পদ্মা সেতুতে দুই দিনে যা ঘটল

বাংলাদেশের আত্মমর্যাদার ও সক্ষমতার প্রতীক, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমের ২১টি জেলার অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি পদ্মা সেতু উদ্বোধন হয়েছে ২৫ জুন। সেদিন বেলা ১১টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর মাওয়া প্রান্তে টোল দিয়ে আনুষ্ঠানিকভাবে যানবাহন চলাচলের শুভ উদ্বোধন করেন। যদিও সেদিন সর্ব সাধারণের যানবাহন চলাচল হয়নি।
পূর্ব ঘোষণা অনুযায়ী ২৬ জুন ভোর ৬টা থেকে শুরু হয় যানবাহন চলাচল। তার আগে উদ্বোধনের দিন বিকালে প্রধানমন্ত্রীসহ অন্যান্য অতিথিরা সেতু এলাকা ছেড়ে যাওয়ার পর উৎসুক মানুষ সকল বেরিকেড ভেঙে উঠে পড়ে সেতুর উপরে। সেখানে দেখা যায় সেতু উপরে উঠতে বাধা দেওয়ার জন্য নেট বেড়ার ব্যবস্থা করা হয়েছিল সেটিও ভেঙে কেউ কেউ সেটি বেয়ে উঠে গেছে সেতুতে।
অনেকে সেতুতে উঠে নামাজ আদায় করেছেন। আবার কেউ কেউ সেলফি তুলতে পদ্মা সেতুতে গাড়ি পার্ক করে সৃষ্টি করেছেন তীব্র যানজটের। কেউ আবার দৃষ্টিকটু কাজও করেছেন। সেতুতে দাড়িয়ে একজনকে প্রসাব করতে দেখা গেছে ছবিতে।
আর একজন যুবক বায়েজিদ তো ঘটিয়েছেন মহাকাণ্ড। নিজের গাড়িতে থাকা টুলবক্স দিয়ে পদ্মা সেতুর উপরের রেলিংয়ে দেওয়া নাটবল্টু খুলে ভিডিও করে আবার টিকটকও করেছেন। যে ঘটনার জেরে তাকে গ্রেপ্তারও করা হয়েছে। খোঁজা হচ্ছে সেতুতে প্রসাব করা দুই যুবককে।
প্রথম দিন ছিল ঘটনাবহুল। এত উচ্ছ্বাস আনন্দের পাশাপাশি সন্ধ্যায় খবর আসলো পদ্মা সেতুতে মোটরসাইকেল দুই ঘটনায় দুই যুবকের প্রাণহানী। উচ্ছ্বাসে মাতোয়ারা দুই তরুণের বেপরোয়া মোটারসাইকেল চালানোই কাল হলো।
তাই পদ্মা সেতুতে প্রথম দুর্ঘটনায় প্রাণ যাওয়ার তালিকায় নাম উঠলো আলমগীর হোসেন (২৫) ও ফজলু মিয়ার (২৫)। এরই মধ্যে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আনন্দের পাশাপাশি অনেকগুলো বিষাদের ঘটনাও ঘটল প্রথম দুই দিনে।
শুধু এখানেই শেষ না পদ্মা সেতুতে প্রথম দিনেই টোল আদায় থেকে প্রায় ৩ কোটি টাকা রাজস্ব আহরিত হয়েছে। রাজস্ব আহরণে ধারাবাহিকতা রয়েছে। প্রথম দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের প্রাণহানিতে সেতু বিভাগ থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছে ২৭ জুন সকাল থেকে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ। এ ছাড়া সেতুতে দাঁড়ানো সেলফি তোলাও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এখানেই শেষ না পদ্মা সেতুতে দাড়িয়ে ছবি তোলা ও গাড়ী পার্ক করার দায়ে ২৭ জুন কয়েকজনকে জরিমানাও করা হয়। তাছাড়া পদ্মা সেতুর নিরাপত্তায় সেনাবাহিনীর তৎপরতা বাড়াতে চিঠি দিয়েছে সেতু বিভাগে। সেই চিঠি মোতাবেক কাজও চলছে। তাই পদ্মা সেতুর প্রথম দুই দিন ছিল ঘটনাবহুল। উচ্ছাস থেকে মৃত্যু কোন কিছুই বাদ যায়নি পদ্মা সেতুতে।
এসএম/এমএমএ/
