ভারতের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শুল্কনীতির অংশ হিসেবে ভারতসহ একাধিক দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকালে) মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি স্পষ্টভাবে বলেন, পারস্পরিক শুল্ক চাপানোর এই নীতি থেকে ভারতও বাদ যাচ্ছে না।
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের তারিখ নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল থেকে। তার ভাষায়, "আমি চেয়েছিলাম ১ এপ্রিল থেকে কার্যকর করতে, কিন্তু অনেকেই ভাবতে পারেন এটি এপ্রিল ফুলের একটি কৌশল। তাই ২ এপ্রিল থেকে পারস্পরিক শুল্ক চালু করব।"
শুধু ভারতই নয়, চীন, দক্ষিণ কোরিয়া, কানাডা এবং মেক্সিকোর মতো দেশগুলোর ওপরও শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, "দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশ আমাদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে আসছে। এবার আমাদের পালা। ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারতসহ অন্যান্য দেশ আমাদের পণ্যে যত শুল্ক বসাবে, আমরাও তাদের পণ্যে ততটাই শুল্ক আরোপ করব।"
ভারতের বিষয়ে আলাদাভাবে মন্তব্য করে ট্রাম্প বলেন, "ভারত আমাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে, যা যুক্তরাষ্ট্রের প্রতি একেবারেই ন্যায়সংগত নয়। কখনোই ছিল না।" তার মতে, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের ন্যায্য সুবিধা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প তার নীতির বিষয়ে যে কঠোর অবস্থান গ্রহণ করেছেন, তা আরও একবার প্রমাণ হলো এই ঘোষণার মাধ্যমে। এর আগেও তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, আমদানি শুল্কের বিষয়ে তিনি কোনোভাবেই নমনীয় হবেন না এবং ‘টিট ফর ট্যাট’ নীতি অনুসরণ করবেন। অর্থাৎ, যে দেশ মার্কিন পণ্যের ওপর যত বেশি শুল্ক বসাবে, যুক্তরাষ্ট্রও সেই দেশের পণ্যের ওপর সমপরিমাণ শুল্ক আরোপ করবে।
শুল্কের পাশাপাশি বাণিজ্য বাধা সৃষ্টির বিষয়ে সতর্কবার্তা দিয়ে ট্রাম্প বলেন, "কেউ যদি শুল্কের পরিবর্তে অন্য কোনো বাণিজ্যিক বাধা তৈরি করে, তাহলে আমরাও একই ব্যবস্থা নেব।"
বিশ্ববাজারে বাণিজ্য নীতিতে যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থানের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্পের ঘোষণার পর ভারতসহ অন্যান্য দেশের প্রতিক্রিয়ার দিকেও এখন নজর রাখছে বিশ্ব অর্থনীতি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, দ্য হিন্দু, ইকোনমিক টাইমস, বিজনেস স্ট্যান্ডার্ড
