সচিব হলেন ৩ কর্মকর্তা, ৩ সচিবের দপ্তর বদল
প্রশাসনের তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার। অপরদিকে তিন সচিবের দপ্তর পরিবর্তন হয়েছে। বুধবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক আদেশে এ কথা জানা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে।
অতিরিক্ত সচিব স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক ড. মোহম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে সচিব পদে পদোন্নতি দিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব নাসরীন আফরোজকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক আদেশে জানানো হয়েছে, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) সত্যজিত কর্মকারকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা সুরক্ষা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেনকে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) হিসেবে বদলি করা হয়েছে।
অপর এক আদেশে জানানো হয়, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মো. মামুন-আল-রশিদকে পরিকল্পনা কমিশনের সচিব পদে বদলি করা হয়েছে।
এনএইচবি/এমএমএ/