বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ | ৬ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

২৫ মার্চ, আজ সেই ভয়াল রাত

আজ সেই ভয়াল ২৫ মার্চ। গণহত্যা দিবস। ১৯৭১ সালের এইদিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল বাঙালি জাতির জীবনে। ২৫ মার্চ মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালী জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালীদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।

২৫ মার্চের কালোরাত স্মরণে আজ রাত ১০টা ৩০মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। এ ছাড়া যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

২৫ মার্চ সকাল সাড়ে ৯টায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে গণহত্যা দিবসের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও সারাদেশে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকাসহ সকল সিটি কর্পোরেশনগুলোতে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রচার করা হবে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এদিন বাদ জোহর দেশের সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতে সুবিধাজনক সময়ে প্রার্থনা অনুষ্ঠিত হবে।

বাঙালীর স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তারপর নয় মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা। ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী বাঙালীর উপর পরিচালনা করে সশস্ত্র অভিযান করে অপারেশন সার্চলাইট।

পাকিস্তানের দুই সামরিক কর্মকর্তা মেজর জেনারেল খাদিম হোসেন রাজা ও মেজর জেনারেল রাও ফরমান আলীর নির্দেশনায় চালানো হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর গণহত্যা। তবে তাদের নির্দেশনামার কোনো লিখিত নথি রাখা হয়নি। গণহত্যার সেই পুরো নির্দেশ মুখে মুখে ফরমেশন কমান্ডার বা সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়। ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যার বহু বছর পরে ২০১২ সালে মেজর জেনারেল খাদিম হোসেন রাজা ‘এ স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি’ নামে আত্মজীবনী প্রকাশ করেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস প্রকাশিত সে আত্মজীবনীতে প্রথমবারের মতো অপারেশন সার্চলাইট সম্পর্কে কিছু তথ্য প্রকাশিত হয়।

অপারেশন সার্চলাইট কিভাবে পরিকল্পিত হয়, ১৯৭১ সালের সেই স্মৃতিচারণ করে রাজা লিখেছেন, ‘১৭ মার্চ, সকাল প্রায় ১০টা বাজে। টিক্কা খান আমাকে ও মেজর জেনারেল ফরমানকে কমান্ড হাউসে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে খবর পাঠান। খবর পেয়ে আমরা দুজন টিক্কা খানের সঙ্গে দেখা করি। গিয়ে দেখি, সেখানে জেনারেল আবদুল হামিদ খানও রয়েছেন। টিক্কা খান আমাদের বলেন, প্রেসিডেন্টের সঙ্গে শেখ মুজিবের সমঝোতা আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে না। প্রেসিডেন্ট চান আমরা যেন সামরিক অভিযানের প্রস্তুতি গ্রহন করি এবং সে অনুযায়ী একটা পরিকল্পনা তৈরি করি। এ ছাড়া আর কোনো মৌখিক বা লিখিত নির্দেশনা আমরা পাইনি। আমাদের বলা হয়, পরদিন ১৮ মার্চ বিকেলে আমরা দুজন যেন উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে ওই পরিকল্পনা চূড়ান্ত করি।’ পরদিন সকালেই খাদিম হোসেন রাজা তার কার্যালয়ে রাও ফরমান আলীকে নিয়ে বসেন। তারাই গণহত্যার এ অভিযানের নাম দেন অপারেশন সার্চলাইট।

মার্কিন সাংবাদিক রবার্ট পেইন ২৫ মার্চ রাত সম্পর্কে লিখেছেন, ‘সেই রাতে ৭০০০ মানুষকে হত্যা করা হয়, গ্রেফতার করা হয় আরো ৩০০০ লোক। ঢাকায় ঘটনার শুরু মাত্র হয়েছিল। সমস্ত পূর্ব পাকিস্তান জুড়ে সৈন্যরা বাড়িয়ে চললো মৃতের সংখ্যা। জ্বালাতে শুরু করলো ঘর-বাড়ি, দোকান-পাট। লুট আর ধ্বংস যেন তাদের নেশায় পরিণত হল। রাস্তায় রাস্তায় পড়ে থাকা মৃতদেহগুলো কাক-শেয়ালের খাবারে পরিণত হল। সমস্ত বাংলাদেশ হয়ে উঠলো শকুন তাড়িত শ্মশান ভূমি।’

পাইকারি এই গণহত্যার স্বীকৃতি খোদ পাকিস্তান সরকার প্রকাশিত দলিলেও রয়েছে। পূর্ব পাকিস্তানের সঙ্কট সম্পর্কে যে শ্বেতপত্র পাকিস্তান সরকার মুক্তিযুদ্ধ চলাকালে প্রকাশ করেছিল, তাতে বলা হয়, ‘১৯৭১ সালের পয়লা মার্চ থেকে ২৫ মার্চ রাত পর্যন্ত ১ লাখেরও বেশি মানুষের জীবননাশ হয়েছিল।’

১৯৭০-এর সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করা সত্ত্বেও আওয়ামী লীগের কাছে পাকিস্তানি জান্তা ক্ষমতা হস্তান্তর না করার ফলে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থা নিরসনের প্রক্রিয়া চলাকালে পাকিস্তানি সেনারা কুখ্যাত ‘অপারেশন সার্চ লাইট’ নাম দিয়ে নিরীহ বাঙালি বেসামরিক লোকজনের ওপর গণহত্যা শুরু করে। তাদের এ অভিযানের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগসহ তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল রাজনৈতিক নেতা-কর্মীসহ সকল সচেতন নাগরিককে নির্বিচারে হত্যা করা। এদিন দুপুরের পর থেকেই ঢাকাসহ সারাদেশে থমথমে অবস্থা বিরাজ করতে থাকে। সকাল থেকেই সেনা কর্মকর্তাদের তৎপরতা ছিল চোখে পড়ার মত। হেলিকপ্টারযোগে তারা দেশের বিভিন্ন সেনানিবাস পরিদর্শন করে বিকেলের মধ্যে ঢাকা সেনানিবাসে ফিরে আসে।

ঢাকার ইপিআর সদর দফতর পিলখানাতে অবস্থানরত ২২তম বালুচ রেজিমেন্টকে পিলখানার বিভিন্ন স্থানে অবস্থান নিতে দেখা যায়। মধ্যরাতে পিলখানা, রাজারবাগ, নীলক্ষেত আক্রমণ করে পাকিস্তানি সেনারা। হানাদার বাহিনী ট্যাঙ্ক ও মর্টারের মাধ্যমে নীলক্ষেতসহ বিশ্ববিদ্যালয় এলাকা দখল নেয়। সেনাবাহিনীর মেশিনগানের গুলিতে, ট্যাঙ্ক-মর্টারের গোলায় ও আগুনের লেলিহান শিখায় নগরীর রাত হয়ে উঠে বিভীষিকাময়।

লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান এবং লেফটেন্যান্ট জেনারেল এএকে নিয়াজীর জনসংযোগ অফিসারের দায়িত্বে থাকা সিদ্দিক সালিকের ‘উইটনেস টু সারেন্ডার’ গ্রন্থেও এ সংক্রান্ত একটি বিবরণ পাওয়া যায়। সিদ্দিক সালিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জেনারেল নিয়াজীর পাশেই ছিলেন। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অনুগত পাকিস্তানি হিসাবে পাক সামরিক জান্তার চক্রান্ত তিনি খুব কাছে থেকেই দেখেছেন। ২৫ মার্চ অপারেশন সার্চ লাইট শুরুর মুহূর্ত নিয়ে তিনি লিখেন ‘নির্দিষ্ট সময়ের আগেই সামরিক কার্যক্রম শুরু হয়ে যায়। এমন আঘাত হানার নির্ধারিত মুহূর্ত (এইচ-আওয়ার) পর্যন্ত স্থির থাকার চিহ্ন বিলুপ্ত হয়ে গেল। নরকের দরজা উন্মুক্ত হয়ে গেল।’

পাকিস্তানি হায়েনাদের কাছ থেকে রক্ষা পায়নি রোকেয়া হলের ছাত্রীরাও। ড. গোবিন্দ চন্দ্র দেব ও জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, ড. মনিরুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৯ জন শিক্ষককে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। ঢাবির জগন্নাথ হলে চলে নৃশংসতম হত্যার সবচেয়ে বড় ঘটনাটি। এখানে হত্যাযজ্ঞ চলে রাত থেকে সকাল পর্যন্ত।

প্রেসিডেন্ট ইয়াহিয়া খান অপারেশন সার্চ লাইট পরিকল্পনা বাস্তবায়নের সকল পদক্ষেপ চূড়ান্ত করে গোপনে ঢাকা ত্যাগ করে করাচি চলে যান। সেনা অভিযানের শুরুতেই হানাদার বাহিনী বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে। গ্রেফতারের আগে ২৬ মার্চ (২৫ মার্চ মধ্যরাতে) বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং যে কোন মূল্যে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বঙ্গবন্ধুর এই আহ্বানে সাড়া দিয়ে বাঙালী পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ ৯ মাস সশস্ত্র লড়াই শেষে একাত্তরের ১৬ ডিসেম্বর পূর্ণ বিজয় অর্জন করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের।

এনএইচবি/এএস

Header Ad
Header Ad

হামাসের রকেট হামলায় কাঁপল ইসরাইল, বিমান চলাচল ব্যাহত

ছবি: সংগৃহীত

গাজায় ইসরাইলের অব্যাহত হামলায় শত শত মানুষের মৃত্যু ও মানবিক বিপর্যয়ের জবাবে পাল্টা রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

বৃহস্পতিবার (২০ মার্চ) স্থানীয় সময় দুপুরে গাজা থেকে ইসরাইলের মধ্যাঞ্চলে রকেট নিক্ষেপ করা হয়। ইসরাইলি সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, গুশ দান এবং হাশফেলা এলাকায় বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠার পর গাজা থেকে ইসরাইলি ভূখণ্ডে তিনটি প্রজেক্টাইল শনাক্ত করা হয়।

হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানায়, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যার জবাবে তারা তেল আবিবে রকেট হামলা চালিয়েছে।

ইসরাইলি কর্তৃপক্ষ দাবি করেছে, রকেটগুলোর মধ্যে একটি ভূপাতিত করা হয়েছে এবং অন্য দুটি খোলা জায়গায় পড়েছে। ইসরাইলি পুলিশের তথ্যমতে, হামাসের এই রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে রকেট হামলার ফলে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। ইসরাইল ও গাজার মধ্যে চলমান এই সংঘাত পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে উঠেছে।

সূত্র: আল জাজিরা

Header Ad
Header Ad

কবরস্থানের মালিকানা নিয়ে বিরোধে মারামারি, আ.লীগ নেতার মৃত্যু

কাহারুল মুন্সী। ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা গ্রামে পারিবারিক কবরস্থানের মালিকানা ও মাটি ফেলা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় কাহারুল মুন্সী (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি চাপিতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং মৃত ফজলুল হকের ছেলে।

ঘটনাটি ঘটে বুধবার (১৯ মার্চ) রাতে। পুলিশ জানায়, এলজিইডির খাল কাটার কাজে কবরস্থানের পাশে কিছু মাটি দেওয়ার জন্য কাহারুল মুন্সী ভেকুর চালক ও ঠিকাদারকে অনুরোধ করেন। তবে বিষয়টি জানতে পেরে তার চাচা জীবন ও জাহাঙ্গীর মুন্সী এবং তাদের ছেলে আবদুল্লাহ সেখানে আসেন এবং কাহারুলের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়।

বাকবিতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও কিলঘুষির ঘটনা ঘটে। মারধরের ফলে কাহারুল মুন্সী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাপিতলা নুরজাহান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অবস্থা সংকটাপন্ন দেখে তাকে দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী নাজমা আক্তার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান।

এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Header Ad
Header Ad

চাহালের সঙ্গে সম্পর্কের ইতি, ৫ কোটি টাকার ভরণপোষণ পেলেন ধনশ্রী

যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মা। ছবি: সংগৃহীত

এখন অবশেষে স্পষ্ট হলো যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার সম্পর্কের অবসান। দীর্ঘ সময় ধরে চলছিল গুঞ্জন, আর অবশেষে গত বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে পৌঁছান ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও নৃত্যশিল্পী ধনশ্রী ভার্মা।

বৃহস্পতিবার (২০ মার্চ) আদালতে এসে তারা একে অপরকে ডিভোর্স দিতে সম্মতি জানান এবং পারস্পরিক সম্মতিতেই বিবাহবিচ্ছেদ মঞ্জুর করা হয়।

যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মা। ছবি: সংগৃহীত

এদিনই একেবারে পাকাপাকিভাবে তাদের সম্পর্কের ইতি ঘটেছে। তবে এর আগেই খবরটি ছড়িয়ে পড়েছিল যে, ধনশ্রী ভার্মাকে খোরপোষ বাবদ ৫ কোটি টাকা দেবেন চাহাল। এই বিষয়টি আদালতে আসার পর আরও একবার নিশ্চিত হয়।

আজ ধনশ্রী যখন আদালতে উপস্থিত হন, তখন তাকে ঘিরে ট্রোলারদের আক্রমণ শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে অনেকেই ধনশ্রীকে অপমান করতে শুরু করেছেন। কেউ লিখেছেন, “৫ কোটি টাকার জন্য এসেছেন।” অন্য একজন মন্তব্য করেছেন, “টাকা নিলাম আর মুক্তি পেলাম।” এমনকি কেউ একজন বলেন, “ইউজি ভাইকে লুটে নিল।”

ধনশ্রী আদালতে আসার সময় সাদা টি-শার্ট ও নীল জিন্স পরেছিলেন, কিন্তু কালো চশমা ও মাস্ক পরে নিজের মুখ ঢেকে রেখেছিলেন। তাঁর পাশে ছিলেন পরিবারের সদস্যরা। তবে পাপারাৎজিরা তাকে ঘিরে ছবি তোলায় তাকে কিছুটা অস্বস্তিতে পড়তে দেখা যায়।

চাহাল ও ধনশ্রীর সম্পর্কের গল্পটি মোট ৪ বছরের, তবে বিগত আড়াই বছর তারা আলাদা ছিলেন। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, ধনশ্রীকে ৪.৭৫ কোটি টাকার খোরপোষ দেওয়া হবে এবং ৬ মাসের কুলিং অফ পিরিয়ড মকুব করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

হামাসের রকেট হামলায় কাঁপল ইসরাইল, বিমান চলাচল ব্যাহত
কবরস্থানের মালিকানা নিয়ে বিরোধে মারামারি, আ.লীগ নেতার মৃত্যু
চাহালের সঙ্গে সম্পর্কের ইতি, ৫ কোটি টাকার ভরণপোষণ পেলেন ধনশ্রী
খুলনা থেকে উদ্ধার হলেন নবাবগঞ্জের নিখোঁজ বিএনপি নেতা আজাদুল হাই পান্নু
স্থানীয় নির্বাচন দিয়ে প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ে পরীক্ষা হোক: হাসনাত আবদুল্লাহ
আসিফ নজরুলের হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ তুললেন ইলিয়াস হোসাইন
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মিথ্যা তথ্যে চাকরির অভিযোগে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের মামলা
জি এম কাদেরের বিরুদ্ধে চাঁদাবাজি ও অর্থ পাচারের অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু
বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ ৭ বছর রেখে আইন পাস
অবশেষে বোলিং পরীক্ষায় পাস করলেন সাকিব আল হাসান
ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে: আমীর খসরু
বগুড়ায় ধর্মঘট প্রত্যাহার, আট ঘণ্টা পর ২২ রুটে বাস চলাচল শুরু
অস্ট্রেলিয়ার ভিসা এখন ঢাকাতেই, আর নয় দিল্লি যাত্রা
অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে রহস্যময় ফেনা, গায়ে লাগলেই অসুস্থ
৫৮ কোটি রুপি পুরস্কার পাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দল
পটুয়াখালীতে ধর্ষণের শিকার শহীদ কন্যার পরিবারের পাশে নাহিদ ইসলাম
ইসরায়েলের কাছে মানবতার কোনও মূল্য নেই: প্রিয়াঙ্কা গান্ধী
টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত
বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র  
টানা ৩ দিন সারা দেশে ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনা