পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবন উদ্বোধন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত আটতলা ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৭ জুলাই) ভার্চ্যুয়ালি এ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আমরা গঙ্গার পানিবণ্টন চুক্তি করেছি। অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা ছিটমহল বিনিময় করতে সক্ষম হয়েছি। এটি পৃথিবীর মধ্যে বিরল দৃষ্টান্ত।
আধুনিক সুবিধাবিশিষ্ট কর্মপরিবেশ নিশ্চিত করা যাবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী তার বক্তৃতায় বলেন, নবনির্মিত ভবনে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর, উইং ও অন্যান্য শাখার জন্য স্থানসংকুলানের চাহিদা অনেকাংশে পূরণ হবে।
বিভিন্ন দেশের কূটনীতিক, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তর আটতলাবিশিষ্ট নতুন ভবন নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। চার বছরে এজন্য ব্যয় হয় ৭৭ কোটি টাকা।
ভবনটির বেইজমেন্টে ২৪টি গাড়ি পার্কিং সুবিধা, রিজার্ভার ও দুটি স্টোররুম রয়েছে।
আরইউ/আরএ/