যৌথবাহিনীর অভিযান: ৭ দিনে গ্রেপ্তার ৩৪১

ফাইল ছবি
বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে গত ৭ দিনে ঢাকাসহ সারাদেশে ৩৪১ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ী রয়েছেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে দেশব্যাপী অভিযান চালানো হয়। এসব অভিযানে গ্রেপ্তার করা হয় একাধিক মামলার আসামি, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীসহ ৩৪১ জন অপরাধীকে।
আইএসপিআর আরও জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে ১৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৫৩টি গোলাবারুদ, মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, চোরাই মোবাইল ফোন, সিম কার্ড, জাল নোট এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া, ঈদুল ফিতরের জন্য যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সেনাবাহিনী গণপরিবহন টার্মিনাল ও স্টেশনগুলোতে টহল, সচেতনতামূলক কার্যক্রম এবং কালোবাজারি রোধে কাজ করেছে। মহাসড়কে বিকল্প রুট, পার্কিং ব্যবস্থা এবং ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়, যা ঈদের যাত্রাকে সহজ ও নিরাপদ করে তুলেছে।
এছাড়া, শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করে শান্তিপূর্ণ ঈদ উদযাপনের ব্যবস্থা করেছে সেনাবাহিনী। চুরি, ছিনতাই, সন্ত্রাসী কার্যকলাপ এবং অসামাজিক কর্মকাণ্ড রোধে রোবাস্ট টহল, চেকপোস্ট এবং বিশেষ অভিযান চালানো হয়েছে।
আইএসপিআর জনগণকে অনুরোধ করেছে, যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে কাছের সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার জন্য।
