ফেরি-লঞ্চেও মোটরসাইকেল পরিবহন নিষিদ্ধ
কোরবানির ঈদের সময় লঞ্চ বা ফেরিতেও মোটরসাইকেল পরিবহন বন্ধের আদেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)।
বুধবার (৬ জুলাই) থেকে আগামী ১১ দিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ থেকে আগামী ১১ দিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এর আগে সড়ক পরিবহন ও সেতু বিভাগ ঈদের আগে ও পরে মোট ৭ দিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়। অর্থাৎ ৭ জুলাই থেকে ১৩ জলাই পর্যন্ত সড়ক-মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।
এই দুই আদেশের কারণে ঈদে বাইকে করে বাড়ি ফেরা বন্ধ হয়ে গেল। গত ঈদের এক লাখের ওপরে মানুষ বাইকে করে বাড়ি ফিরেছিল।
আরইউ/এমএমএ/