বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ | ৬ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

প্রথম দিনেই জমজমাট পুরান ঢাকার ইফতার বাজার

আজ পবিত্র মাহে রমজানের প্রথম দিন। এদিন রাজধানীর পুরান ঢাকা সেজেছে বাহারি ইফতারের আয়োজনে। বরাবরের মতো এবারও রোজার প্রথম দিনেই জমে উঠেছে পুরান ঢাকার চকবাজারের ইফতার বাজার। বড় বাপের পোলায় খায়, আস্ত খাসির রোস্ট, জালি কাবাব, সুতা কাবাবসহ নানা চমকপ্রদ ও স্বাদের ইফতারসামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। আর সেখানে হুমড়ি খেয়ে পড়ছেন ভোজনরসিক রোজাদাররা।

শুক্রবার (২৪ মার্চ) বিকালে পুরান ঢাকার ইফতার বাজার ঘুরে দেখা যায়, প্রথম দিনেই জমজমাট ইফতার বাজার। ব্যবসায়ী ও ক্রেতারা বলছেন, রমজানজুড়ে ইফতারের ঐতিহ্য মানেই পুরান ঢাকা।

ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে এখানকার ব্যবসায়ীদের একটি বড় অংশই বিক্রি করেন ‘বড় বাপের পোলায় খায়’। এবার আকর্ষণীয় এই ইফতারসামগ্রীটি আরও মুখরোচক করা হয়েছে বলে জানালেন এখানকার বিক্রেতারা।

ইফতারের এই বাজারে পাওয়া যায়, গরুর মগজ, কলিজা, মুরগির মাংস, ডিম থেকে শুরু করে ডাবলি, ছোলাসহ মোট ১৫-২০টি আইটেম। এখানকার ব্যবসায়ীদের মতে, এসব ইফতার ‘বড় বাপের পোলায় খায়’কে জনপ্রিয় করে তুলেছে। তাদের দাবি, কেবল পুরান ঢাকার পুরোনো কারিগররাই এই পদটিকে ঐতিহ্যের স্বাদে তৈরি করতে সক্ষম।

চকবাজারের ইফতার বাজার রোজার প্রথম দিনেই পেয়েছে পূর্ণতা। পুরান ঢাকাবাসীর পাশাপাশি চকবাজারে ইফতারসামগ্রী কিনতে দেখা গেছে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দাদের।

রাজধানীর শাহবাগ থেকে ইফতার কিনতে এসেছেন আবুল তালুকদার। তিনি বলেন, আমাদের পুরান ঢাকার ইফতার না হলেই হয় না। তবে এবারের ইফতারির দাম একটু বেশি নিচ্ছে।

যদিও বিক্রেতা নজরুলের দাবি, তাদের ইফতারসামগ্রীর দাম একটু বেড়েছে এজন্য তারা আগের থেকে কিছুটা দাম বাড়িয়েছেন।

শাহী মসজিদের সামনের গলিতে যেন পা ফেলার জায়গা নেই। ক্রেতা-বিক্রেতার হই-হুল্লোড়ে মুখরিত পুরো ইফতার বাজার। চলছে বেচাকেনাও। এখানকার অস্থায়ী দোকানগুলোতে বিক্রি হচ্ছে সুতি কাবাব, জালি কাবাব, টিক্কাসহ প্রায় ১৫-২০ ধরনের কাবার। কাবাবের পাশাপাশি বিক্রি হচ্ছে ডিম চপ, কোয়েল, কবুতরের রোস্টসহ বিভিন্ন ইফতারসামগ্রী। এ ছাড়া বিক্রি হচ্ছে শাহী জিলাপি, মিষ্টি, দইসহ নানা ধরনের মিষ্টান্ন।

কেএম/এসজি

Header Ad
Header Ad

কবরস্থানের মালিকানা নিয়ে বিরোধে মারামারি, আ.লীগ নেতার মৃত্যু

কাহারুল মুন্সী। ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা গ্রামে পারিবারিক কবরস্থানের মালিকানা ও মাটি ফেলা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় কাহারুল মুন্সী (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি চাপিতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং মৃত ফজলুল হকের ছেলে।

ঘটনাটি ঘটে বুধবার (১৯ মার্চ) রাতে। পুলিশ জানায়, এলজিইডির খাল কাটার কাজে কবরস্থানের পাশে কিছু মাটি দেওয়ার জন্য কাহারুল মুন্সী ভেকুর চালক ও ঠিকাদারকে অনুরোধ করেন। তবে বিষয়টি জানতে পেরে তার চাচা জীবন ও জাহাঙ্গীর মুন্সী এবং তাদের ছেলে আবদুল্লাহ সেখানে আসেন এবং কাহারুলের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়।

বাকবিতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও কিলঘুষির ঘটনা ঘটে। মারধরের ফলে কাহারুল মুন্সী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাপিতলা নুরজাহান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অবস্থা সংকটাপন্ন দেখে তাকে দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী নাজমা আক্তার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান।

এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Header Ad
Header Ad

চাহালের সঙ্গে সম্পর্কের ইতি, ৫ কোটি টাকার ভরণপোষণ পেলেন ধনশ্রী

যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মা। ছবি: সংগৃহীত

এখন অবশেষে স্পষ্ট হলো যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার সম্পর্কের অবসান। দীর্ঘ সময় ধরে চলছিল গুঞ্জন, আর অবশেষে গত বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে পৌঁছান ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও নৃত্যশিল্পী ধনশ্রী ভার্মা।

বৃহস্পতিবার (২০ মার্চ) আদালতে এসে তারা একে অপরকে ডিভোর্স দিতে সম্মতি জানান এবং পারস্পরিক সম্মতিতেই বিবাহবিচ্ছেদ মঞ্জুর করা হয়।

যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মা। ছবি: সংগৃহীত

এদিনই একেবারে পাকাপাকিভাবে তাদের সম্পর্কের ইতি ঘটেছে। তবে এর আগেই খবরটি ছড়িয়ে পড়েছিল যে, ধনশ্রী ভার্মাকে খোরপোষ বাবদ ৫ কোটি টাকা দেবেন চাহাল। এই বিষয়টি আদালতে আসার পর আরও একবার নিশ্চিত হয়।

আজ ধনশ্রী যখন আদালতে উপস্থিত হন, তখন তাকে ঘিরে ট্রোলারদের আক্রমণ শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে অনেকেই ধনশ্রীকে অপমান করতে শুরু করেছেন। কেউ লিখেছেন, “৫ কোটি টাকার জন্য এসেছেন।” অন্য একজন মন্তব্য করেছেন, “টাকা নিলাম আর মুক্তি পেলাম।” এমনকি কেউ একজন বলেন, “ইউজি ভাইকে লুটে নিল।”

ধনশ্রী আদালতে আসার সময় সাদা টি-শার্ট ও নীল জিন্স পরেছিলেন, কিন্তু কালো চশমা ও মাস্ক পরে নিজের মুখ ঢেকে রেখেছিলেন। তাঁর পাশে ছিলেন পরিবারের সদস্যরা। তবে পাপারাৎজিরা তাকে ঘিরে ছবি তোলায় তাকে কিছুটা অস্বস্তিতে পড়তে দেখা যায়।

চাহাল ও ধনশ্রীর সম্পর্কের গল্পটি মোট ৪ বছরের, তবে বিগত আড়াই বছর তারা আলাদা ছিলেন। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, ধনশ্রীকে ৪.৭৫ কোটি টাকার খোরপোষ দেওয়া হবে এবং ৬ মাসের কুলিং অফ পিরিয়ড মকুব করা হয়েছে।

Header Ad
Header Ad

খুলনা থেকে উদ্ধার হলেন নবাবগঞ্জের নিখোঁজ বিএনপি নেতা আজাদুল হাই পান্নু

আজাদুল হাই পান্নু। ছবি: সংগৃহীত

দুই মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকার পর ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল হাই পান্নুকে খুলনা শহর থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) ভোরে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম।

পুলিশের এই কর্মকর্তা জানান, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ব্যক্তিগত কারণে অভিমান করে আত্মগোপনে ছিলেন আজাদুল হাই পান্নু। উদ্ধারের পর তাকে তার পরিবারের ও রাজনৈতিক সহকর্মীদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ ও ভালো আছেন।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি বাসা থেকে বের হওয়ার পর থেকে বিএনপি নেতা আজাদুল হাই পান্নুর মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর ১০ জানুয়ারি তার ছেলে বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু দীর্ঘ সময়েও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

১৫ মার্চ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে আজাদুল হাই পান্নুর সন্ধান নিশ্চিত করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান। একই দাবিতে বুধবার নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

আজাদুল হাই পান্নুর নিরাপদে ফিরে আসার খবরে পরিবার এবং দলীয় সহকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

কবরস্থানের মালিকানা নিয়ে বিরোধে মারামারি, আ.লীগ নেতার মৃত্যু
চাহালের সঙ্গে সম্পর্কের ইতি, ৫ কোটি টাকার ভরণপোষণ পেলেন ধনশ্রী
খুলনা থেকে উদ্ধার হলেন নবাবগঞ্জের নিখোঁজ বিএনপি নেতা আজাদুল হাই পান্নু
স্থানীয় নির্বাচন দিয়ে প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ে পরীক্ষা হোক: হাসনাত আবদুল্লাহ
আসিফ নজরুলের হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ তুললেন ইলিয়াস হোসাইন
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মিথ্যা তথ্যে চাকরির অভিযোগে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের মামলা
জি এম কাদেরের বিরুদ্ধে চাঁদাবাজি ও অর্থ পাচারের অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু
বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ ৭ বছর রেখে আইন পাস
অবশেষে বোলিং পরীক্ষায় পাস করলেন সাকিব আল হাসান
ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে: আমীর খসরু
বগুড়ায় ধর্মঘট প্রত্যাহার, আট ঘণ্টা পর ২২ রুটে বাস চলাচল শুরু
অস্ট্রেলিয়ার ভিসা এখন ঢাকাতেই, আর নয় দিল্লি যাত্রা
অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে রহস্যময় ফেনা, গায়ে লাগলেই অসুস্থ
৫৮ কোটি রুপি পুরস্কার পাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দল
পটুয়াখালীতে ধর্ষণের শিকার শহীদ কন্যার পরিবারের পাশে নাহিদ ইসলাম
ইসরায়েলের কাছে মানবতার কোনও মূল্য নেই: প্রিয়াঙ্কা গান্ধী
টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত
বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র  
টানা ৩ দিন সারা দেশে ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনা
সব মামলায় খালাস তারেক রহমান, দেশে ফিরতে বাধা নেই