বিকাল ৪টার মধ্যে শেষ করতে হবে রমনার অনুষ্ঠান

রমনা বটমূলের সব অনুষ্ঠান বিকাল ৪টার মধ্যে শেষ করতে হবে বলে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
শুক্রবার (১৪ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রমনার বটমূলে ব্যাগ নিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। এবং এই অনুষ্ঠান বিকাল ৪টার মধ্যে শেষ করতে বলা হয়েছে।
তিনি বলেন, আজ শুক্রবার পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। রমনা বটমূলে ছায়ানটের সংগীতের মাধ্যমে দিনটির বরণ অনুষ্ঠান শুরু হয়েছে। সবাইকে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন আমাদের ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
তিনি বলেন, বিকাল ৪টার মধ্যে অনুষ্ঠান শেষ করা বলার অনেক কারণ রয়েছে। বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে ধ্বংস করার জন্য ২০০১ সালে জঙ্গি গোষ্ঠী এ রমনা বটমূলে বিস্ফোরণ ঘটায়। তাতে অনেক নিরীহ লোকের প্রাণহানি ঘটে। তারপর থেকে ডিএমপি প্রতিবছর রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র সরোবর ও ঢাকার যেসব স্থানে পহেলা বৈশাখের অনুষ্ঠান হচ্ছে, সেসব স্থানে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এর অংশ হিসেবে রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় থাকবে।
কেএম/আরএ/
