ইউরোপ-আমেরিকার চেয়েও বাংলাদেশ ভালো আছে: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, মহামারি করোনার পর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাবে ইউরোপ-আমেরিকার মতো দেশ পর্যুদস্ত। সব দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। ইতোমধ্যেই শ্রীলঙ্কা দেউলিয়া হয়েছে। একই রকম অবস্থা পাকিস্তানেও। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমাদের দেশ অনেক ভালো আছে। এমনকি ইউরোপ-আমেরিকার চেয়েও আমরা ভালো আছি।
শুক্রবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে নাটোরের সিংড়া উপজেলা পৌরসভার সামনে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, অন্যান্য বছর দলীয়ভাবে ইফতার আয়োজন করা হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবার ওই অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠান না করে ওই ইফতার খরচের সঙ্গে সমাজের বিত্তবানদের সহযোগিতায় ঈদ উপহার দেওয়া হচ্ছে অসহায়-দরিদ্রদের। যাতে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতেও প্রতিটি পরিবার ন্যূনতম ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয়।
তিনি আরও বলেন, গত ১৪ বছর ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যেভাবে মানুষের জীবনমান উন্নয়ন করেছে, যেভাবে দেশের যোগাযোগ, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে উন্নয়ন করেছে, যেকোনো প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে তা অন্য কোনো সরকার করেনি। এজন্য নিজের বিবেকের সঙ্গে বোঝাপড়া করে দেশের অসমাপ্ত কাজ সমাপ্ত করার স্বার্থে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনা শেষে সিংড়া পৌরসভা ছাড়াও উপজেলার সব ইউনিয়ন এবং প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া পরিবার মিলিয়ে প্রায় ৪ হাজার মানুষকে ঈদ উপহার তুলে দেন প্রতিমন্ত্রী পলক।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান, পৌর কাউন্সিলর, চেয়ারম্যান ছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এসজি
