তেল নয়, গ্যাসই বড় সমস্যা: সালমান এফ রহমান

আগামী ছয় মাসের মধ্যে বিশ্ববাজারে দাম না কমলে গ্যাস নিয়ে বড় সঙ্কট দেখা দেবে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, গ্যাসই এখন বড় সমস্যা, জ্বালানি তেল নয়।
শনিবার (২৭ আগস্ট) ঢাকার আগারগাঁওয়ে বিদেশি সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওকাব) আয়োজিত ‘মিট দ্য ওকাব’ অনুষ্ঠানে এমন কথা জানান তিনি।
সবাই জ্বালানি তেলের কথা বললেও আসলে সবচেয়ে বড় সমস্যা গ্যাস এমনটা জানিয়ে সালমান এফ রহমান বলেন, বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি এবং ডিজেলের দাম অনেক বাড়লেও সেগুলোর সোর্স আছে। আমরা ইমপোর্ট করতে পারছি। কিন্তু গ্যাসই এখন বড় সমস্যা।
আমাদের প্রায় ৭০-৮০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হয় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এমনটা জানিয়ে সালমান এফ রহমান বলেন, এলএনজির স্পট প্রাইস এত বেশি বেড়ে গেছে যে এই প্রাইসে কিনে আমাদের পোষাচ্ছে না। আমরা গ্যাসের বিকল্প খুঁজছি।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, ভোলাতে আমরা গ্যাসের সবচেয়ে বড় রিজার্ভ পেয়েছি। কিন্তু এই গ্যাস ফিল্ডের সমস্যা হচ্ছে কানেক্টিভিটি নেই। এখন আমরা সেই গ্যাসটা মেইন ল্যান্ডে কীভাবে আনতে পারি, সেটা নিয়ে স্টাডি করা হচ্ছে।
গ্যাস আমদানি প্রসঙ্গে সালমান এফ রহমান বলেন, কাতারের সঙ্গে আমাদের যে চুক্তি আছে সেটা যদি আমরা স্পট প্রাইসের চেয়ে কিছু কম দামে লংটার্মে চুক্তি করতে পারি সেই চেষ্টাই করছি। ভারত থেকেও যদি আনতে পারি সেটা নিয়েও ভাবা হচ্ছে।
অপরিশোধিত তেল আমাদানি প্রসঙ্গে তিনি বলেন, অপরিশোধিত তেল আসে শুধু মধ্যপ্রাচ্য থেকে। ক্রুড অয়েলের জন্য আমাদের আছে শুধু ইস্টার্ন রিফাইনারি। ওখানে রাশিয়ান ক্রুড অয়েল ব্যবহার করতে পারব না।
পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে তেল আমদানি বিরূপ প্রভাব ফেলবে কীনা এমন প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, রাশিয়ার যে ২৪টি ব্যাংককে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়নি, সেই ব্যাংকগুলোর মাধ্যমে আমরা আমদানি করব। কোনো সমস্যা হবে না।
ডলারের ওপর চাপ কমানোর উপায় প্রসঙ্গে তিনি বলেন, বিকল্প মুদ্রার চিন্তা করতে হচ্ছে আমাদের। কারণ আমাদের ৯৫ শতাংশ বাণিজ্যই হয় মার্কিন ডলারে। এছাড়াও আমাদের ইউরো, আরএনবি বা ইন্ডিয়ান রুপি স্টক থাকে। সেই স্টক ব্যবহার করার জন্যই আমরা বিকল্প মুদ্রার চিন্তা করছি।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান উপস্থাপন করেন বিবিসির সংবাদদাতা কাদির কল্লোল। অন্যান্যের মধ্যে ডিপিএ’র প্রতিনিধি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, বার্তা সংস্থা এপির ব্যুরো চিফ জুলহাস আলম, এএফপির ব্যুরো চিফ শফিকুল আলম ও রয়টার্সের সাবেক ব্যুরো চিফ সিরাজুল ইসলাম কাদির উপস্থিত ছিলেন।
আরইউ/এএস
