পুতিনকে হাতি উপহার দিলেন মিয়ানমারের জান্তাপ্রধান

মিয়ানমারের জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং (বামে) ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হাতি উপহার দিয়েছেন মিয়ানমারের জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এটি রাশিয়া ও মিয়ানমারের মধ্যে 'হাতি কূটনীতির' অংশ।
সম্প্রতি রাশিয়ার কাছ থেকে ছয়টি যুদ্ধবিমান কিনেছে মিয়ানমার, যা দুই দেশের সামরিক সম্পর্ক আরও দৃঢ় করেছে। মঙ্গলবার (৫ মার্চ) মস্কো সফরে গিয়ে ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠক করেন মিয়ানমারের জান্তাপ্রধান।
এ সফরে তিনি মিয়ানমারে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি স্বাক্ষর করেন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসাটমের তত্ত্বাবধানে নির্মিতব্য এ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনক্ষমতা হবে ১০০ মেগাওয়াট।
মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান দুই মিত্র হচ্ছে চীন ও রাশিয়া। ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে মস্কো জান্তাকে সমর্থন দিয়ে আসছে এবং দেশটির সেনাবাহিনী রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ সমরাস্ত্র সংগ্রহ করেছে।
আগামী ৯ মে রাশিয়ার জাতীয় দিবসে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে মিয়ানমারের সেনাবাহিনীকে আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। সূত্র: রয়টার্স
