ফের রিমান্ডে সাবেক বিচারপতি মানিক

সাবেক বিচারপতি মানিক। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিককে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এ সংক্রান্ত শুনানি শেষে এই আদেশ দেন।
এদিন সকালে আসামি মানিককে আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি জানান, সাবেক বিচারপতি মানিক সরকারের পতনের পর দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন। কয়েক লাখ টাকার বিনিময়ে পালানোর চেষ্টা করলেও প্রতারিত হন এবং জনগণের হাতে আটক হন। পরে তাকে জঙ্গলে হাফপ্যান্ট পরা ও কলাপাতার ওপর শুয়ে থাকা অবস্থায় পাওয়া যায়।
তবে আসামি মানিকের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ১৯ জুলাই গুলশানে ছাত্র-জনতার মিছিলে অংশ নেন সাজিদ। এ সময় আসামিদের এলোপাতাড়ি গুলিতে আহত হন তিনি। পরে হাসপাতালে ভর্তি করা হলে ২৭ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাজিদের মা বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা করেন, যেখানে সাবেক বিচারপতি মানিকের নাম রয়েছে।
গত বছরের ২৪ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর সময় গ্রেফতার হন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। এরপর একাধিক হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড ভোগ করেন তিনি।
