চামড়ার দাম নির্ধারণ
ঢাকায় ৪৭ থেকে ৫২, ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা
কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবার ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৪৭ থেকে ৫২ টাকা, খাসির চামড়া ১৮ থেকে ২১ টাকা এবং বখরির চামড়া ১২-১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সভাকক্ষে অনুষ্ঠিত সভায় চামড়ার নতুন দাম নির্ধারণ করা হয়।
জানাগেছে, গত বছরের চেয়ে এবছর ঢাকায় গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে সাত টাকা এবং খাসির চামড়ার দাম তিন টাকা বাড়ানো হয়েছে। ঢাকার বাইরে দেশের অন্যান্য এলাকায় গরুর চামড়া প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ বছর পশু জবাইয়ের তিন থেকে চার ঘণ্টার মধ্যে চামড়ায় লবণ দিতে হবে বলেও জানানো হয়। আগামী ১০ জুলাই সারাদেশে ঈদ উল আযহা পালিত হবে।
এনএইচবি/