সোমবার, ২৪ মার্চ ২০২৫ | ৯ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

মেসিকে ছাড়াই উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের পথে আর্জেন্টিনা

তিয়াগো আলমাদার দেওয়া গোল ধরে জয় তুলে নেয় আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্তিনেজকে ছাড়া খেলতে নেমে বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও কাঙ্ক্ষিত গোল ঠিকই পেয়ে গেল আর্জেন্টিনা। তিয়াগো আলমাদার দেওয়া গোল ধরে জয় তুলে ২০২৬ বিশ্বকাপ প্রায় নিশ্চিত করে ফেলেছে লিওনেল স্কালোনির দল।

পরের ম্যাচে ব্রাজিলের সঙ্গে ড্র করলেই টিকিট নিশ্চিত হয়ে যাবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের।

যদিও বল দখলে এগিয়ে ছিলো উরুগুয়ে, তবে সুযোগ বেশি তৈরি করে আর্জেন্টিনা। সেগুলোর একটি কাজে লাগিয়ে দুর্দান্ত এক গোল উপহার দিলেন তিয়াগো আলমাদা। ডি বক্সের বাইরে থেকে গতিময় শটে খুঁজে নিলেন জাল। উরুগুয়ের মাঠে জিতে ২০২৬ বিশ্বকাপ কাপের চূড়ান্ত পর্বের দিকে এগিয়ে গেল শিরোপাধারী আর্জেন্টিনা।

৫৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ছয়টি শট নেয় উরুগুয়ে, এর দুটি ছিল লক্ষ‍্যে। অন‍্য দিকে আর্জেন্টিনার ১২ শটের চারটি ছিল লক্ষ‍্যে।

ডি বক্সের বাইরে থেকে গতিময় শটেদুর্দান্ত এক গোল উপহার দিলেন তিয়াগো আলমাদা। ছবি: সংগৃহীত

মাঝপথে কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি কেউ। প্রথমার্ধের শেষ দিকে উত্তেজনা বাড়তে থাকে, এনজো ফার্নান্দেজের এক শট রুখে দেন উরুগুয়ের গোলরক্ষক সের্হিও রোচেত। এরপর গিউলিয়ানো সিমিওনের একটি ক্রস গোলের দিকে যেতে থাকলে সেটিও ঠেকিয়ে দেন রোচেত।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ভঙ্গিতে নামে আর্জেন্টিনা। আলমাদা ও সিমিওনে পরপর দুটি সুযোগ পেলেও গোলরক্ষক রোচেত অবিশ্বাস্য দক্ষতায় সেগুলো প্রতিহত করেন। কিন্তু ৬৮তম মিনিটে আসে ম্যাচের একমাত্র এবং জয়সূচক মুহূর্ত—জুলিয়ান আলভারেজের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে চোখধাঁধানো শটে জাল কাঁপান আলমাদা। রোচেতের বাঁদিকে দুর্দান্তভাবে বল পাঠিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন তরুণ মিডফিল্ডার।

গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আর্জেন্টাইন রক্ষণ ভাঙতে পারেনি উরুগুয়ে। বরং ম্যাচের অন্তিম মুহূর্তে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যখন বদলি হিসেবে নামা নিকো গঞ্জালেস নাহিতান নান্দেজের মুখে বুট লাগিয়ে সরাসরি লাল কার্ড দেখেন।

এই জয়ে ১৩ ম্যাচ শেষে আর্জেন্টিনার সংগ্রহ ২৮ পয়েন্ট, যা তাদের ২০২৬ বিশ্বকাপের প্লে-অফ নিশ্চিত করে দিয়েছে। অন্যদিকে, হারের ফলে উরুগুয়ে ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে।

মন্টেভিডিওর কঠিন লড়াইয়ে স্কালোনির শিষ্যরা প্রমাণ করল, কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন। আলমাদার জাদুকরী মুহূর্তেই জয় তুলে নিয়ে বিশ্বকাপের পথে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা।

Header Ad
Header Ad

৯ এপ্রিল থেকে দেশে স্টারলিংক ইন্টারনেটের ব্যবহার শুরু

ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে যাচ্ছে আগামী ৯ এপ্রিল। এ উপলক্ষে ঢাকায় চার দিনব্যাপী একটি বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা হয়েছে, যা ৭ এপ্রিল থেকে শুরু হবে। সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। এই সম্মেলনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, ভারত এবং চীনের বিনিয়োগকারীরা অংশগ্রহণ করবেন।

চৌধুরী আশিক মাহমুদ জানান, স্টারলিংক ইন্টারনেটের সেবা ব্যবহার করে ৯ এপ্রিল থেকে সম্মেলনের ইভেন্টগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে। এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ৯০ দিন পর।

সম্মেলনের প্রথম দুই দিন বিদেশি বিনিয়োগকারীরা দেশের জাতীয় অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রামের মিরসরাই ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপান অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।

আশিক মাহমুদ বলেন, “বর্তমানে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ১ বিলিয়ন ডলারের কম, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। বিনিয়োগ পরিবেশের উন্নতি করে এটি দশগুণ বাড়ানোর লক্ষ্য রয়েছে।”

এবারের সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক, কৃষি, স্বাস্থ্য এবং হালকা প্রকৌশল খাত প্রাধান্য পাবে। এ ছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

চৌধুরী আশিক মাহমুদ জানান, ২৬ মার্চ প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি চীনে যাবেন এবং সেখানে দুই শতাধিক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করবেন। আশা করা হচ্ছে, এতে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এবং উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ১৬

ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান জেলার আফগানিস্তান সীমান্তের কাছে সংঘর্ষে অন্তত ১৬ জন জঙ্গি নিহত হয়েছেন। রবিবার (২৩ মার্চ) রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, উত্তর ওয়াজিরিস্তানের গোলাম খান কাল্লে এলাকায় একদল জঙ্গি আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করছিল। নিরাপত্তা বাহিনী সেই অনুপ্রবেশ রুখে দেয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়, যেখানে ১৬ জঙ্গি নিহত হয়। পাকিস্তান সেনাবাহিনী এই জঙ্গিদের তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সদস্য বলে দাবি করেছে এবং তাদের ‘খোয়ারিজ’ হিসেবে আখ্যায়িত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, দেশের সীমানা সুরক্ষিত রাখতে ও সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। এ ঘটনার পর পাকিস্তান কাবুলের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে আফগানিস্তানের মাটি ব্যবহার করে কোনো জঙ্গি গোষ্ঠী পাকিস্তানে হামলা না চালাতে পারে।

পাকিস্তান সেনাবাহিনী আশা করছে, তালেবান সরকার তাদের দায়িত্ব পালন করবে এবং জঙ্গিদের হামলা রুখতে পদক্ষেপ নেবে। তবে তালেবান সরকার বরাবরই পাকিস্তানের এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

(সূত্র: জিও টিভি, রয়টার্স)

Header Ad
Header Ad

টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুই জন নিহত

ছবি : ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রবিবার (২৩ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার পাথাইলকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা গ্রামের ছাকু মণ্ডলের ছেলে অটোরিকশা চালক হাসেন আলী (৫৫) ও একই এলাকার লাল মিয়ার ছেলে সবুজ (১৩)

পুলিশ ও স্থানীয়রা জানান, এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভাবলা যাচ্ছিল। অটোরিকশাটি মহাসড়কে উঠলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাস অটোরিকশরাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক হাসেন মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সবুজের মত্যু হয়।

এ ঘটনায় যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান সত্যতা নিশ্চিত জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

৯ এপ্রিল থেকে দেশে স্টারলিংক ইন্টারনেটের ব্যবহার শুরু
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ১৬
টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুই জন নিহত
আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা নয়: নুরুল হক নুর
জনগণের প্রত্যাশা পূরণে আসুন আলোচনা শুরু করি: তারেক রহমান
সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে : সেনাপ্রধান
ছাত্রনেতাদের ভুল ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বান পাটোয়ারীর
শিলংয়ে ঝামেলায় বিরক্ত বাংলাদেশ ফুটবল দল
আমাদের কথাবার্তায় সহনশীলতা দেখাতে হবে: রিজভী
ঢাকায় পতাকা উত্তোলনের মাধ্যমে পাকিস্তান দিবস উদযাপন
সৌদিতে ওমরাহযাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৬ জন
তালেবান নেতার মাথার বিনিময়ে কোটি ডলারের পুরস্কার বাতিল করল যুক্তরাষ্ট্র
রাজধানীতে ঈদের দিন আনন্দ মিছিল ও দিনব্যাপী মেলার আয়োজন
দেশের নাম পরিবর্তন করা উচিত বলে আমরা মনে করি না: সালাহউদ্দিন
জিএম কাদের ও স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ
হাসিনার মতোই একাত্তরে নেতাকর্মীদের ছেড়ে পালিয়েছিলেন শেখ মুজিব : তাজউদ্দিনকন্যা শারমিন
২৫ মার্চ সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন
১০ শতাংশ দাম কমছে ইন্টারনেটের
দীর্ঘ ৮ দিনের ছুটির কবলে বেনাপোল স্থলবন্দর
প্রধান উপদেষ্টার চীন সফর হবে মাইলফলক : চীনা রাষ্ট্রদূত