গায়ে আগুন
হেনোলাক্স গ্রুপের এমডি ও তার স্ত্রী গ্রেপ্তার
জাতীয় প্রেসক্লাবের মধ্যে প্রকাশ্যে গায়ে আগুন দিয়ে ছাত্রলীগের সাবেক নেতা গাজী আনিস মারা যাওয়ার ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে হেনোলাক্স (আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি) গ্রুপের এমডি নুরুল আমিন ও তার স্ত্রী কোম্পানির পরিচালক ফাতেমা আমিনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। পরে মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
পুলিশের একটি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যায় তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে র্যাব তাদের সন্ধ্যার পর গ্রেপ্তার করে।
র্যাবের একটি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে র্যাব মিডিয়া সেন্টারের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান ঢাকাপ্রকাশ-কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ এক অভিযানে সন্ধ্যার পর তাদের গ্রেপ্তার করা হয়েছে। শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাদের উত্তরা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আগুন লাগিয়ে আত্মহত্যার আগে আনিস জানিয়েছিলেন আটককৃত ব্যক্তিদের কাছে তিনি ১ কোটি ২৬ লাখ টাকা পাবেন। আত্মহত্যার অভিযোগে এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করেন আনিসের ভাই নজরুল ইসলাম।
র্যাব জানায়, এ ঘটনা নিয়ে সারাদেশে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় র্যাব তদন্তে নামে। পরে বিশেষ এক অভিযানে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, গতকাল সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের ব্যাডমিন্টন কোর্টের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. গাজী আনিস। মঙ্গলবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
কেএম/জেডএইচ/এসজি/