মেজর ডালিমের এক হাতে একটি আঙুল নেই কেন? কী ঘটেছিল?
মেজর (অব.) শরিফুল হক ডালিম। ছবি: সংগৃহীত
মেজর (অব.) শরিফুল হক ডালিম মুক্তিযুদ্ধের সময় সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধকালীন অভিজ্ঞতার সাক্ষী তাঁর শরীরে বিদ্যমান চিহ্ন। সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি বিশেষ লাইভ টকশোতে দীর্ঘ সময় পর প্রকাশ্যে এসে নিজের জীবন, মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন তিনি।
লাইভ চলাকালে মেজর ডালিম জানান, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি বেশ কয়েকবার গুরুতর আহত হয়েছিলেন। তিনি বলেন, “আমি যুদ্ধের সময় তিন-চারবার আহত হয়েছি। তার একটা নিদর্শন আমার হাতের অবস্থা দেখো।” কথাগুলো বলার পর তিনি তাঁর বাম হাত দেখান, যেখানে একটি আঙুল নেই। যুদ্ধক্ষেত্রে আহত হওয়ার কারণেই এই আঙুলটি হারাতে হয় তাঁকে।
তিনি আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সময় শুধু আঙুল হারানোই নয়, শরীরের আরও বেশ কয়েক জায়গায় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। এই আঘাতের চিহ্ন তাঁর সাহসী যুদ্ধজীবনের সাক্ষ্য বহন করে।
এছাড়াও, লাইভের এক পর্যায়ে তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ের নানা ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, “স্বাধীনতার জন্য যুদ্ধে লড়াই করাটা ছিল আমাদের জন্য গর্বের। আমি জানি, আমার শরীরের প্রতিটি আঘাত শুধু ব্যথার চিহ্ন নয়, বরং এটি আমাদের জাতির স্বাধীনতার জন্য আমার দেওয়া ত্যাগের প্রতীক।”
এই সাক্ষাৎকারে মেজর ডালিম ১৯৭৫ সালের ১৫ আগস্টের সামরিক অভ্যুত্থানসহ মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও তাঁর মতামত তুলে ধরেন। তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধকালীন ত্যাগ এবং সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতির গভীর প্রতিফলন পাওয়া যায়।
এই আঙুল হারানোর ঘটনাটি কেবল তাঁর যুদ্ধকালীন ত্যাগের উদাহরণ নয়, বরং এটি তাঁর জীবনের এক অনন্য অধ্যায়, যা মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর সাহসিকতার পরিচয় বহন করে।