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২ মার্চ) রাজধানীর সার্কিট হাউজ জামে মসজিদে আসরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "আমরা আশা করছি, রমজান মাসে কোনো লোডশেডিং হবে না।"

উপদেষ্টা আরো বলেন, "আমাদের দেশে প্রাকৃতিক গ্যাসের মজুদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে, তাই বৈদেশিক মুদ্রা ব্যবহার করে বিদেশ থেকে এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এবারের রোজা কিছুটা গরমের মধ্যে পড়বে, ফলে বিদ্যুতের চাহিদা বেড়ে যাবে।"

তিনি ব্যাখ্যা করেন, শীতকালে বিদ্যুতের চাহিদা ৯ থেকে ১০ হাজার মেগাওয়াট থাকে, কিন্তু গরম ও সেচের কারণে এই চাহিদা ১৭ থেকে ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছে। এর মধ্যে দুই হাজার মেগাওয়াট ব্যবহৃত হয় সেচ কাজে, যা বন্ধ করা যাবে না, কারণ এতে খাদ্য উৎপাদন ব্যাহত হবে।

আরো বলেন, "গরমে এসি এবং অতিরিক্ত আলোকসজ্জার জন্য ৫ থেকে ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহৃত হয়। এজন্য আমরা মুসল্লিদের কাছে অনুরোধ জানিয়েছি যেন এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়, যা আরামদায়ক হবে এবং ইবাদত করতে সুবিধা হবে।"

বিদ্যুৎ অপচয় এবং অবৈধ সংযোগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, "শপিংমল, জুয়েলারি শপ এবং অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত আলোকসজ্জা না করতে অনুরোধ করছি।"

বিদ্যুৎ চুরি সম্পর্কে প্রশ্ন করা হলে, তিনি বলেন, "বিদ্যুৎ চুরির পাশাপাশি গ্যাস চুরিও হচ্ছে, এজন্য আমরা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছি। বিদ্যুৎ চুরির সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।"

এছাড়া, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, "এটি আমাদের সবার দায়িত্ব, যাতে বিদ্যুৎ সংকট না হয় এবং রমজানে আমরা সঠিকভাবে বিদ্যুৎ ব্যবহার করতে পারি।"

Header Ad
Header Ad

১৫ বছর পর শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমামতি ফেরত পেলেন মুফতি ছাইফুল্লাহ

আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। ছবি: সংগৃহীত

১৫ বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমামতির দায়িত্ব ফিরে পেলেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। আজ রোববার (২ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় তাঁকে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সদস্যসচিব ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ কিশোরগঞ্জ শহরের বড় বাজার মসজিদের খতিব। তাঁর বাবা আবুল খায়ের মোহাম্মদ নূরুল্লাহ শোলাকিয়া ঈদগাহ মাঠের সাবেক ইমাম ছিলেন এবং তাঁর ভাই ওয়ালিওল্লাহ রাব্বানি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান। সভায় ঈদের জামাত সুষ্ঠুভাবে আয়োজনের জন্য নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, এবারও শোলাকিয়ায় ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। নিরাপত্তায় পুলিশ, র‌্যাব ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। দূরদূরান্ত থেকে মুসল্লিদের আসার সুবিধার্থে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন চালু করা হবে।

এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, সেনাবাহিনীর মেজর রায়হান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তারী কাদেরী, সিভিল সার্জন সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা জামায়াতের আমির রমজান আলী এবং ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সদস্যসচিব সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ মিয়া।

উল্লেখ্য, হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবুল খায়ের মোহাম্মদ নূরুল্লাহ ৩০ বছর ধরে শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমামতি করেন। ২০০৩ সালে বার্ধক্যের কারণে এ দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এরপর ২০০৪ সালে তাঁর ছেলে আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ ইমামতির দায়িত্ব নেন। তিনি ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন, তবে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাঁকে সরিয়ে দেয়। এরপর ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ শোলাকিয়ার ইমাম হন।

২০২৩ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতি পরিবর্তন হয়। ৩ সেপ্টেম্বর রাজধানীর রামপুরা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ফরীদ উদ্দীন মাসউদকে আসামি করা হয় এবং তিনি পলাতক রয়েছেন। এর পরিপ্রেক্ষিতে ১৫ বছর পর শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমামতির দায়িত্ব পুনরায় ফিরে পেলেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

প্রকাশ্যে ধূমপান অপরাধ, মনে করিয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বিদ্যুতের চাহিদা মেটাতে রমজানেই আসছে ৪ কার্গো এলএনজি: বিদ্যুৎ উপদেষ্টা
১৫ বছর পর শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমামতি ফেরত পেলেন মুফতি ছাইফুল্লাহ
মব তৈরি করে এসআইকে হেনস্থা, গ্রেপ্তার আরও ১০
নির্বাচন দেরিতে হলে ষড়যন্ত্র বাড়বে: সালাহ উদ্দিন আহমেদ
গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধের ঘোষণা ইসরায়েলের
যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজিকে মনোনীত করে ট্রাম্পের নির্বাহী আদেশ
সাবেক মন্ত্রী আমীর হোসেন আমুর ৪৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে চার রিভিউয়ের শুনানি ৮ মে
লেবুর ডাবল সেঞ্চুরী
দেশের আইনশৃঙ্খলা উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একগুচ্ছ পদক্ষেপ
বিরামপুরে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত
দর্শনায় ভোক্তা অধিকারের বাজার মনিটরিং অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
ডিজিএফআইয়ের সাবেক প্রধানের বাসায় মিললো বান্ডিল বান্ডিল টাকা
কর্মবিরতিতে ২৫ ক্যাডারের কর্মকর্তারা  
আজ থেকে ৪০ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান  
দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ: সিইসি  
আজ রাতে তাপমাত্রা বাড়তে পারে  
‘ভুয়া পুলিশ’ বলে এসআইকে মারধরের ঘটনায় গ্রেফতার ১০    
১১৬ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন