ঢাকা সফর করতে চান চীনা পররাষ্ট্রমন্ত্রী

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ফাইল ফটো
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আগামী মাসে ঢাকা সফর করতে চান। আগস্টের ৫-৬ তারিখে সফর করার প্রস্তাব দিয়েছে চীন। তবে বাংলাদেশ একদিন পেছানোর অনুরোধ করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং গত রবিবার (২৪ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে এই প্রস্তাব দেন। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ওই সময় আসিয়ান রিজিওনাল ফোরামে যোগ দিতে ওই সময় কম্বোডিয়ার রাজধানী নমপেনে থাকবেন। তাই চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফর একদিন পেছানোর অনুরোধ করা হয়েছে।
করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে চীনের এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে খুবই উদ্বিগ্ন চীন। এছাড়া ‘এশিয়ার ন্যাটো’ হিসেবে পরিচিত সামরিক জোট কোয়াডে যোগ দেওয়ার বিষয়েও বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের চাপ আছে। এ অবস্থার প্রেক্ষাপটে চীনা পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসতে চান।
সর্বশেষ ২০১৭ সালের নভেম্বরে ঢাকা সফর করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
আরইউ/আরএ/
