শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

বোমা পাওয়া যায়নি বাংলাদেশ বিমানের ফ্লাইটে, নিরাপদে নামলো যাত্রীরা

ছবি: সংগৃহীত

ইতালির রোম থেকে ঢাকা আসা বাংলাদেশ বিমানের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়। তবে, তল্লাশি শেষে কর্তৃপক্ষ জানায়, বিমানে কোনো বোমা বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বোমা থাকার আশঙ্কা সম্পর্কে তথ্য পাওয়া যায়। এ খবরে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা দ্রুত জোরদার করা হয়। বিমানবাহিনী, সিভিল এভিয়েশন এবং এভসেকের দল নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর হয়।

বিজি-৩৫৬ ফ্লাইটটি মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়ে সকালে সকাল ৯টা ২৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

পরে, বিমানবন্দর কর্তৃপক্ষের বোম্ব ডিসপোজাল ইউনিট বিমানটি তল্লাশি করে। সিট, করিডোর, টয়লেট ও ক্যাফে সহ বিমানটির সকল স্থানে চেকিং চালানো হয়। যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজগুলোও তল্লাশি করা হয়, তবে সেগুলোর মধ্যে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

শেষে, নিরাপদে বিমানটি তৃতীয় টার্মিনালে সরিয়ে যাত্রীদেরকে স্বস্তির সঙ্গে পৌঁছে দেওয়া হয়। ফ্লাইটটিতে মোট ১৩ জন ক্রু এবং ২৫৪ জন যাত্রী ছিল।

Header Ad
Header Ad

র‍্যাফেল ড্রতে ৯ কোটি টাকা জিতলেন দুই প্রবাসী বাংলাদেশি

লটারিতে পুরস্কারজয়ী দুই প্রবাসী বাংলাদেশি। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ‘আবুধাবি বিগ টিকিট র‍্যাফেল ড্র’-এর সাপ্তাহিক ই-ড্রতে দেড় লাখ দিরহাম করে পুরস্কার জিতে নিয়েছেন দুই প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ কোটি ৫১ লাখ টাকা। বিজয়ী দুইজনই কাতার ও ওমানে কর্মরত আছেন।

মধ্যপ্রাচ্যের জনপ্রিয় সংবাদমাধ্যম গালফ নিউজ শনিবার (২৬ এপ্রিল) জানিয়েছে, ওমান ও কাতারে অবস্থানরত এই দুই প্রবাসী বিগ টিকিটের সাপ্তাহিক ই-ড্রয়ে প্রত্যেকে দেড় লাখ দিরহাম করে পুরস্কার পেয়েছেন।

পুরস্কার জয়ীদের একজন, মিনহাজ চৌধুরী, গত ১৫ বছরেরও বেশি সময় ধরে ওমানে বসবাস করছেন। বিগ টিকিট কর্তৃপক্ষের ফোন পেয়ে প্রথমে তিনি ভেবেছিলেন, হয়তো গ্র্যান্ড প্রাইজ জিতেছেন। পরে জানতে পারেন, এটি সাপ্তাহিক ড্রয়ের পুরস্কার। তারপরও তিনি দারুণ আনন্দিত। মিনহাজ বলেন, "ই-মেইল পাওয়ার পর নিশ্চিত হয়েছিলাম। যদিও এটি গ্র্যান্ড প্রাইজ ছিল না, তবে আমার কাছে এটি বড় স্বপ্নের প্রথম ধাপ।"

চার বছর ধরে টিকিট কিনে আসা মিনহাজ জানান, তিনি ১০ জন বন্ধুকে নিয়ে একসঙ্গে টিকিট কেনেন। পুরস্কারের অর্থ দিয়ে নতুন বাড়ি নির্মাণ এবং একটি দাতব্য প্রতিষ্ঠানে অনুদান দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। মিনহাজ আরও বলেন, "আমি কখনো ভাবিনি যে জিতব, কিন্তু অবশেষে জয়ী হতে পেরেছি।"

অন্য বিজয়ী হলেন কাতারে কর্মরত ২৯ বছর বয়সী রবিউল হাসান, যিনি চট্টগ্রামের বাসিন্দা। তিনি প্রায় আট বছর ধরে কাতারে গাড়ি চালকের কাজ করছেন। প্রায় তিন বছর আগে ফেসবুকে বিগ টিকিটের বিজ্ঞাপন দেখে টিকিট কেনার প্রতি আগ্রহী হন এবং এরপর চার বন্ধুর সঙ্গে মিলে টিকিট কিনতে শুরু করেন।

বিজয়ী হওয়ার খবর পেয়ে রবিউল হাসান আনন্দে আত্মহারা হয়ে পড়েন। তিনি বলেন, "এ অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। উত্তেজনায় আমি লাফিয়ে উঠেছিলাম।" রবিউল জানান, দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে তিনি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে পারেননি। এবার পুরস্কারের অর্থ দিয়ে তিনি পরিবারকে সময় দেবেন এবং পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষদের সহায়তা করতে চান।

প্রসঙ্গত, আবুধাবি বিগ টিকিট র‍্যাফেল ড্রয়ের নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে পাঁচজন বিজয়ী দেড় লাখ দিরহাম করে পুরস্কার পান। এপ্রিল মাসে যেসব টিকিট কেনা হয়েছে, সেগুলো এই সাপ্তাহিক ড্রয়ের জন্য বিবেচনায় নেয়া হয়।

 

Header Ad
Header Ad

৬২ জন পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম ও পিপিএম পদক

ছবি: সংগৃহীত

সাহসিকতা, সেবা ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন ৬২ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য। আগের বছরগুলোর তুলনায় এবার পদকপ্রাপ্তদের সংখ্যা অনেকটাই কমিয়ে আনা হয়েছে, যা নির্বাচন প্রক্রিয়াকে আরও বস্তুনিষ্ঠ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতি বছর চারটি বিভাগে—বিপিএম (সাহসিকতা), বিপিএম (সেবা), পিপিএম (সাহসিকতা) এবং পিপিএম (সেবা)—এই পদক দেওয়া হয়ে থাকে। চলতি বছর সেই ধারাবাহিকতায় মনোনীতদের তালিকা ইতোমধ্যে পুলিশ সদর দপ্তর থেকে চূড়ান্ত করে পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, যা অল্প সময়ের মধ্যেই গেজেট আকারে প্রকাশ পাবে।

আগামী ২৯ এপ্রিল রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশেষ দরবার অনুষ্ঠানে তিনি পদকপ্রাপ্তদের হাতে বিপিএম ও পিপিএম তুলে দেবেন।

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, “এবার কেবলমাত্র যারা ব্যতিক্রমী সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, তারাই পুরস্কার পাচ্ছেন।”

Header Ad
Header Ad

সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে: বিলাওয়াল ভুট্টো

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। ছবি: সংগৃহীত

সিন্ধু নদ নিয়ে উত্তেজনা চরমে। সম্প্রতি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি কড়া ভাষায় ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, “সিন্ধুতে পানি না বইলে, বইবে ভারতীয়দের রক্ত।”

শুক্রবার (২৫ এপ্রিল) সিন্ধু প্রদেশের সক্কুরে এক বিশাল জনসমাবেশে বক্তৃতাকালে এই মন্তব্য করেন তিনি। বিলাওয়াল বলেন, ভারতের উচিত স্মরণ রাখা যে সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকারীরা পাকিস্তানে। কাজেই পাকিস্তান এই নদীর ওপর তার দাবি কখনও ছাড়বে না।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেন, “মোদি সাহেব সভ্যতার উত্তরাধিকার দাবি করছেন, অথচ প্রকৃত রক্ষকরা বসবাস করছে পাকিস্তানে। সিন্ধু আমাদের, এবং এটাই থাকবে।”

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি থেকে সরে যাওয়ার ইঙ্গিত দেয়, যার পরিপ্রেক্ষিতে এই হুঁশিয়ারি দেন বিলাওয়াল। তিনি বলেন, “ভারত যদি সিন্ধু নদীর পানি বন্ধ করার চেষ্টা করে, তবে সেটা যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে ধরা হবে।”

এদিকে, ভারতের জলশক্তিমন্ত্রী সিআর পাতিল জানিয়েছেন, পাকিস্তানে এক ফোঁটাও পানি যেন না যায়, সেই ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান জানায়, এমন পদক্ষেপের কড়া জবাব দেওয়া হবে।

এছাড়া উভয় দেশই সীমান্ত পারাপার ও ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করেছে। পাকিস্তান ভারতের বিমানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে, ভারতও বন্ধ করেছে প্রধান সীমান্ত পথ ও পাকিস্তানিদের ভিসা সুবিধা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

র‍্যাফেল ড্রতে ৯ কোটি টাকা জিতলেন দুই প্রবাসী বাংলাদেশি
৬২ জন পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম ও পিপিএম পদক
সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে: বিলাওয়াল ভুট্টো
অন্য নারীতে মজেছেন সৃজিত! মিথিলা কোথায়?
৪ মাসে কুরআনের হাফেজ হলেন ১০ বছরের অটিস্টিক শিশু আহমাদ
রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে, তা যেন বেহাত না হয়: আলী রীয়াজ
১৪ ব্যাংকে ২৩৮ কোটি টাকা স্থানান্তর, যা বললেন বিসিবি সভাপতি
কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি, মুখোমুখি ভারত-পাকিস্তান সেনা
বাইরে থেকে ফিরেই ঠান্ডা গোসল? সাবধান! এই অভ্যাস ডেকে আনতে পারে বিপদ
কাশ্মীর ইস্যুতে পাকিস্তান-ভারত পাল্টাপাল্টি উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প
রাঙামাটিতে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৫
রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে রিয়াল, ফাইনাল ম্যাচ বয়কটের হুমকি
আইন উপদেষ্টাকে জড়িয়ে ভারতের গণমাধ্যমে মিথ্যা প্রতিবেদন, মন্ত্রণালয়ের বিবৃতি
নিজ দেশেই বিমান হামলা চালালো ভারত, ‘অসাবধানতা’ বলছে বিমান বাহিনী
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৮৪ ফিলিস্তিনি
আইনি নোটিশ প্রসঙ্গে যা বললেন ডা. তাসনিম জারা
ভারত-পাকিস্তান বিরোধে উত্তেজনা, শান্তির বার্তা নিয়ে এগিয়ে এলো ইরান
তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি
মেধাসম্পদের সর্বোত্তম ব্যবহারে সবাইকে উদ্যোগী হতে হবে: প্রধান উপদেষ্টা