কমলাপুরে টিকিট কালোবাজারি চক্রের ৫ সদস্য আটক
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে টিকিট বিক্রির সময় টিকিট কালোবাজারি চক্রের পাঁচজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (৫ জুলাই) র্যাব-৩ এর সহকারী পরিচালক বিনা রানী দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (৪ জুলাই) দিনগত রাতে তাদের আটক করা হয়।
টিকিট কালোবাজারি চক্রের সদস্যরা হলেন- মো. লিটন মিয়া (৩৭), মো. শাহ আলম (৩৪), মো. ইরান (২০), মো. আবু তাহের (২৬), মো. জাহিদুর রহমান শাকিব (৪০)।
বিনা রানী দাস বলেন, আটকদের কাছ থেকে চারটি ট্রেনের টিকিট, পাঁচটি মোবাইলফোন এবং নগদ ছয় হাজার ৯২৭ টাকা উদ্ধার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা সংঘবদ্ধ টিকিট কালোবাজারি চক্রের সদস্য। ঈদযাত্রায় ট্রেনের টিকিটের বিপুল চাহিদা থাকে। এ সুযোগকে কাজে লাগিয়ে তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পূর্বে অল্পমূল্যে টিকিট ক্রয় করে উচ্চমূল্যে গোপনে টিকিট বিক্রি করে আসছেন।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
কেএম/আরএ/