সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে
ছবি সংগৃহিত
২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সময়ের জন্য বাংলাদেশে সমুদ্রিক জলসীমায় সব প্রকারের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছিল। আজ রাত ১২টায় এ নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তার বক্তব্য অনুসারে, এই সময়ের মধ্যে সামুদ্রিক মাছের জন্য নৌযান দিয়ে যে কোনো প্রজাতির মাছ ধরা বন্ধ রাখা হয়েছে। এটি মাছের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করে মৎস্যসম্পদ বৃদ্ধি করার উদ্দেশ্যে করা হয়েছে।
সময়ের এই সময়ে, সব বাণিজ্যিক মাছের ট্রলার সমুদ্রে যাওয়া বন্ধ রাখা হয়েছে, তবে যান্ত্রিক ও আর্টিসানাল মাছ ধরার নৌযান এখনো অনুমতি পেয়ে থাকে। স্থানীয় প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, এবং সশস্ত্র বাহিনী মাছ ধরা বন্ধ রাখার কাজে সহায়তা করছে।
তবে এই সময়ে মৎস্য আহরণ বন্ধ থাকার কারণে বেকার হয়ে পড়া সমুদ্রগামী নিবন্ধিত সব জেলেকে সরকার খাদ্য সহায়তা প্রদান করেছে।