ভোজ্যতেলের দামবৃদ্ধি অগণতান্ত্রিক এবং জনস্বার্থ পরিপন্থী

দেশের ৯৯% মানুষ সয়াবিন কনজ্যিউম করে থাকে। আন্তর্জাতিক মার্কেটে সয়াবিনের দাম বাড়েনি। এখানে কয়েকমাস পর পর দাম বাড়ানো হচ্ছে এবং কয়েকটি কোম্পানি এটি নিয়ন্ত্রণ করে। অর্থনীতির ভাষায় এটিকে বলে অলি গো পলি এটি একটি কাটেল। তা না হলে একটি বাড়লে আরেকটি বাড়ে কেন? বা এরা একসঙ্গে হয়ে বাড়ায় কেন? এটিতো গভ:মেন্টের দেখা উচিত। এখানে কম্পিটিশন আনতে হবে না হলে কস্ট অফ প্রোডাকশন দেখেই কন্ট্রোলে যাওয়া উচিত। এখন যেটি হচ্ছে সেটিতো ঠিক হচ্ছে না। ভাজ্ঞিস যে, চাউলের ক্ষেত্রে সেটি হচ্ছে না। প্রাইভেট সেক্টরে মনোপলিস্টিক কয়েকটি ফার্মের আওতাধীন। ভোজ্যতেল রিফাইনারি বড় বড় কয়টি আছে? এরা যদি বাড়াতে চায় পাঁচ টাকা দশ টাকা তাহলে তো মহা মুশকিল।
সাধারণত ৯৯% মানুষ ভোজ্যতেল বলতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি ইন্টারন্যাশনাল মার্কেটের সঙ্গে মিলিয়ে দেখা উচিত। কিন্তু সেটিতো আমরা দেখছি না। সেই এক্সারসাইজতো কেউ করছে না। কনজ্যুমার অ্যাসোসিয়েশন [ক্যাব] এর একটি ওপিনিয়ন নেয়া উচিত। ওদের উচিত এক্সারসাইজ করা। ওরা বলতে পারে এটি আপনারা বাড়াবেন কোন যুক্তিতে? বাণিজ্য মন্ত্রণালয়ের রেগুলেটরি দুর্বল হলে এরা তো যা খুশি করবেই। মাত্র দুই বছর আগে কত ছিল আর কত পারসেন্ট বাড়িয়েছে তারা। ইন্টারন্যাশনাল মার্কেটে কি ওই পারসেন্টেজ বেড়েছে? এটি বলতে হবে এক্সট্রা মুনাফা বাড়ানোর প্রতিযোগিতা এবং এই বাজার নিয়ন্ত্রিত হয় খুব কম সংখ্যক দ্বারা। কয়েকটি বড় কোম্পানি দ্বারা যেভাবেই এদের বলা হোক, এরা একজোট হয়েছে। বরং তাদের ভিতর কম্পিটিশন হওয়া উচিত আমারটি কম হবে। Why they are joining together? joining together is an unlawful. সে যাইহোক এগুলি নিয়ে বিক্ষুব্ধ লোকেরা আদালত পর্যন্ত যেতে পারে।
আমি মনে করি, কোথাও যদি লাইসেন্স ঘাটতি থাকে তাদেরকে আরও বেশি লাইসেন্স দেয়া হোক। প্রডিউসিং কোম্পানিকে আরও কম্পিটিশনের আওতায় আনা হোক। Market compition gives better solution. এখন বড়রা যদি কম্পিটিশনে ঢুকে ছোটদের সুযোগ না দেয়, সেটি একধরণের বেআইনি। বিদেশে এটি নিষিদ্ধ। Big company cannot drive the small company out of the market. give them license liberally. Investigation reporting should be needed whether there is restriction for giving licenses or not. উন্মুক্ত করে দিলে কনজ্যুমারদের সুবিধা হয়। consumer gets the best of the prices or best of the goodness through a competitive market. এটি আবশ্যিক। আপনি জনগণকে প্রতারণা করতে পারেন না। আমি বলবো তাদের লাভের একটি সীমারেখা থাকবেই। Otherwise why they should do the business. extra profit করা হচ্ছে কি না They should be look in to. competition commission একটি আছে সেটিও activated হওয়া উচিত।তাদেরও একটি statement দেওয়া উচিত। Extra profit rising is going or not. যাইহোক, যেভাবে লাগামহীনভাবে ইচ্ছেমতো ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে তা অগণতান্ত্রিক এবং জনস্বার্থ পরিপন্থী।
লেখক: অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
