রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য আট দিনের সফরে আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন।
রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমান (ফ্লাইট নং বিজি-৫৮৪) আগামীকাল বিকাল সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন আজ বাসসকে এ কথা জানান।
সিঙ্গাপুরে আবদুল হামিদের আট দিনের সফরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের চিকিৎসা করার কথা রয়েছে।
গাজায় ইসরাইলের অব্যাহত হামলায় শত শত মানুষের মৃত্যু ও মানবিক বিপর্যয়ের জবাবে পাল্টা রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।
বৃহস্পতিবার (২০ মার্চ) স্থানীয় সময় দুপুরে গাজা থেকে ইসরাইলের মধ্যাঞ্চলে রকেট নিক্ষেপ করা হয়। ইসরাইলি সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, গুশ দান এবং হাশফেলা এলাকায় বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠার পর গাজা থেকে ইসরাইলি ভূখণ্ডে তিনটি প্রজেক্টাইল শনাক্ত করা হয়।
হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানায়, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যার জবাবে তারা তেল আবিবে রকেট হামলা চালিয়েছে।
ইসরাইলি কর্তৃপক্ষ দাবি করেছে, রকেটগুলোর মধ্যে একটি ভূপাতিত করা হয়েছে এবং অন্য দুটি খোলা জায়গায় পড়েছে। ইসরাইলি পুলিশের তথ্যমতে, হামাসের এই রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তবে রকেট হামলার ফলে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। ইসরাইল ও গাজার মধ্যে চলমান এই সংঘাত পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে উঠেছে।
কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা গ্রামে পারিবারিক কবরস্থানের মালিকানা ও মাটি ফেলা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় কাহারুল মুন্সী (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি চাপিতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং মৃত ফজলুল হকের ছেলে।
ঘটনাটি ঘটে বুধবার (১৯ মার্চ) রাতে। পুলিশ জানায়, এলজিইডির খাল কাটার কাজে কবরস্থানের পাশে কিছু মাটি দেওয়ার জন্য কাহারুল মুন্সী ভেকুর চালক ও ঠিকাদারকে অনুরোধ করেন। তবে বিষয়টি জানতে পেরে তার চাচা জীবন ও জাহাঙ্গীর মুন্সী এবং তাদের ছেলে আবদুল্লাহ সেখানে আসেন এবং কাহারুলের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়।
বাকবিতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও কিলঘুষির ঘটনা ঘটে। মারধরের ফলে কাহারুল মুন্সী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাপিতলা নুরজাহান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অবস্থা সংকটাপন্ন দেখে তাকে দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী নাজমা আক্তার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান।
এখন অবশেষে স্পষ্ট হলো যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার সম্পর্কের অবসান। দীর্ঘ সময় ধরে চলছিল গুঞ্জন, আর অবশেষে গত বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে পৌঁছান ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও নৃত্যশিল্পী ধনশ্রী ভার্মা।
বৃহস্পতিবার (২০ মার্চ) আদালতে এসে তারা একে অপরকে ডিভোর্স দিতে সম্মতি জানান এবং পারস্পরিক সম্মতিতেই বিবাহবিচ্ছেদ মঞ্জুর করা হয়।
যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মা। ছবি: সংগৃহীত
এদিনই একেবারে পাকাপাকিভাবে তাদের সম্পর্কের ইতি ঘটেছে। তবে এর আগেই খবরটি ছড়িয়ে পড়েছিল যে, ধনশ্রী ভার্মাকে খোরপোষ বাবদ ৫ কোটি টাকা দেবেন চাহাল। এই বিষয়টি আদালতে আসার পর আরও একবার নিশ্চিত হয়।
আজ ধনশ্রী যখন আদালতে উপস্থিত হন, তখন তাকে ঘিরে ট্রোলারদের আক্রমণ শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে অনেকেই ধনশ্রীকে অপমান করতে শুরু করেছেন। কেউ লিখেছেন, “৫ কোটি টাকার জন্য এসেছেন।” অন্য একজন মন্তব্য করেছেন, “টাকা নিলাম আর মুক্তি পেলাম।” এমনকি কেউ একজন বলেন, “ইউজি ভাইকে লুটে নিল।”
ধনশ্রী আদালতে আসার সময় সাদা টি-শার্ট ও নীল জিন্স পরেছিলেন, কিন্তু কালো চশমা ও মাস্ক পরে নিজের মুখ ঢেকে রেখেছিলেন। তাঁর পাশে ছিলেন পরিবারের সদস্যরা। তবে পাপারাৎজিরা তাকে ঘিরে ছবি তোলায় তাকে কিছুটা অস্বস্তিতে পড়তে দেখা যায়।
চাহাল ও ধনশ্রীর সম্পর্কের গল্পটি মোট ৪ বছরের, তবে বিগত আড়াই বছর তারা আলাদা ছিলেন। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, ধনশ্রীকে ৪.৭৫ কোটি টাকার খোরপোষ দেওয়া হবে এবং ৬ মাসের কুলিং অফ পিরিয়ড মকুব করা হয়েছে।